একজন হাসে.....কোটি জনতা কাঁদে..........

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ জুন, ২০১৪, ১০:০২:১০ রাত



সংসদে গানে গানে মমতাজ, গান শুনে প্রধানমন্ত্রী হাসে...........

কোরআন-হাদীসের আলোচনা থেকে গ্রেফতারের খবর শুনে দেশের লক্ষ লক্ষ মা-বোন কাঁদ

হাসির পরে কান্না আসে.সুখের পরে দুঃখ আসে

এই কথাটি যারা ভুলে যায় তারা বোকার স্বগে ভাসে..



ইনশাআল্লাহ গ্রেফতারকৃত বোনদের চোখের পানি আল্লাহ তায়ালা কবুল করবেন।

হে বোনেরা! আমরা তোমাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

===============================

লিলি ফারুকীর ফেইসবুক থেকে..........

দুপুরে ছেলে এসে বলল ''আম্মা bd news দিয়েছে ২৬ জন মেয়ের কাছে উস্কানিমূলক বই পাওয়া গিয়েছে, গলির মোড়ে ছেলেরা বলাবলি করছে''। ওদের মাঝে আবার অনেকেই বলছে সব মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ্‌।

আমার ছোট মেয়ে বলল ''বইগুলি ঠিক উস্কানিমূলক ছিল তুমি জাননা ছোট ভাইয়া''? মানে কি আমরা দুজনই জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম। আমার ছোট মেয়ে বলে, ঐ বই গুলিতে নামাজ পড়তে বলা হয়েছে। যারা নামাজ পড়েনা তাদেরকে দাওয়াত দিতে বলেছে। সামনে রোজার মাস আসছে সেই সময় ডিশের লাইনে সিরিয়াল না দেখে কি করতে হবে তা হয়তো বলতো এই জন্য আটক করেছে। এইগুলি সব উস্কানি বুঝেছ ভাইয়া!!!

আমাদের খুব মন খারাপ ছিল. ওর উপস্থিত বুদ্ধিদীপ্ত কথায় কিছু সময়ের জন্য মন ভাল হয়। কেমন আছে মেয়েগুলি, এই বৃষ্টির মাঝে? আল্লাহ রহমত করো, ওদের সবাইকে মুক্ত করে দাও।

