একজন হাসে.....কোটি জনতা কাঁদে..........
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ জুন, ২০১৪, ১০:০২:১০ রাত
সংসদে গানে গানে মমতাজ, গান শুনে প্রধানমন্ত্রী হাসে...........
কোরআন-হাদীসের আলোচনা থেকে গ্রেফতারের খবর শুনে দেশের লক্ষ লক্ষ মা-বোন কাঁদ
হাসির পরে কান্না আসে.সুখের পরে দুঃখ আসে
এই কথাটি যারা ভুলে যায় তারা বোকার স্বগে ভাসে..
ইনশাআল্লাহ গ্রেফতারকৃত বোনদের চোখের পানি আল্লাহ তায়ালা কবুল করবেন।
হে বোনেরা! আমরা তোমাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।
===============================
লিলি ফারুকীর ফেইসবুক থেকে..........
দুপুরে ছেলে এসে বলল ''আম্মা bd news দিয়েছে ২৬ জন মেয়ের কাছে উস্কানিমূলক বই পাওয়া গিয়েছে, গলির মোড়ে ছেলেরা বলাবলি করছে''। ওদের মাঝে আবার অনেকেই বলছে সব মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ্।
আমার ছোট মেয়ে বলল ''বইগুলি ঠিক উস্কানিমূলক ছিল তুমি জাননা ছোট ভাইয়া''? মানে কি আমরা দুজনই জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম। আমার ছোট মেয়ে বলে, ঐ বই গুলিতে নামাজ পড়তে বলা হয়েছে। যারা নামাজ পড়েনা তাদেরকে দাওয়াত দিতে বলেছে। সামনে রোজার মাস আসছে সেই সময় ডিশের লাইনে সিরিয়াল না দেখে কি করতে হবে তা হয়তো বলতো এই জন্য আটক করেছে। এইগুলি সব উস্কানি বুঝেছ ভাইয়া!!!
আমাদের খুব মন খারাপ ছিল. ওর উপস্থিত বুদ্ধিদীপ্ত কথায় কিছু সময়ের জন্য মন ভাল হয়। কেমন আছে মেয়েগুলি, এই বৃষ্টির মাঝে? আল্লাহ রহমত করো, ওদের সবাইকে মুক্ত করে দাও।
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের চুপ থাকতে থাককে অবস্থা হবে একদিন এরকমই। আমাদের ঘারে যখন পরবে তখন হয়তো কেও প্রতিবাদ করারও থাকবে না।
মন্তব্য করতে লগইন করুন