এবার জিয়ার কবর সরিয়ে ফেলার ষড়যন্ত্র শরু..
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ জুন, ২০১৪, ০৯:৪৪:৩২ রাত
আওয়ামীলীগ এবার জিয়ার কবর সরিয়ে ফেলার ষড়যন্ত্র শরু.করেছে। ষড়যন্ত্র করবেই না কেন? বেগম জিয়াকে বাড়ী থেকে উচ্ছেদ করে ওরা সফল হয়েছে। তখন জিয়ার সৈনিকদেরকে মাঠে নামতে দেখা যায় নি। সরকারের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আন্দোলন করতে গিয়ে নিজেদের অনেক ক্ষতি করেছে। তখন বিএনপি ভয়ে মাঠে নামে নি।
প্রতি বছর ঈদের পর বিএনপি কঠোর কর্মসূচীতে নামে। এই বছরও নামবে। আগের বছর গুলোতে সফল না হলেও এবার সফল হবে বলে আশা করছি। কারণ আজকে শুনলাম শেরেবাংলা নগর থেকে জিয়ার কবর নাকি তুলে ফেলা হবে। সরকার যদি সত্যিই তুলে ফেলার চেষ্টা করে নিশ্চয় জিয়ার সৈনিকেরা বসে থাকবে না। এবার দেখার পালা জিয়ার সৈনিকেরা কি একশ্যন নেয়।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর কি একশন নিবে বিএনপি?
আর বিএনপিকে অন্যদিকে বিজি রাখার কৌশলও বটে?
মন্তব্য করতে লগইন করুন