আমার জন্য একটি ভিসা চাই...

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫২:০৮ রাত



কাতারে আসার আগে অনেকেই আমাকে ভিসার জন্য অনুরোধ করে। আমি তাদের সেই অনুরোধে হা অথবা না কিছু বলি নাই। দেশ থেকে কেউ নতুন ভিসায় কাতারে যাবার খবর পেলেই অন্যরাও কাতারে আসার জন্য স্বপ্ন দেখতে শুরু করে। কেউ কেউ আমাকে এ ও বলেছে "যত টাকা লাগুক সমস্যা নেই। একটি ভিসার ব্যবস্থা করতে পার কিনা দেখিও।" তারা মনে করছে কাতারে আসলেই টাকা আর টাকা। টাকা যেন কাতার শহরের রাস্তায় পড়ে আছে। আমি সহিসালামতে কাতারে এসে কাজে যোগদান করেছি। এখানকার প্রবাসীদের মুখ থেকে শুনেছি এক একটি ভিসার দাম নাকি ৫/৬ লক্ষ টাকায় বিক্রী হচ্ছে। আর যারা ভিসা ক্রয় করে কাতারে আসছে তারা নাকি কম বেতনের চাকরী করতে বাধ্য হচ্ছে। অনেকে ফ্রি ভিসায় কাতারে এসে বেকার ঘুরছে। দেশের মত এখানেও ভাল চাকরী পাওয়া কঠিন। যোগ্যতা না থাকলে কোন ভাল কাজ পাওয়া যায় না।

তাই প্রিয় ব্লগারদেরকে বলছি, বিদেশে আসার আগে একটু চিন্তা করবেন। যারা কাতারে আসার জন্য স্বপ্ন দেখছে তাদেরকে একটু এই খবরটা জানিয়ে দিবেন। টাকা খরচ করে বিদেশে এসে যদি সমস্যায় পড়তে হয় তাহলে বিদেশে না আসায় ভাল। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না এসে দেশেই কিছু একটা করে পরিবার-পরিজন নিয়ে সুখে বসবাস করলে বেশী ভাল হয়।

যদি বিদেশে আসতে মন চায়..তাহলে জেনে নিন..

আপনার কাজ কি হবে........

দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে..

থাকাও খাওয়া কে বহন করবে..

কত মাস পর ছুটি দিবে..

টিকেটের টাকা পাওয়া যাবে কি না..

ভিসা নবায়ন করে থাকতে পারবেন কি না..

ভিসা নবায়ন করতে টাকা দিতে হবে কি না...

বিষয়: বিবিধ

৪০১২ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268021
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৯
শরীফ মিরাজ লিখেছেন : দেশে ব্যাবসা করার জন্য পরিচিত মানুষগুলির নিকট টাকা চাইলে নাক ছিটকিয়ে হাজারো মাইল দূরে গিয়ে দাড়াই যেন এক মস্তবড় পাপ ব্যাবসা করা।
আবার বিদেশে কাজ করার জন্য যদি কারো নিকট টাকা চাওয়া হয় তাখলে সে বাড়িতে এসে পৌছে দিয়ে যাবে।
৭ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে আপনি প্রতি মাসে রোজি করছেন ৩০ হাজার টাকা, নিজের খরচ শেষ করে পরিবারের নিকট পাঠাচ্ছেন ২০ হাজার টাকা।
আর পরিবারের খরচ শেষে কিছু টাকা জমানোর আর কোন পথ আছে বলে মনে হয়না, আবার কোন কারবে জামেলার কোম্পানি হলে ২/১ মাসের মধ্যেই দেশে চলে যেতে হবে শুন্য হাতে।
অথচ এই সাত লক্ষ টাকা দিয়ে দেশে যে কোন ব্যবসা করলে পরিবার পরিজনের সাথে থেকে আরাম আয়েশে সকল খরচ শেষে ২০ হাজার টাকা জমানো যেত। আর প্রথামিক মুলধন ৭ লক্ষ টাকা কিন্তু ঠিকই থাকত আস্তে আস্তে কিছু বৃদ্ধি পেত।