বিষয়: বিবিধ

১৪৭২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236613
১৯ জুন ২০১৪ রাত ১০:১৯
চিরবিদ্রোহী লিখেছেন : ঠিকই আসে, ওনারা কেন কুরআন-সুন্নাহর আলোচনা করতে যাবেন? ওনারা জানেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সকালে কুরআন তিলাওয়াত করেন,রাত্রে তাহাজ্জুদ পড়েন, তিনি একাই তো সকলের ইবাদত করে দিচ্ছেন, তারপরও কি দরকার এসবের! হ্যা, মাননীয় প্রধানমন্ত্রীকে গান গাইতে দেখা যায় নি, তাই মমতাজদের দরকার আছে।
১৯ জুন ২০১৪ রাত ১০:৩৩
183184
সিটিজি৪বিডি লিখেছেন : হে আল্লাহ এই জালিমদের হাত থেকে দেশকে রক্ষা কর।
১৯ জুন ২০১৪ রাত ১১:৫৪
183192
চিরবিদ্রোহী লিখেছেন : আমিন.........সুম্মা আমিন
236614
১৯ জুন ২০১৪ রাত ১০:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সংসদে গান হয়। আর বিল্লাল ফিলিপস এর মত দার্শনিক এর বক্তৃতা নিষিদ্ধ হয়। কুরআন এর আলোচনা অপরাধ। এই সরকার এবং আওয়ামি লিগ এর সাথে যারা জড়িত ও সমর্থক তাদেরকে মুসলিম বলা কি সম্ভব।
১৯ জুন ২০১৪ রাত ১০:৩৫
183185
সিটিজি৪বিডি লিখেছেন : মুসলমান ঘরে জন্ম নিয়ে যারা এই জগন্য কাজ করে তাদের স্থান কোথায় হবে একমাত্র আল্লাহ তায়ালা ভাল জানেন।
236615
১৯ জুন ২০১৪ রাত ১০:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের নারী সমাজের কেউ সংসদে গান করে আবার কেউ কারাগারে বাস করে
১৯ জুন ২০১৪ রাত ১০:৩৭
183186
সিটিজি৪বিডি লিখেছেন : গায়িকা-নায়িকা-নর্তকীরা সংসদে আরামে বসে এসির বাতাস খায়.........কোরআনের আলোচনায় অংশ গ্রহন করলে জঙ্গী হয়ে যায়......বিচিত্র এই দেশ।
236633
১৯ জুন ২০১৪ রাত ১১:৫০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কি আর বলবো চলছেই এসব।
২০ জুন ২০১৪ দুপুর ১২:২১
183267
সিটিজি৪বিডি লিখেছেন : আর কত দিন চলবে?
236640
২০ জুন ২০১৪ রাত ১২:১৪
সন্ধাতারা লিখেছেন : I am really speechless, not getting any words to hate them of tyrant govt.
২০ জুন ২০১৪ দুপুর ১২:২২
183268
সিটিজি৪বিডি লিখেছেন : এই বোনদের কান্না আল্লাহর দরবারর অবশ্যই কবুল হবে। জালিমরা অবশ্যই শাস্তি পাবেন।
236641
২০ জুন ২০১৪ রাত ১২:১৭
সত্যলিখন লিখেছেন : রাসুল সাঃ ও সাহাবা দের উপর যে অবস্থ্যা হয়েছিল ইসলামের সৈনিক হিসাবে এখন আমাদের উপর আল্লাহর রহমতে তেমন কিছুই হয় নাই । তাই আমাদের মনোবল হারায়ে ময়দান ছেড়ে দিয়ে শয়তানদের সাহস বাড়ানো যাবে না । তাই সবাই সবাকে সুরা আসর আর সুরা মুহাম্মাদের শেষ রুকু বেশী পড়তে বলা উচিত এবং নিজেও বেশি পড়া উচিত । আল্লাহ আমাদের সাহায্য করুন ।
২০ জুন ২০১৪ দুপুর ১২:২৩
183269
সিটিজি৪বিডি লিখেছেন : ওরা কিছু বোনকে গ্রেফতার করে বাকীদেরকে দাওয়াতী কাজে অংশ গ্রহন থেকে বিরত রাখতে চায়..কিন্তু দাওয়াতী কাজ আরো বেশী করেই চলতে থাকবে।
236657
২০ জুন ২০১৪ রাত ০১:২৬
আবু জারীর লিখেছেন : আমাদের বোনেরাও সাহসী এবং মহীয়সী হবেন ইনশা'আল্লাহ।
২০ জুন ২০১৪ দুপুর ১২:২৪
183270
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ।
236690
২০ জুন ২০১৪ সকাল ০৫:৪৩
তহুরা লিখেছেন :
২০ জুন ২০১৪ দুপুর ১২:২৪
183271
সিটিজি৪বিডি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
236780
২০ জুন ২০১৪ দুপুর ০২:৩২
পললব লিখেছেন : জারজ সন্তানে দেশ ভরে যাচ্ছে!
২০ জুন ২০১৪ দুপুর ০২:৪৭
183308
সিটিজি৪বিডি লিখেছেন : হত্যা-গুম-লুটতরাজ-চিনতাই দেশের এখন প্র্রধান সমস্যা।
১০
237064
২১ জুন ২০১৪ সকাল ০৮:২৪
চোরাবালি লিখেছেন : যখন ওরা আমাকে গ্রেফতার করল- তখন আর আমার পক্ষে কথা বলার কেও ছিল না।

আমাদের চুপ থাকতে থাককে অবস্থা হবে একদিন এরকমই। আমাদের ঘারে যখন পরবে তখন হয়তো কেও প্রতিবাদ করারও থাকবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File