ছবি ব্লগঃ চট্টলার কর্ণফূলী নদীতে ভ্রমন......
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ আগস্ট, ২০১৪, ১০:১৫:৪৮ সকাল
চট্টগ্রামের কর্নফূলী নদীতে আমাদের প্রধান নৌ-বন্দর। এই কর্নফূলী নদীকে নিয়ে গান আছে। আছে কবিতা। কয়েকদিন আগে নিউ মার্কেটের পাশে কোতেয়ালী মোড় থেকে কর্নফূলী ব্রীজ পর্যন্ত নির্মিত নতুন মেরিনার্স সড়ক দেখতে গিয়ে কর্নফূলী নদীর সৌন্দর্য উপভোগ করেছি। একা একা ঘুরে ঘুরে আমার মোবাইলে অনেক ছবি তুলি। চট্টগ্রামের ব্লগাররা এত দিন প্যারেড ময়দানে একত্রিত হয়ে মিটিং করতেন। আশা করি নতুন এই জায়গায় ও মিলিত হয়ে প্রোগ্রাম করতে পারবেন। বিভিন্ন জেলা থেকে আগত প্রিয় ব্লগার অথিতিকে কর্ণফুলী নদী দেখানো যেতে পারে। এই মেরিনার্স সড়কের পাশে পার্ক তৈরী করা হচ্ছে। কাজ সমাপ্ত হলে কর্নফূলী নদীর তীরে হাজারো ভ্রমন পিপাসুদের মিলন মেলা বসবে। আর দেরী নয়.......এবার ফ্রিতে কর্নফূলী নদী দেখে আসি..............
বিষয়: বিবিধ
১৫৬৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার তোলা ছবি ব্লগ ভাল লেগেছে,
মন্তব্য করতে লগইন করুন