ট্যুর এন্ড ট্রাভেলঃ চট্টগ্রাম War Cemetery
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ জুন, ২০১৪, ০১:০৭:৫৯ দুপুর
কোথায়ঃ চট্টগ্রাম War Cemetery চট্টগ্রাম শহরের বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত। জিইসি মোড় থেকে সামান্য পূর্ব দিকে।
খোলা থাকেঃ প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ১২ টা, বিকেল ২ টা থেকে পাঁচটা। হরতালের দিন বন্ধ থাকে।
কি কি দেখবেনঃ বিশ্ব যুদ্ধে নিহত সেনাও বিমান বাহিনীর ৭৫৫জন সৈনিকদের কবর আছে।
আপনিও এই সুন্দর জায়গাটিতে ভ্রমন করতে পারেন।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কয়েকবার গিয়েছিলাম। আড্ডা দেয়ার জন্য খুব চমৎকার।
সুন্দর সুন্দর সুন্দর।
পিলাচ।
কোন একদিন আমিও ঐ Chittagong war cemetery র গেইটে দন্ডায়মান ছিলাম...!!!
খুব ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন