সকাল বিকাল হাঁটুন, রোগ বালাই দুর করুন
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ জুন, ২০১৪, ০৮:২৯:৪৬ রাত
আমার কন্যাও হেটে হেটে মাদ্রাসায় যায়..
চট্টগ্রাম কলেজের পাশেই ঐতিহাসিক প্যারেড ময়দান। ২০১৩ সিডিএ কতৃপক্ষ এই ময়দানের চারিদিকে দেয়াল ও ভেতরে হাটার জন্য রাস্তা তৈরী করেছে। প্রতিদিন শত শত মানুষ এই ময়দানের ভিতরে প্রবেশ করে হাটাহাটি করে। ময়দানে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ আরো বিভিন্ন খেলাধুলা চলে। কেউবা ময়দানে বসে আড্ডা দেয়। আজকে আমিও অনেকক্ষন হাঁটলাম। এই ময়দানের পাশেই আমাদের সিনিয়র ব্লগার বাহার ভাইয়ের অফিস। প্রিয় ব্লগাররা অবসর সময়ে এই ময়দানে হাঁটাহাটি করে সূস্থ থাকতে পারেন। পানির পিপাসা ধরলে বাহার ভাইয়ের অফিসে যেতে পারেন। ঐতিহাসিক এই মাঠে পাঁচদিন ব্যাপী ত।ফসীর মাহফিল হতো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মাহফিল বন্ধ।
দুঃখজনক হলেও সত্য যে এই ময়দানের দেয়ালের বাইরের ফুটপাত দখলদারদের দখলে চলে গেছে
বিষয়: বিবিধ
১৬৩৩ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাঁটা-হাঁটি হবে হরদম
বিশ্রাম হবে তত কম
ত্রিশ মিনিট হবে হাঁটা
পুরো দেহ কায়িক খাটা।
দৈনিক ত্রিশ মিনিট হাঁটা বহু রোগ থেকে মুক্তি পাবার মহা অসুধ।
কিন্তু সারাদিন হাটার কথা শুনে দু একজন বাদে কেউ রাজি হয়না।
প্যারেড ময়দান সংস্কার করার সময় আমার স্মৃতিময় ব্যায়ামাগারটি ধ্বংশ করার দৃশ্য দেখে খুবই মন খারাপ করেছিলাম, যদিও সেটি অকেজো পড়েছিল প্রায় দেড় যুগেরও বেশী সময় ধরে। বর্তমানে ময়দানের দক্ষিণ পশ্চিম কোনায় ব্যয়ামাগারের মতো একটি ঘর নির্মিত হচ্ছে, জানিনা এটি ব্যয়ামাগার হবে কি না।
এত টাকা খরছ করে সুন্দর পরিবেশ তৈরী করার পর পুর্ব দিকে ইট-বালি-কংকর ব্যবাসায়ীদের দখল, উত্তর আর পশ্চিম দিকে ভ্রাম্যমান রিকশার গেরেজে থেকে শুরু করে নানা পদের ভ্রাম্যমান ব্যবসায়ীদের দখল মুক্ত করতে না পারলে সিডিএ কতৃপক্ষের এই মাঠ উন্নয়নের কৃতিত্বের চেয়ে এসব অ-বৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে না পারার বা তাদের সাথে আতাত করার অপবাদ সইতে হবে।
Thanks a lot for inspiration us...
Carry on sister...It's a good practice
go ahead...
অনেক ধন্যবাদ
বাহার ভাইয়ের অফিসের ছবি দিলে ভাল হতো একটু বাতাস খেতে যেতে পারতাম
তাইলে তো আমরা সবাই প্যারেড ময়দানে মেরাথন ওয়াকিং দিয়ে বাহার ভাইয়ের চেম্বারে গিতে হাজির হবো এবং প্রতিদিন ওনার পকেটের বারোটা বাজাতে সহজ হবে।
মন্তব্য করতে লগইন করুন