মরার পরে প্রবাসীর জন্য কেঁদে কি আর হবে?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ মার্চ, ২০১৫, ০১:২১:৩১ দুপুর
অপ্রিয় হলেও সত্য যে,
কোন প্রবাসী প্রবাস ছেড়ে দেশে যাবার কথা বললে তার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে। তারা মনে করে প্রবাসীটি দেশে আসলেই পরিবারে অার্থিক সমস্যা দেখা দিবে। অশান্তি শুরু হবে। আরাম আয়েশে জীবন যাপনের দিন শেষ হবে। তাদের মনে রাখা উচিত যে, বাংলার ষোল কোটি মানূষ কিছু না কিছু করে তাদের সংসার চালায়। হয়তবা সংসার চালাতে তাদের কস্ট হয়।
প্রবাস থেকে প্রতিদিন ৭/৮ টি লাশ দেশে যায়। তাদের বেশীর ভাগ কারণ হঠাৎ মৃত্যু। একজন সুস্থ প্রবাসী হঠাৎ কেন মৃত্যু বরণ করে একমাত্র আল্লাহ ও তার পরিবার জানে।
পরে প্রবাসীর জন্য কেঁদে কি আর হবে?
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শতকরা ৮০ ভাগ প্রবাসি মাস শেষে বেতন পেয়ে ও অন্যের কাছ থেকে টাকা ধার করে।
এই ধার করার কারন শুধু পরিবারের সবাইকে সুখে শান্তিতে রাখা।
কিন্তু পরিবারের সবাই ওই প্রবাসির সুখের চিন্তা করার প্রয়োজন মনে করে না।
হমম প্রবাসীরা কস্ট করে টাকা পাঠায় আর সে টাকায় দেশে থেকে জমিদারি ভাব নিয়ে পরিবেরের লোকজন ঘুরে বেড়ায়.....।
এদের কি নিজের ফ্যামিলি মেম্বারের জন্য মায়া হয় না!!!!!!!
মন্তব্য করতে লগইন করুন