"কাঁদিলে পোয়া দুধ পায় ন কাঁদিলে পোয়া কিছু ন পায়।"
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ জুন, ২০১৪, ১১:০২:০৪ রাত
আঞ্চলিক ভাষায় হুজুদের ওয়াজ শুনতে ভাল লাগে। ওয়াজ শুনে কেউবা কাঁদে কেউ বা হাসে। আজকে গাড়ীতে বসে এক হুজুরের ওয়াজ শুনি......."কাঁদিলে পোয়া দুধ পায় ন কাঁদিলে পোয়া কিছু ন পায়।"
হুজুর অনেক গুরত্বপূর্ন কথা বলেছেন। আসলেই বাচ্চারা কান্না না করা পর্যন্ত মায়েরা চুপ থাকে। বাচ্চা কান্না শুরু করলে মা তার সন্তানকে দুধ পান করে শান্ত করে। বাচ্চারা তো আর কথা বলতে পারে না। ক্ষুধা লাগলে, প্রস্রাব-পায়খানা করলে, শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা করলে অথবা মায়ের কোলে উঠার জন্য বাচ্চারা কান্না করে থাকে। একমাত্র মা-ই তার সন্তানের এই কান্নার ভাষা বুঝে।
আমরা এখন কঠিন সময় পার করছি। গনাতান্ত্রিক দেশে এক দলীয় শাসন চলছে। হত্যা-গুম-ছিনতাই-অপহরণ-হামলা-মামলা নিত্য দিনের ঘটনা। এসব অপকর্মের বিরুদ্ধে কে্উ প্র্রতিবাদ করলেই রেহায় পাচ্ছে না। প্রতিবাদ করলে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে তাই ভয়ে সবাই চুপচাপ বসে থেকে শাাসক দলের সকল প্রকার অপকর্ম-অনিয়ম-অত্যাচার-অনাচার হজম করছে। এভাবে আর কতদিন চলবে?
শিরোনাম--
"কাঁদিলে শিশুরা দুধ পায়, কান্না না করলে কিছুই পায় না।"
বিষয়: বিবিধ
১৪৪১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
সেদিন শুধু মাত্র একমুঠ চালের জন্য সংগ্রাম করব, দেশের জন্য নয়।
এটাই হবে দেখবেন।
মন্তব্য করতে লগইন করুন