জামাইদের অন্যায় আবদার

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৬ জুন, ২০১৪, ০৩:৩৮:২৪ দুপুর



শশুর বাড়ীতে শালা-শালী অথবা অন্য কারো বিয়েতে জামাইয়ের আত্বীয় স্বজন তার বন্ধু-বান্ধবদেরকেও দাওয়াত করতে হয়। অনেকে আবার কতজন নিয়ে যাবে এই নিয়ে দর-কষাকষিও করে। বিশেষ করে গ্রামে এই আবদারটি বেশীই করা হয়। জামাই বলে কথা। জামাইয়ের মন রক্ষার্থে শশুরপক্ষকে তাই একটু বেশী আয়োজন করতে হয়।

আজ এক বন্ধুর বউয়ের বড় ভাইয়ের বিয়ে। আমাকেও বিয়েতে যাবার জন্য অনুরোধ করে। কিন্তু শহর থেকে ৪০ কিঃমিঃ দুরে যেতে হবে যাইনি।

চট্টগ্রামে আর কতকাল এই ট্রাডিশন চলবে একমাত্র আল্লাহই জানে। জামাইদের এই অন্যায় আবদার কি কোন থামবে না?

াবাংলাদেশের অন্য কোন জিলার জামাইরা এই আবদারের সাথে জড়িত কিনা জানতে চাই।

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231361
০৬ জুন ২০১৪ বিকাল ০৪:২২
মোহাম্মদ রিগান লিখেছেন : না
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
178196
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
231381
০৬ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমার মনে হয়না।
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
178197
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
231384
০৬ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ধরনের ফালতু সামাজিক রেওয়াজগুলিই কিন্তু সামাজিক অবস্থার অধঃপতনের অন্যতম কারন।
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
178198
সিটিজি৪বিডি লিখেছেন : Tik bolechen...
231393
০৬ জুন ২০১৪ বিকাল ০৫:১৮
তহুরা লিখেছেন :
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
178199
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
231442
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
নূর আল আমিন লিখেছেন : কুওওওসংস্কার
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
178244
সিটিজি৪বিডি লিখেছেন : হুম ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File