মরার পরে প্রবাসীর জন্য কেঁদে কি আর হবে?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ মার্চ, ২০১৫, ০১:২১:৩১ দুপুর



অপ্রিয় হলেও সত্য যে,

কোন প্রবাসী প্রবাস ছেড়ে দেশে যাবার কথা বললে তার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে। তারা মনে করে প্রবাসীটি দেশে আসলেই পরিবারে অার্থিক সমস্যা দেখা দিবে। অশান্তি শুরু হবে। আরাম আয়েশে জীবন যাপনের দিন শেষ হবে। তাদের মনে রাখা উচিত যে, বাংলার ষোল কোটি মানূষ কিছু না কিছু করে তাদের সংসার চালায়। হয়তবা সংসার চালাতে তাদের কস্ট হয়।

প্রবাস থেকে প্রতিদিন ৭/৮ টি লাশ দেশে যায়। তাদের বেশীর ভাগ কারণ হঠাৎ মৃত্যু। একজন সুস্থ প্রবাসী হঠাৎ কেন মৃত্যু বরণ করে একমাত্র আল্লাহ ও তার পরিবার জানে।

পরে প্রবাসীর জন্য কেঁদে কি আর হবে?

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307625
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রবাসিদের টাকা বিলাসিতায় খরচ করা বন্ধ না করলে এই অবস্থা চলতেই থাকবে।
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৪
248828
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন স্যার
307635
০৭ মার্চ ২০১৫ দুপুর ০২:২৭
আবু জান্নাত লিখেছেন : ভাবনার বিষয়, প্রবাসের টাকা কে রিজিকের মালিক মনে করে। আল্লাহর উপর ভরসা না থাকায় এমন হয়।
০৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৩
248839
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
307647
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:০২
অভিমানী বালক লিখেছেন : দেশের মানুষ মনে করে প্রবাসীরা হলো ATM মেশিন,গোপন নাম্বারটি টিপ দিলে গড় গড় করে টাকা বের হয়,কিন্তু যে গড় গড় করে টাকা বের করে দিচ্ছে সে বোঝে টাকা কিভাবে মেশিনে জমা রাকতে হয়।
শতকরা ৮০ ভাগ প্রবাসি মাস শেষে বেতন পেয়ে ও অন্যের কাছ থেকে টাকা ধার করে।
এই ধার করার কারন শুধু পরিবারের সবাইকে সুখে শান্তিতে রাখা।
কিন্তু পরিবারের সবাই ওই প্রবাসির সুখের চিন্তা করার প্রয়োজন মনে করে না।
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৪
248866
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
307693
০৭ মার্চ ২০১৫ রাত ০৯:৪২
সামছুল লিখেছেন : অভিমানী বালক#১০০০০০০০০০০% ঠিক বলেছেন ভাই।
০৮ মার্চ ২০১৫ রাত ১২:১৭
248922
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
307856
০৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:০২
পুস্পগন্ধা লিখেছেন :
হমম প্রবাসীরা কস্ট করে টাকা পাঠায় আর সে টাকায় দেশে থেকে জমিদারি ভাব নিয়ে পরিবেরের লোকজন ঘুরে বেড়ায়.....।
এদের কি নিজের ফ্যামিলি মেম্বারের জন্য মায়া হয় না!!!!!!!


০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
248989
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন,, প্রবাসীর জন্য কেউ নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File