বাবার হোটেল

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৫:১০ রাত

সন্তান কর্মজীবনে প্রবেশের আগে বাবার

হোটেলে ফ্রিতে সবকিছু পেয়ে থাকে।

সন্তানের বাবাও কর্মজীবন শেষ করে কর্মজীবি সন্তানের

হোটেলে ফ্রীতে খাওয়ার জন্য আশায় থাকে।

অপ্রিয় হলেও সত্য যে কিছু কিছু সন্তান বাবার

হোটেলে খেয়ে বড় হয়ে ভাল চাকরি করে সুন্দরী বউ

ঘরে তুলে বাবা-মার কথা ভুলে যায়। শহরের বাসায় বাবা-

মাকে রাখতে কস্ট হবে বলে তাদেরকে গ্রামের

বাড়ীতেই রেখে আসে। অন্যদিকে অযত্ন অবহেলায় বাবা-

মাদের দিন কাটে। বউকে খুশিতে রাখতেই এই

কাজটি অনেকে করে থাকে। তাদেরকে বলি, বাসায়

দামী চেয়ার টেবিলে বসে সন্তানকে নিয়ে খাওয়ার সময়

কি একবারও বাবা-মার কথা মনে পড়ে না?

সবাইকে মনে রাখতে হবে বাবা-মাকে কস্ট দিয়ে পৃথিবীর

কেউ সুখে শান্তিতে থাকতে পারে না। একদিন না একদিন

প্রাইশ্চিত্ব ভোগ করতে হবে। এমনকি পরকালে জান্নাতের

ঠিকানা পেতেও অনেক কস্ট হবে।।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304121
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৫
দ্য স্লেভ লিখেছেন : আমাদের সর্বোত্তম আচরনের সর্বোচ্চটাই যেন পায় মা...
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫০
246749
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
304213
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫১
246750
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File