বাপ দাদার জমিজমা বিক্রী করে প্রবাসে এসে নিজের জীবনটা নস্ট না করে দেশেই কিছু একটা করুন।

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২৪:৪০ রাত



এই প্রবাসী ভাইটির নামঃ সাগর। পাকিস্থানী মালিকাধীন

একটি প্রতিস্টানে কাজ করে। বেতন মাত্র ১১০০ রিয়াল। সকল খরচ

বাদ দিয়ে মাসে বাংলাদেশী দশ হাজার

টাকা দেশে পাঠাতে পারে। কাতার প্রবাসী আপন ভাগিনার

হাতে তিন লাখ টাকা তুলে দিয়ে গত

ডিসেম্বরে কাতারে আসে। প্রবাসে এসেই সাগর

বুঝতে প্রবাস জীবনটা কেমন। ভিসার টাকা কবে নাগাদ

তুলতে পারবে এই ভাইটি জানে না।

সাগর দেশে প্রতিমাসে ১৫০০০ হাজার টাকা বেতনের কাজ করত।

আরো বেশী টাকা রোজগারের আশায় দালালের

খপ্পরে পড়ে কাতারে এসে এখন ফেসে গেছে। এক

কন্যা সন্তানের জনক সাগর এখন দুঃখের সাগরে ভাসছে।

এরকম লাখো সাগর প্রবাসে বিভিন্ন কস্টে আছে। তাদের

বেশীর ভাগ প্রতারণার শিকার।

তাই প্রবাসে আসার আগে ভাল করে চিন্তা করুন।

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306001
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫০
সাদাচোখে লিখেছেন : টাকার জন্য প্রবাস জীবন আর নয়। স্বদেশী মানবরূপী দানব হতে বাঁচার জন্য, অতিরিক্ত কিছু শেখা কিংবা অভিজ্ঞতার জন্য, ব্যবসা কিংবা দাওয়াহ র কাজ করার জন্য পরিবার পরিজন নিয়ে প্রবাস জীবন - সামহোয়াট কিছুটা গ্রহনযোগ্য।

স্বেচ্ছাপ্রনোদিত হয়ে ক্রীতদাস হবার কোন মানে হয় না।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৭
247603
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
306002
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৭
247604
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
306037
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৩২
বান্দা লিখেছেন : দেশে ১৫০০০ টাকা বেতনে চলার কথা। কিন্তু লোভ এদেরকে এমন করেছে। সে যা বেতন পাচ্ছে তা দেশের তুলনায় অনেক কম
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৫
247741
সিটিজি৪বিডি লিখেছেন : অনেক কম।
306052
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : এটাই তো বাঙ্গালীর সমস্যা। অল্পে তুষ্ট হতে পারেনা। আরেকটা সমস্যা হলো নিজের দেশ খারাপ। পরের দেশ ভালো। নিজের দেশে নিজের গাড়ী নিজে চালালে জাত যায় বাট ভীনদেশে গাড়ী ধুলেও জাত থাকে!
আমার এক পরিচিত আছেন যিনি তার জমানো টাকা দিয়ে একটা ট্যাক্সি কিনেছেন। ড্রাইভিংও জানেন বেশ ভালো। কয়েকদিন চালিয়ে বসে পড়লেন। জানলাম লোকে হাসাহাসি করে লেখাপড়া শিখে ড্রাইভারী করছে! তাই নতুন ড্রাইভার খুজছেন। না পাওয়া পর্যন্ত গাড়ী বন্ধ। এই হলো অবস্থা! কেউ নিজের চেষ্টায় কিছু করতে চাইলেও সেটা লোকের কুটিলতায় আর এগুতে পারেনা!
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৬
247742
সিটিজি৪বিডি লিখেছেন : দেশে কিছু করতে ওদের লজ্জা লাগে।
306054
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাই দেশে এখন কাজ করার ই উপায় নাই!!
নিজের দোকান দেন হাজারটা ফ্যাকড়া আর চাঁদাবাজি।
নিজে একটা ইন্ড্রাস্ট্রি করার চেস্টা করেন বিভিন্ন সরকারি নিয়ম পালন করতে গিয়ে বিরক্ত হয়ে যাবেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৬
247743
সিটিজি৪বিডি লিখেছেন : যত সব অরাজক কান্ড
306085
২৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৬
আবু জান্নাত লিখেছেন : একথাটি যারা প্রবাসে এসেছে তারাই বুঝবে, যারা এখনো আসে নাই তারা কিছুতেই বুঝবে না। আমিও না আপনিও না। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৬
247744
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File