জীবন কাতারে যেমন--
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২১:২৮ রাত
শিশুর প্রথম শব্দ মাম্মা, বাব্বা ও দাদ্দা। এই শব্দের
আগে অন্য কোন শব্দ তাদের মুখ থেকে বের হয় না।
আজকে কাতারে একটি শিশুর মুখ থেকে বাব্বা ডাক
শুনে নিজের সন্তানের কথা খুব মনে পড়ে। বাসায়
কথা বলার সময় পুত্রের কান্না-বাব্বা ডাক শুনতে পাই।
সে ও মনে হয় তার বাবার সাথে কথা বলতে চায়।
মোবাইল হাতে নেবার জন্য কান্না করে।
আমি হ্যালো বললেই চুপ করে শুনে।
দুঃখজনক হলে ও সত্য যে বছরের বেশীর ভাগ সময়
প্রবাসে থাকি বলে সন্তানদের আদর করতে পারি না।
তারাও তাদের প্রবাসী বাবাকে খুব মিস করে।
কয়েকদিন আগে আমার কন্যা বলে "
বাবা আমাদেরকে নিয়ে যেতে পারে না কেন?"
আমি কোনো দিন এই প্রশ্নের উত্তর দিতে পারব না।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন