অপ্রিয় হলেও সত্য

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০৬:৫৩ সকাল

রাতারাতি বড় লোক হওয়ার জন্য, গাড়ী-বাড়ী করার জন্য এক

শ্রেনীর মানুষ হারাম-হালাম বিচার না করেই অর্থ উপাজর্নের

জন্য মরিয়া হয়ে উঠে। এই শেনীর মানুষ বেহায়া, নিলজ্জ ও

নির্দয়। প্রবাসে এই শেনীর মানুষদের কর্মকান্ড

দেখলে ঘৃনা করতে ইচ্ছে করে। এরা মুখে দাড়ী রাখে ,

হজ্জ ও উমরা পালন করে, মসজিদে গিয়ে নামায আদায় করে।

দেশে গিয়ে কিছু অর্থ গরীবদেরকে ও দান করে। সবাই

মনে করে এদের মত ভাল মানুষ দুনিয়াতে হতেই পারেনা।

কিন্তু যারা এই জানোয়ারদের প্রতিস্টানে কাজ

করে তারা বলতে পারে ওদের আসল রূপ কেমন।

কেমনে এরা রাতারাতি বড় লোক হয়।

প্রবাসে আমাদের বদনাম অনেক পুরানো। কেউবা বলে ৪২০

কেউবা বলে হারামী। কেউবা মনে করে ভিখারী।

আরবীরা ফ্রী ভিসা দিয়ে গরীব রাস্ট থেকে শ্রমিক

আমদানী করে উপযুক্ত পারিশ্রামিক প্রদান করে। আর

বাংলাদেশিরা টাকার বিনিময়ে ভিসা দিয়ে লোক

নিয়ে এসে ইচ্ছেমত ব্যবহার করে। অল্প বেতন

দিয়ে বেশী কাজ আদায় করে। একটু ব্যতিক্রম হলেই মারধর

করে দেশে পাঠিয়ে দেয়। কোন কোন

ব্যবসায়ী কাস্টমারের সাথে কালেমা পাঠ করে বেশী অর্থ

হাতিয়ে নেয়। টাকার নেশায় এরা ইসলাম থেকে অনেক

দুরে সরে গিয়েছে।

যারা হালাল- হারাম বিচার না করে মানুষদেরকে ঠকিয়ে,

শ্রমিকদেরকে কস্ট দিয়ে অর্থ উপার্জন

করে ওরা মানুষরুপি জানোয়ার। এই জানোয়ারদের মিস্টি কথায়

প্রবাসে এসে অনেকে মানবেতর জীবন যাপন করছে।।

যারা প্রবাসে আসতে আগ্রহী দয়া করে দয়া কবরে জেনে শুনে আসবেন।

নইলে বিপদে পড়ার সম্ভাবনা আছে।।

আসুন সবাই

কস্ট করে হলেও

হালাল ইনকাম করি

হারাম থেকে দুরে

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304868
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৬
কাহাফ লিখেছেন :
সচেতন মুলক সুন্দর আহবান!
সামান্য দুনিয়াবী স্বার্থে আমরা কত অন্যায় সহজেই করে ফেলি! আল্লাহ আমাদের কে হেদায়েত দান করুন!আমিন!!
জাযাকাল্লাহু খাইরান!!
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪২
246744
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ
304916
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৫
246748
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
304930
১৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৯
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি খুবই ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৫
246747
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
304936
১৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৬
বাকপ্রবাস লিখেছেন : লাখ টাকা দান করে খ্যাতি ক্্য় করে কিন্তু নিজের অধীনে থাকা কর্মচারীদের প্রতিনিয়ত বঞ্চিত করে
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৫
246746
সিটিজি৪বিডি লিখেছেন : কস্টে আছে সবাই
304988
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু প্রবাসিরা নয় এই দেশেও এইভাবে বঞ্চিত করে মানুষকে তার ন্যায্য পাওনা থেকে। একটি বড় গ্রুপ এর কথা জানি প্রধানমন্ত্রির ফান্ডে ১ কোটি টাকা দিয়েছে কিন্তু ৬ মাস এর বেতন বাকি রেখে বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠান!
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৪
246745
সিটিজি৪বিডি লিখেছেন : জানোয়ার সব জাৃযগায় আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File