ইসলামী সমাজে মজুরদের মর্যাদা ও অধিকারঃ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৩৯:২৭ রাত
ইসলামী সমাজে মজুরদের মর্যাদা ও অধিকারঃ
বুখারী শরীফের একটি হাদীসে মজুর ও চাকরদের অধিকার সম্পর্কে যতেষ্ট আলোক সম্পাৎ করা হইয়াছে। হযরত নবী করিম (সাঃ) হযরত আবু বকর (রাঃ) কে সম্বোধন করিয়া একদা মুজর-দাসদের সম্পর্কে বলিয়াছিলেনঃ
“যাহারা তোমাদের কাজ করিয়া জীবিকা উপার্জন করে সেই মজুর ও দাস তোমাদের ভাই- আল্লাহ তাহাদিগকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন। কাজেই যাহার কাছে এইরূপ লোক রহিয়াছে, তাহাকে যেন সে তাহাই খাইতে দেয় যাহা সে নিজে আহার করে; আর তাহাকে যেন তাহাই পরিতে দেয়, যাহা সে নিজে পরিধান করে। তাহার সাধ্য শক্তির অতিত কোন কাজের চাপ যেন তাহাকে না দেয়। দিলে সে কাজ সমাধা করিবার ব্যাপারে যেন তাহাকে উপযুক্ত সাহায্য ও সহযোগিতা করে।”
[সুত্রঃ ইসলামী সমাজে মজুরের অধিকার-পৃষ্টা-২০]
অপ্রিয় হলেও সত্য যে, এখন মালিক-শ্রমিকের ব্যবধান অনেক বেশী দেখা যায়। শ্রমিকদেরকে ঠকিয়ে মালিকরা টাকার পাহাড় গড়ে তুলছে। মালিকরা শ্রমিকদেরকে ইচ্ছেমত কাজ করাতে বাধ্য করে। অনেক শ্রমিক উপযুুক্ত বেতন ও পায় না। অনেক শ্রমিক নির্যাতনের শিকার হয়। ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারনে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত। যারা শ্রমিককেরকে শোষন করে তাদেরকে কিয়ামতের মাঠে শেষ বিচারের দিনে কঠিন শাস্তি পেতে হবে।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ পোষ্টটির জন্য।
মন্তব্য করতে লগইন করুন