বিচ্ছেদের পরেঃ ‘আমরা আর স্বামী-স্ত্রী নেই, তবে এখনো আমরা খুব ভালো বন্ধু"।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ আগস্ট, ২০১৪, ১১:০০:৩৯ সকাল
বিচ্ছেদের পরেও
===============
সময় পাল্টেছে। ধরা যাক, সাদিয়া ও আরমানের (ছদ্মনাম) কথা। তাঁরা প্রথমে ছিলেন সহপাঠী, তারপর মন দেওয়া-নেওয়া। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কর্মজীবনে ঢুকতেই দুজনে বিয়ে করে ফেললেন। বছর খানেক ভালোই কাটল, তারপর মনোমালিন্য, কথা-কাটাকাটি—চূড়ান্ত পরিণতি বিচ্ছেদ। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সব চেষ্টাই বৃথা গেল। বিচ্ছেদের পরে আবার দুজনকে একসঙ্গে দেখা গেল। ঘটনা কী? সাদিয়ার উত্তর, ‘আমরা আর স্বামী-স্ত্রী নেই, তবে এখনো আমরা খুব ভালো বন্ধু।’ আজকাল এমন দেখা যায়।
সুত্র: প্রথম আলো-১৩.০৮.২০১৪)
=============================
আজকাল আমাদের দেশে তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিয়ের আগে যাচাই-বাচাই না করে হুট করে বিয়ে হয় বলে বিয়ের পরে শুরু হয় দাম্পত্য কলহ। তালাকের মাধ্যমে শেষ হয় এই কলহ। ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বামী-স্ত্রীর তালাক বা বিচ্ছেদের পর মেলামেশার করার কোন বৈধতা নেই। অন্যদিকে দৈনিক প্রত্রিকা "প্রথম আলো" শিক্ষা দিচ্ছে যে, বিচ্ছেদের পরে সম্পর্ক রাখতে কোন দোষ নাই। প্রথম আলোর এই প্রচারণায় আমাদের দেশে তালাকের সংখ্যা বাড়বে। বিবাহিতরা স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হবে।
ভারতীয় সিরিয়াল দেখে অনেক আগেই আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। গত ঈদে পাখি ড্রেস না পেয়ে কিছু তরুনী আত্বহত্যা করেছে। এটাই তার জলন্ত প্রমাণ। আর এখন আমাদের দেশের সুখী পরিবার গুলোতে ফাটল ধরাতে এক শ্রেনির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উঠে পড়ে লেগেছে। তাদের এই অপকর্ম থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিটা সংজ্ঞা নষ্ট করবে এভাবে। নতুন ভাবে ডিকশনারি লেখা হবে নতুন সংজ্ঞায়। একটা প্রজন্ম জানবে নতুন সংজ্ঞা। তাদের কাজ শেষ। সংজ্ঞা পরিচালিত করবে প্রজন্মকে ধীরে ধীরে বিপথে।
একজন খুব ভালো চাকরী করে – ছেলেকে এখন নিয়মিত ক্বারীর কাছে নিয়ে কুর’আন শিখায়, আরেকজন সফল ব্যবসায়ী হয়ে গেছে, আরেকজন ছোট একটা চাকরী করেও ভালো আছে, আরেক বস্তীবাসী দারোয়ানগিরী ছেড়ে ভালো গরু-ব্যবসায়ী হয়ে গেছে ... এমন অনেক ... অবশ্য আমি এখনো বেকার বসে চিন্তিত রয়েছি, দেখা যাক কি হয় সামনে, আল্লাহ সহায় হোন।
মন্তব্য করতে লগইন করুন