এখন চিন্তা আপনার ৭ লক্ষ টাকা খরচ করে পরিবার পরিজন ছেড়ে শুন্য হাতে থাকবেন নাকি ৭ লক্ষ টাকা খরচ করে ব্যবসা করে সবার সাথে আনন্ধের মাঝে থাকবেন।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৫
212506
সিটিজি৪বিডি লিখেছেন : দেশে থাকায় উত্তম
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৭
212507
সিটিজি৪বিডি লিখেছেন : দেশে থাকায় উত্তম
268026
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫১
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভাই এটা আমার ফেসবুক স্ট্যাটাস
-----------------------------
চবচেয়ে কঠিন সময় পার করতেছি , তার পরেও এফ বি এসে বন্ধুদের জানান দিচ্ছি ভালো আছি , ব্লগে এক্টিভিটি দেখিয়ে সহযুদ্ধাদের জানান দিচ্ছি আমি ভালো আছি , কিন্তু হৃদয় পোড়া গন্ধ বলে দেয় আমি কতটা কঠিন সময় পার করছি , অদ্ভুদ এই পৃথিবী অদ্ভুদ তার মানুষ গুলো , দিক্কার জানাই সেই মানুষ রূপি জানোয়ার গুলো কে যারা শ্রমের মূল্য যথাসময়য়ে পরিশোধ করেনা At Wits' End At Wits' End
-----------------------------
আমিও একজন কাতার প্রবাসী , দীর্ঘ ৫ বছর যাবৎ এই দেশে আছি , কত লোক এসেছে কত লোক গেছে , এই দেশে আসার পর অনেকে নিজেকে অভিশাপ দিয়েছে , এই দেশে একটাই কাজ বেশি আর সেটা হচ্ছে কনস্ট্রাকশন , কিন্তু এত কষ্টের কাজ করেও যথা সময়ে শ্রমের মূল্য পাওয়া কঠিন , হুম এই দেশে পয়সা আছে তবে প্রবাসীদের জন্য নয় এই দেশে যারা জন্ম নিয়েছে তারা নিতান্তই সোনার চামচ মুখে নিয়ে এসেছে , এখানে যারা দিন মজুর তাদের মূল্য একদম নেই বললেই চলে হোক না তিনি একজন শিক্ষিত , এখানে মূলত চাকুরী ক্ষেত্রে দুইটা ভাষা অতি জরুরী আর সেটা হচ্ছে ভালো আরবি বলতে পারা আর ইংলিশে পারদর্শী , সেটা বাঙ্গালীদের জন্য কঠিন , ইংরেজি বলতে পারলেও আরবিতে আমড়া কাঠের ডেকি Thumbs Up Thumbs Up Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Thumbs Up
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৯
212508
সিটিজি৪বিডি লিখেছেন : ব্যস্ত থাকি বলে সময় দিতে পারি না
268038
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৫
আবু সাইফ লিখেছেন : ১০লক্ষটাকা দিয়ে ব্যবসা শুরু করে সংসার খরচের অর্ধেক আয়ে পৌঁছতেই পূঁজির অর্ধেক বাকি পড়েছে আর সিকিটা খেয়ে ফেলেছে!

এখন উপায়??

২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৪
211869
বুড়া মিয়া লিখেছেন : Rolling on the Floor
268048
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০২
ওরিয়ন ১ লিখেছেন : বিদেশ না গেলে হয় না? যেতেই হবে?
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৯
212511
সিটিজি৪বিডি লিখেছেন : দালালের খপ্পরে পড়ে সব কিছু হারায়
268050
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১২
কাহাফ লিখেছেন : সউদীর অবস্হা আরো ভয়াবহ,বাংলাদেশী ভিসা বলতে গেলে প্রায় বন্ধ।কিছু কোম্পানীর ভিসা পাওয়া যায় তাও চড়া দামে,৭/৮লাখ টাকা।
প্রবাসে আসার আগেই বিস্তারিত ভাল ভাবে যাচাই করে আসা উচিত।
পোস্টের জন্যে অনেক ধন্যবাদ ।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০০
212512
সিটিজি৪বিডি লিখেছেন : আপনিও শেয়ার করুন
268092
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৯
egypt12 লিখেছেন : অথচ এখানে মনে করে বিদেশে যিনি বসে আছেন তিনি আন্তরিক নন Broken Heart
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০০
212514
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৩
212517
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
268112
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৮
বুড়া মিয়া লিখেছেন : ভাই উপদেশ খুব সোজা, বাস্তবতা অন্য জিনিস!

দেশে বইয়া চাইল/ডাইল/পান/চায়ের দোকানদারী করলে পরিবার লইয়া আরামে থাকা যায়; এর থেকে আগ বাড়লেই আবার জীবন নিয়াও হুমকী!

আমার জানামতে পাশ্চাত্যের দেশগুলোয় যারা আছে, তারা সে দেশের ইয়ুলনায় নিম্নমানের জীবন-যাপন করলেও, এদেশের তুলনায় অনেক আরামেই আছে ...

সবাইকে বিদেশমূখী হওয়ার উপদেশ সম্বলিত পোষ্ট চাই!
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৭
212001
আবু জান্নাত লিখেছেন : ডিগ্রীধারী লোক বিদেশ যাওয়া দরকার, যেমন ডাক্তার, ইঞ্জিয়ার, বা ম্যানেজার, সুপারভাইজার হওয়ার যোগ্যতা যাদের আছে তারাই বিদেশ যাওয়া দরকার। এর দ্বারা যেমন দেশের সুনাম হয়, তেমনি বেশি রেমিটেন্সও আসে।
এখনতো বিদেশে সব অশিক্ষিত ও অল্প শিক্ষিত লোকরাই আসে, সাধারণ শ্রমিকের কাজে যোগদেয়, মারামারি, কাটাকাটি ছাড়া আর কি করবে। এতে করে দেশের বদনাম, রেমিটেন্স নিম্নপর্যায়ে, অশিক্ষিত মানুষদের অন্যায়ে অতিষ্ঠ হয়ে বাঙ্গালির ভিসা পর্যন্ত প্রায় দেশে বন্ধ। অশিক্ষিত কোন লোক যেন বিদেশ না আসে এটাই কামনা করব।
268118
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
বিন হারুন লিখেছেন : উপকারী পোষ্ট খুব ভাল লাগল.
বিয়ের পর সঙ্গিনি ছেড়ে দূর প্রবাসে বিরাণী খাওয়ার চেয়ে. দেশে থেকে সঙ্গিনীর সাথে ডালভাত খাওয়া ভাল. অবশ্য সঙ্গিনী যদি ডালভাত খেতে রাজি থাকেন. ধন্যবাদ আপনাকে পোষ্টটির জন্য Rose Rose
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০২
212515
সিটিজি৪বিডি লিখেছেন : আজকাল সঙ্গিনিরা ডাল ভাত পছন্দ করে না
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৩
212516
সিটিজি৪বিডি লিখেছেন : আজকাল সঙ্গিনিরা ডাল ভাত পছন্দ করে না
268157
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার একটা ভিসা চাই!!!
দেশের এই অবস্থায় যে সালাম দেওয়া ও ভুলে যাব।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৪
212519
সিটিজি৪বিডি লিখেছেন : চলে আসুন
১০
268211
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনি কাতারে এসেছেন শুনে ভাল লাগছে। আশা করি যোগাযোগ করবেন। আমাকে ফেসবুকে বার্তা দিয়েন।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৪
212520
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ
১১
268234
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৭
আবু জান্নাত লিখেছেন : ডিগ্রীধারী লোক বিদেশ যাওয়া দরকার, যেমন ডাক্তার, ইঞ্জিয়ার, বা ম্যানেজার, সুপারভাইজার হওয়ার যোগ্যতা যাদের আছে তারাই বিদেশ যাওয়া দরকার। এর দ্বারা যেমন দেশের সুনাম হয়, তেমনি বেশি রেমিটেন্সও আসে।
এখনতো বিদেশে সব অশিক্ষিত ও অল্প শিক্ষিত লোকরাই আসে, সাধারণ শ্রমিকের কাজে যোগদেয়, মারামারি, কাটাকাটি ছাড়া আর কি করবে। এতে করে দেশের বদনাম, রেমিটেন্স নিম্নপর্যায়ে, অশিক্ষিত মানুষদের অন্যায়ে অতিষ্ঠ হয়ে বাঙ্গালির ভিসা পর্যন্ত প্রায় দেশে বন্ধ। অশিক্ষিত কোন লোক যেন বিদেশ না আসে এটাই কামনা করব।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৫
212521
সিটিজি৪বিডি লিখেছেন : িস্কল লেবার পাঠাতে হবে
১২
268812
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪০
বাকপ্রবাস লিখেছেন : মামু কাতার যামু
এক রিয়াল ২১টাকা কামামু
মামু কাতার যামু।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৯
212530
সিটিজি৪বিডি লিখেছেন : মামু কাতারে আসিওনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File