মাঝে মাঝে মনে হয়, কিসের আনন্দ, কিসের এত উল্লাস

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৪:০৮:০৫ রাত

জারিফার প্রবাসী বাবা

1 min ·

মাঝে মাঝে মনে হয়---

কিসের আনন্দ---

কিসের এত হাসি- উল্লাস---

একদিন মরতে হবে---

হতে হবে লাশ---

মা-বাবা ভাই-বোন--

আছে যত স্বজন--

সব কিছু ছেড়ে---

কোথায় হবে বসবাস--

করেছি যত পাপ

জানি না কি হবে মাফ

শে্ষ বিচার দিনে--

সব হবে প্রকাশ।।

(অনেক দিন পর ইসলামী সংগীতটি আজ অনেকবার শুনলাম। সংগীতের কথাগুলো শুনে বুকটা কেপে উঠল। কি সুন্দর কথা। এই রকম সংগীত শুনতে কার না ভাল লাগে? অবশ্য যারা হাসি-আনন্দ-তামাশায় লিপ্ত হয়ে জীবনকে অসুন্দরের দিকে নিয়ে যাচ্ছে, যারা আখেরাতের কথা স্বরণ করে না, তাদের কাছে এই সংগীত ভাল না ও লাগতে পারে। তবে যারা আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে এই সংগীত অনেক মূল্যবান। সংগীতের কথা গুলো শুনে তাদের চোখে পানি আসবেই।।।

বিষয়: বিবিধ

৫৯৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295640
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:২৬
জোনাকি লিখেছেন : গান্টা শেয়ার করতেন। থ্যাংকস।
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:২৭
239136
জোনাকি লিখেছেন : ভিডিও/ওডিও দিলে শুনতাম।
295682
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০০
295685
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০২
ফাতিমা মারিয়াম লিখেছেন : গানটা শুনিনি কখনো, শুনতে ইচ্ছে করছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File