অপ্রিয় হলেও সত্য----

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৩:১৯:০৫ রাত





বর্তমান সময়ে কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতেই বয়স দাড়ায় ২৫ এ, চাকরীতে জয়েন্ট করতে বয়স ২৮/৩০ এ পৌছে। পাত্রী খুজতে খুজতে বয়স ৩৩/৩৫ এ , বিয়ে করে প্রথম সন্তানের মুখ দেখতে বয়স ৩৭/৩৮ বছরে পৌছে--বাবা ডাক শুনতে আরো কিছুদিন অপেক্কা করতে হয়--- এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা। জানিনা ওরা কেউ দাদা -নানা ডাক শুনতে পারবে কিনা। আমাদের দাদা-নানারা নাকি কুড়ি বছরের আগে বার/তের বছর বয়সের দাদী-নানিকে নিয়ে সংসার শুরু করেছিল। আর এখন? দেরীতে বিয়ে করার কারনে সমাজে অপকর্ম বেড়েই চলেছে। এর জন্য বাবা-মাকেও গুনাহগার হতে হবে। অপ্রিয় হলেও সত্য যে বিয়ের কাজটি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বলে এই অবস্থার সৃস্টি হয়েছে।

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296616
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
240199
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
296647
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
রুপসী বাংলা লিখেছেন : আপনার কথাগুলো একদম ঠিক এজন্য সমাজ ব্যাবস্থা এবং সরকারী বিধিমালাগুলো দায়ি কারন একজন গ্রাজুয়েট জব খুজতে খুজতে তার চাকুরীর বয়সটাই পার হয়ে যায় ঘুষ ছাড়া চাকুরী মিলে না
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
240200
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
296660
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যাটা শুধু সরকারি নয় সামাজিক ও। এখনকার পিতামাতারা ছেলেকে কম বয়সে বিয়ে করাতে ইচ্ছুক নন তারা বেী এর খরচ বহন করতে চাননা। আর মেয়ের বাবা মা খুজেন এসটাব্লিশড পাত্র। সব মিলিয়ে এখানে এখন বিবাহ কঠিন ব্যাভিচার সহজ।
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
240201
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
296663
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১২
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

আমাদের সমাজের এই দুরবস্থার জন্য আমাদের নেতা-নেতৃরাই দায়ী - এই অবস্থা আমাদেরকে কেয়ামত এগিয়ে আসার আলামতেরই জানান দিচ্ছে।

মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৬
240202
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File