জ্বরের উৎস জাহান্নামের উত্তাপ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ জুন, ২০১৪, ০৭:৩২:০৪ সন্ধ্যা
হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম (সাঃ) বলেছেন, জ্বরের উৎপত্তি জাহান্নামের তাপ থেকে। অতএব এর তাপ পানি দিয়ে কমিয়ে দাও। (বুখারীহা/৫৩০৬)
হযরত ফাতেমা বিনতে মুনযির (রাঃ) হতে বর্ণিত। যখন আসমা বিনতে আবুবকর (রাঃ) এর নিকট জ্বরাক্রান্ত কোন কোন মহিলাকে দোয়ার জন্য আনা হত, তখন তিনি হাতে পানি নিতেন এবং তা ঐ মহিলার জামার ফাঁক দিয়ে তার গায়ে ছিটিয়ে দিতেন। তিনি বলতেন, রাসুলুল্লাহ (সাঃ) পানি দ্বারা শরীরের জ্বর শীতল করতে আমাদেরকে উপদেশ দিয়ে থাকতেন। (বুখারী হা/৫৩০৭)
কয়েক দিন আগে আমিও জ্বরে আক্রান্ত ছিলাম। আমাদের সিবিএফ লিডার বাহার ভাই এখন জ্বরে আক্রান্ত। ওনি দোয়া চেয়েছেন। আরো অনেক ভাই জ্বরে আক্রান্ত হবার খবর ফেইসবুকে শেয়ার করেছেন। মেডিসিনের পাশাপাশি আমাদের প্রিয় নবী রাসুল (সাঃ) এর নির্দেশ মত পানি দ্বারা আমরাও শরীরের জ্বর শীতল করতে পারি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুক আমিন...
বিষয়: বিবিধ
১৬৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম (সাঃ) বলেছেন, জ্বরের উৎপত্তি জাহান্নামের তাপ থেকে। অতএব এর তাপ পানি দিয়ে কমিয়ে দাও। (বুখারীহা/৫৩০৬)
মন্তব্য করতে লগইন করুন