সন্তানদেরকে প্রশ্রয় দিলে যে কোন সময় বিপদ ঘটতে পারে।

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:১০:২১ সন্ধ্যা



সন্তানের পিতা দিনের বেশীর ভাগ সময় ঘরের বাইরে অথবা দেশের বাইরে থাকে বলে সন্তানের দেখাশুনা করতে পারে না। তাই এই দায়িত্ব মাতার উপর অর্পিত হয়। একমাত্র মাতাই তার সন্তানকে সুশিক্কা দিয়ে মানুষ করতে পারে। বিভিন্ন অপকর্ম থেকে সন্তানকে রক্কা করতে পারে।

মাতা-পিতার অবহেলায় সন্তান নস্ট হতে বেশী সময় লাগে না। বিশেষ করে উঠতি বয়সের সন্তানরো সঙ্গ দোষে নষ্ট হয়।

সন্তান কোথায় যায়, কার সাথে বন্ধুত্ব করে, মোবাইলে কার সাথে কথা বলে, মোবাইল ও কম্পিউটারে কি নিয়ে ব্যস্ত থাকে মাতা-পিতাকে দেখতে হবে।

সন্তানকে নামায, কোরআন তেলোয়াত ও নৈতিকতার শিক্কার প্রতি মনোযোগি করা মাতা-পিতার দায়িত্ব ও কর্তব্য। বর্তমানের এই ডিজিটাল সমাজে সন্তানদেরকে প্রশ্রয় দিলে যে কোন সময় বিপদ ঘটতে পারে। তাই মাতা-পিতারা সাবধান।

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File