--------মা এর জন্য দোয়া চাই------
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৪:১২:৫৫ রাত
২০১২ সালে হজ্জ করার পর থেকে আমার মা অসুস্থ। একদম চুপচাপ। কারো সাথে বলেন না। মা অসুস্থ বলে কথা বলতে পারেন না। কি হয়েছে তাও বলতে পারেন না। ডাক্তারেরা আইডিয়া করে মেডিসিন দিয়ে যাচ্ছেন। দামী দামী মেডিসিনেও মা সুস্থ হচ্ছেন না। মা কে খাবার খাইয়ে দিতে হয়। গোসল করিয়ে দিতে হয়। কস্ট করে শুধু রুমেই হাটতে পারেন। অনেক সময় তাও পারেন না। মা বাইরে যেতে পারেন না। মাসে একবার গ্রামের বাড়ীতে না গেলে মা শান্তি পেতেন না সেই মা এখন বাড়ির কোন খবর নিতে পারেন না। মা পরিচিত কাউকে দেখলে নীরবে কাদেন। মা হাসতে ভুলে গেছেন। মাকে এখন আর হাসতে দেখি না। বাসার সবাই মা কে নিয়ে ব্যস্ত। বাবা সবসময় মা এর পাশে আছেন। মা এর সেবা করে সবাই দোয়া নিচ্ছেন। আর আমি এই দুর প্রবাসে নামায পড়ে দোয়া করা ছাড়া কিছুই করতে পারি না। প্রবাস থেকে ফোন করে মা বলে ডাকি। মা কোন উত্তর দেন না। তখন আমি কেদেই ফোনটা রেখে দিই। আমার মা এর জন্য সকলের কাছে দোয়া চাই। পৃথিবীতে সবচেয়ে আপন হলো আমাদের মা-বাবা। আসুন মা-বাবার সেবা করে জান্নাত লাভ করি।।
বিষয়: বিবিধ
১৫৪৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিঃস্বার্থ ভালবাসা একমাত্র মা-বাপের কাছেই!
মহান আল্লাহ আপনার আম্মা সহ আমাদের সকলের আম্মা কে শিফা-ই কামেলা এবং হায়াতে তাইয়েবা দান করুন,আমিন আমিন আমিন!!
মন্তব্য করতে লগইন করুন