চলতে চলতে দেখা হল.................
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ জুন, ২০১৪, ১০:২৬:৪০ সকাল
প্রবাস থেকে দেশে এসে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভাল লাগে। কিন্তু বাসা থেকে বের হয়ে মনটা খারাপ হয়ে যায়। চট্টগ্রামের মুরাদপুরের ১০০ ফুট প্রশস্ত রাস্তার অর্ধেক দোকানদার-হকার ও পার্কিং করা গাড়ির দখলে চলে গেছে। ফুটপাত দিয়ে হাটতেই পারি না। বাধ্য হয়ে গাড়ীর সাথে তাল মিলিয়ে রাস্তা দিয়ে হেটে যেতে হয়।
নগরীর গুরত্বপূর্ণ প্রতিটি মোড়ে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নাই। সিগনাল লাইট গুলোর কোন মুল্য নেই। এই লাইটের দিকে কেউ তাকায় না। কেউ নিয়ম মেনে গাড়ী চালায় না। কার আগে কে যাবে এই প্রতিযোগিতা চলে। ট্রাফিক পুলিশ হাত পা নেড়ে সারাক্ষণ ব্যায়াম করে যাচ্ছে। তার আদেশ কেউ মানছে না। একজনের পক্ষে শত শত গাড়ী নিয়ন্ত্রন করাও সম্ভব নয়।
নগরীতে ক্ষমতাধর ব্যক্তিরা বসবাস করে। সুশীল সমাজেরও কমতি নেই। বিভিন্ন সভা-সেমিনারে তারা নগরীর ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে খবু একটা কথা বলে না । তাদের বিরুদ্ধে কথা বলতে নাকি ওনারা ভয় পায়। তাই বলে কি আমাদেরকে সকল অন্যায় সহ্য করতে হবে? চলার পথে আমাদের যে কষ্ট হচ্ছে তার জন্য দায়ী কে?
প্রথম ছবিতে আন্দরকিল্লা মোড়ের দৃশ্য। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মুল প্রবেশ গেইটের সামনের দৃশ্য দেখলে যে কারো খারাপ লাগতে পারে।..
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আপনারে ফোন দিলে পাওয়া যায় না।
পরে কল ব্যাকও করেন না!
এই দুই তিন স্তরের ব্যক্তির জন্য সমস্ত মুরাদপুরবাসী আজ বন্ধী,
ট্রাফিক সেতো একটি ট্রাক দেখলে ফিক করে হাসি দেয়, তখন তো আর জ্যামের কথা তার মাথায় আসার কথা না,
দেশের বিরক্তিকর অভিজ্ঞতা সত্বেও সবাইকে নিয়ে আনন্দে ছুটি কাটাবেন এই প্রত্যাশা ও দোয়া রইলো।
মন্তব্য করতে লগইন করুন