শখে নয়, প্রয়োজনে বিয়ে : শত বছরের বৃদ্ধের ২২ বছরের বধূ

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ জুন, ২০১৪, ১০:০২:২৩ সকাল



চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ফকিরাঘাট গ্রামের হাজী মত্তুল হোসেন বৃদ্ধ বয়সে বিয়ে করেছেন ২২ বছরের এক তরুণীকে। শতবর্ষী বৃদ্ধের সঙ্গে ২২ বছরের তরুণীর এই বিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হাজী মত্তুল হোসেনের দ্বিতীয় বিয়ে। এই বয়সে বিয়ে কেন? বৃদ্ধ মত্তুল হোসেনের নিঃসংকোচ উত্তর ‘শখের বশে নয়; প্রয়োজনের তাগিদে বিয়ে করেছি।

হাজী মত্তুল হোসেন দাবি করেন তার বয়স ১১৭ বছর। ১৮৯৭ সালে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ফকিরাঘাট গ্রামে তার জন্ম হয়। গত ৯ জুন সোমবার উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ছুপিপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ২২ বছর বয়সী মেয়ে খতিজা বেগমকে এক লাখ টাকা কাবিন দিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে ঘরে তোলেন।

১৯৩২ সালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দৈবকিনন্দন গ্রামের সফুরা খাতুনকে বিয়ে করেন হাজী মুত্তুল হোসেন। ১৯৯২ সালে অসুস্থতাজনিত কারণে মারা যান প্রথম স্ত্রী সফুরা খাতুন। তাদের সংসারে জন্ম নেয় তিন ছেলে ও চার মেয়ে সন্তান। হাজী মুত্তুল হোসেনের সন্তানদের ঘরেও ছেলেমেয়ে ও নাতি-নাতনি রয়েছে।

বিয়ে প্রসঙ্গে মত্তুল হোসেন বলেন, বিয়ে করার মতো শক্তি-সামর্থ্য আমার আছে, তাই কারো ওপর নির্ভরশীল না হতে শরিয়ত মতে বিয়ে করলাম। শখের বশে নয় প্রয়োজনের তাগিদে বিয়ে করেছি। পরিবারের সবাই এই বিয়ে মেনে নিয়েছেন।

ছেলেমেয়ে নাতি-নাতনি, আত্মীয়স্বজন গিয়েই নতুন বউকে ঘরে তুলে এনেছে। নিজের মৃত্যুর পর নববধূ খতিজার নিরাপত্তার জন্য সম্পত্তির অর্ধেক লিখে দেবেন বলেও জানান তিনি।

সুত্রঃ মানবকন্ঠ

http://www.onbangladesh.org/newsdetail/detail/200/80801

===============================

শিশুরা মা-বাবার পরিচর্চা ছাড়া বেড়ে উঠতে পারে না। বৃদ্ধরাও শিশুর মত। তাদেরকেও কারো না কারো সেবা নিয়ে বেঁচে থাকতে হয়। কিন্তু তারা কি শিশুদের মত সেবা পায়? কয়জন তাদের বিধবা মাতা অথবা স্ত্রী হারানো পিতার খবর রাখে? বেশীর ভাগ পরিবারে বৃদ্ধ-বৃদ্ধাদেরকে অবহেলা করা হয়। মরেগেলেই যেন তারা খুশী।

বৃদ্ধ বয়সে কেউ বিয়ে করলে পত্রিকায় প্রকাশ করা হয়। কেউবা এটা নিয়ে হাসি-তামাশাও করে। কিন্তু একজন বৃদ্ধ কেন বিয়ে করছেন তা আর খতিয়ে দেখে না।

আমাদের উচিত আমাদের বৃদ্ধ মা-বাবার সেবা করার জন্য কর্মচারী রাখা..সামর্থ না থাকলে নিজেদেরকে সেবা করতে হবে। কোন ভাবেই তাদেরকে অবহেলা করা যাবে না।

বিষয়: বিবিধ

১৭২৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234082
১২ জুন ২০১৪ সকাল ১০:০৯
চোরাবালি লিখেছেন : স্বামী বা স্ত্রী মারা গেলে ছেলেদের বা মেয়েদের দ্বিতীয় বিয়ে বেশ খারাপ চোখেই দেখে এবং অসম্মানেরও মনে করে অনেকে কিন্তু আমি মনে করি প্রত্যেকের সঙ্গী দাকার তার নিজস্বতার জন্য যেটা ছেলে মেয়ে বা নাতী নাতনী দ্বারা সম্ভব নয়। মাঝ রাতে তার কিছু দরকার হলে সে ছেলের বউ বা ছেলে বা নাতি নাতনীকে ডাকতে পারবে না কিন্তু সে অনায়াসে তার সঙ্গীকে বলতে পারবে।

সাবাস এই বৃদ্ধকে। সাধুবাদ তার সাহসিকতায়
১২ জুন ২০১৪ সকাল ১০:১৪
180692
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও আমাদের চারপাশে অনেক বৃদ্ধকে বিয়ে করতে দেখেছি। স্ত্রীর মৃত্যুর পর ছেলে-মেয়ে-বউরা তাদের ঠিক মত যত্ন করে না বলে তারা বাধ্য হয়ে আরেকটা বিয়ে করে।
234087
১২ জুন ২০১৪ সকাল ১০:২৪
দ্য স্লেভ লিখেছেন : এটা ভাল কাজ। আমি ১০০% সমর্থন করলাম
১২ জুন ২০১৪ সকাল ১০:২৮
180699
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওদের ভাগ্য কতই না ভাল যে, বিয়েতে আপনাকে দাওয়াত দেয়া হয়নি। যদি আপনি দাওয়াত পেতেন তাহলে সব অথিতিকে না খেয়ে ফেরত আসতে হতো- তাই না?
১২ জুন ২০১৪ দুপুর ১২:২০
180782
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও সমর্থন করি।
১২ জুন ২০১৪ দুপুর ১২:২১
180783
সিটিজি৪বিডি লিখেছেন : ভাইজান মনে হয় আগের মত আর খেতে পারে না।
234089
১২ জুন ২০১৪ সকাল ১০:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গতকাল নিউজডা পইরা মোর শখ জাগছিল আরেক্কান বিয়া করমু। মাগার মনের বিত্রে লুকিয়ে থাকা খায়েশটি মুখ থেকে বেফাস বের হয়ে যাওনের ফলে সারা রাইত ঘরের বাইরে কাটাতে অইছে। ঘরের দরজাডা হেতিনি বিত্রে থেকেই লক কইরা দিছিল।
১২ জুন ২০১৪ সকাল ১১:২৩
180732
দ্য স্লেভ লিখেছেন : তাও ভাল ,শুধু লক করছিল...গিরায় গিরায় বাটি চালান দেইনাই এটাই তো খোশ খবর Happy
১২ জুন ২০১৪ দুপুর ১২:২২
180785
সিটিজি৪বিডি লিখেছেন : ভূলে আরেক্কান বিয়ের কথা বউকে বলবেন না।
১২ জুন ২০১৪ দুপুর ১২:২২
180786
সিটিজি৪বিডি লিখেছেন : ভূলে আরেক্কান বিয়ের কথা বউকে বলবেন না।
234094
১২ জুন ২০১৪ সকাল ১০:৪৮
ইয়াফি লিখেছেন : কনের সম্মতি থাকলে এটা একদম সঠিক কাজ হয়েছে। কিছু ভাল কাজ সমাজের ভুল ধ্যান-ধারণায় অবদমিত হয়ে আছে। তারমধ্যে এটি একটি। আমাদের সমাজ, মিডিয়া ফালতু হৈচৈ করছে।
১২ জুন ২০১৪ দুপুর ১২:২৪
180787
সিটিজি৪বিডি লিখেছেন : যারা বৃদ্ধ তারাই বলতে পারে তাদের জীবন যাপন করতে কত কষ্ট হয়। অনেক ধনী পরিবারে বৃদ্ধ-বৃদ্ধরা সেবা না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হয়।
234099
১২ জুন ২০১৪ সকাল ১১:০৩
প্রবাসী আশরাফ লিখেছেন : বিয়ে মানেই শারিরীক সম্পর্ক এই ধারনাটাই ভুল। আর এটাই আমাদের সমাজের গায়ে বিঁধে আছে। ছি ছি রব উঠে কেন বিয়ে করে এই বয়সে। আয়েশে নয়, প্রয়োজনেই যে বিয়ে করে কে বোঝায় কাকে।

একটি বাস্তব ঘটনা শেয়ার করি - আমাদের গ্রামে একজন শীর্ষস্থানীয় নেতা/মুরব্বী স্ত্রী বিয়োগ হন আনুমানিক ৭০ বছর বয়সে। প্রথম বছর একাকীই পার করেন ত্যাগ স্বীকার করে। কিন্তু যখন আর কুলিয়ে উঠতে পারেননা (ঠিক সময়ে তার অসুধ এগিয়ে দেওয়া,সময় মতো চাপকল থেকে গোসলের পানি চেপে দেওয়া, সময়মতো খাবার দেওয়া ইত্যাদি) তখন নিজ উদ্যেগেই ৪৫-৫০ বছর বয়সী এক বিধবাকে বিয়ে করে নিয়ে আসে। এতে তার দৈনন্দিন প্রয়োজনীয়তা সহজেই পূরন হচ্ছে আর ছেলের বউদের বিরক্তিকর উক্তিও শুনতে হচ্ছেনা।
১২ জুন ২০১৪ দুপুর ১২:২৫
180788
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের সমাজে বৃদ্ধ বয়সে বিয়ে করাটাতে অন্যায় হিসেবে দেখে। কেউবা তামাশা ও করে।
234121
১২ জুন ২০১৪ সকাল ১১:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : দাদু পারে্ ভালো
১২ জুন ২০১৪ দুপুর ১২:২৭
180790
সিটিজি৪বিডি লিখেছেন : দাদু সঠিক কাজ করেছেন।
234132
১২ জুন ২০১৪ দুপুর ১২:২৭
ধন্যবাদ লিখেছেন : Rose Rose Rose ওনাকে সাধুবাদ Rose Rose Rose বীর পুরুষ.
১২ জুন ২০১৪ দুপুর ১২:৩০
180791
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
234162
১২ জুন ২০১৪ দুপুর ০১:১২
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
180983
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
234178
১২ জুন ২০১৪ দুপুর ০১:৫০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ১১৭ বছরে সে আবার বিয়ে করলো আর আমরা এখনো বিয়েরক কথা স্বপ্নেও ভাবতে পারি না...
১২ জুন ২০১৪ রাত ০৮:০১
180985
সিটিজি৪বিডি লিখেছেন : চিন্তার বিষয়........নানার কাছ থেকে দোয় নিয়ে আসেন।
১২ জুন ২০১৪ রাত ০৮:০১
180986
সিটিজি৪বিডি লিখেছেন : চিন্তার বিষয়........নানার কাছ থেকে দোয় নিয়ে আসেন।
১০
235580
১৬ জুন ২০১৪ রাত ০৯:২৭
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো Love Struck Love Struck Love Struck
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩৪
182102
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File