নারী শাষিত রাষ্ট্রে নারীরা এত অসহায় কেন?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৬ জুন, ২০১৪, ১২:৩২:৫৮ রাত



আমি জানি আমি কতটা বাধ্য হয়ে বাইরে কাজ করতে আসি। আমার সংসারে যদি উপার্জনশীলন একজন পুরুষ থাকতো, আমি কখনোই বাইরে কাজ করতে আসতাম না। আমার মত মেয়েরা শুধু শখের বসে বাইরে আসেনা, বাসে চড়েনা। বাসে চড়তে গিয়ে যে মেয়েদের কিসের শিকার হতে হয়,তা সবাই জানে। কিন্তু এর জন্য কোন আইন নেই, নেই ওইসব অন্যায়ের জন্য শাস্তির বিধান। রাস্তা দিয়ে চলাচলের সময় ইচ্ছে করে গা ছুঁয়ে দিবে। বাসে উঠার সময় গায়ে হাত দিবে। সে বাসের হেল্পার হোক, আর অন্য পুরুষ যাত্রী হোক। নামার সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি। মহিলা সিটে পুরুষ বসলে, অথবা সাধারণ সিটে কোন মহিলা বসলে, তার পাশের পুরুষ ঠিক ঐ মহিলার গায়ে গা চেপে বসবে। দাঁড়িয়ে থাকলে ঐ মহিলার গায়ের উপর এসে পড়বে। কিছু কিছু লোক অবশ্যই নিজেকে সংযত রাখে। তাদের প্রতি আমার সম্মান ছিল, আছে এবং থাকবে।

আচ্ছা, ওইটুকু ছোঁয়াতে তারা কি সুখ পায়??? শুধু এভাবে যাকে তাকে ছুঁয়ে দিয়েই কি তার জৈবিক চাহিদা মিটে যায়?? আমার ইচ্ছা করে সাথে সবসময় একটা ব্লেড বা ক্ষুর বা ছুরি রাখতে। যারা এভাবে ছুঁয়ে দিয়ে সুখ পেতে চায়, তাদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে দিতে। একদিন সত্যিই এই কাজটা করব আমি। আমার নিরাপত্তা আমাকেই তো দিতে হবে

সুত্রঃ ফেইস বুক থেকে--

================================

ব্লগ ছাড়াও ফেইসবুকে অনেক গুরত্বপূর্ন লিখা পড়ে থাকি। কিছু কিছু লিখা পড়ে মন খারাপ হয়ে যায়। ফেইসবুকে এক বোনের এই লিখাটি পড়ে ও মন খারাপ হয়ে গেল। বাংলাদেশের কর্মজীবি নারীরা ঘরের বাইরে কতটা অসহায়, কতটা নির্যাতনের শিকার হচ্ছেন পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাই।

এই বোনের মত আমিও বলতে চাই যে, সংসার চালানোর জন্য নারীরা ঘরের বাইরে কাজ করে অর্থ উপার্জন করে। চলার পথে যারা অসম্মান করে তাদেরকে শাস্তি দেয়া উচিত।

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231204
০৬ জুন ২০১৪ রাত ০১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যাটা বিভিন্ন ধরনের। কিছুদিন আগে নারিদের জন্য এক্সক্লুসিভ বাস চালু হয়েছিল সেগুলি নাকি চলেনি!! আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এই চাপটি আসে সকাল বা বিকালের সময়। ভালভাবে জরিপ চালিয়ে সেই সময়গুলির জন্য বিশেষ বাস চালু করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা নাই। কিন্তু আমাদের বাস মালিকদের বেশিরভাগই অতি আয়ের জন্য উৎসুক।
০৬ জুন ২০১৪ সকাল ০৭:৩০
177990
চোরাবালি লিখেছেন : জ্বি, চিটাগাংও চালু হয়েছিল চলে নাই।
০৬ জুন ২০১৪ সকাল ০৯:৫১
178064
সিটিজি৪বিডি লিখেছেন : মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস রাখতে হবে। তাহলেই তারা নিরাপদে যাতায়াত করতে পারবে।
231215
০৬ জুন ২০১৪ রাত ০১:৫৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ জুন ২০১৪ সকাল ০৯:৫১
178065
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
231226
০৬ জুন ২০১৪ রাত ০৩:০৭
বৃত্তের বাইরে লিখেছেন : কিন্তু ব্লগে ভাইদের লেখা পড়লে তো মনে হয় দেশে নারীর চেয়ে পুরুষরা বেশী নির্যাতিত, অসহায় Sad
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।
০৬ জুন ২০১৪ সকাল ০৯:৫২
178066
সিটিজি৪বিডি লিখেছেন : পুরুষরাও সংসারে বউ কতৃক নিযার্তিত....তবে সেই সংখ্যা খুব বেশী নয়।
231227
০৬ জুন ২০১৪ রাত ০৩:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : কেননা নারীরা যে তাদের সম্মান চায়না,চায় সম অধিকার।
০৬ জুন ২০১৪ দুপুর ০২:২৮
178144
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের উচিত তাদেরকে সম্মান করা।
231249
০৬ জুন ২০১৪ রাত ০৪:৩৩
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
০৬ জুন ২০১৪ সকাল ০৯:৫৩
178067
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ.ভাল থাকবেন।
231265
০৬ জুন ২০১৪ সকাল ০৭:৩৪
চোরাবালি লিখেছেন : বিষয়টি আমি এতটা সহজ ভাষায় কখনই দেখি না। গভীর ভাবে চিন্তা করে দেখেন কেন কাজ করতে হচ্ছে। হাত বাড়ালেই যে দেশে বিয়ে মেলে সেখানে একজনকে ফেলে যেত কোন অসুবিধে হয় না। বিষয়গুলির মূল নিয়ে চিন্তা করুন ঠিক হয়ে যাবে।

অল্প সম্পদ যখন অধিক জনের চাহিদা থাকে সেখানে বন্টন একটা বিষয় আছে যেটা নিয়ে আমরা কথা বলি না। এক পরিবারের সবাই স্বামী-স্ত্রী জব অট্টালিকা গড়ছে করে আরেক পরিবারে বেকারত্ব।

কিন্তু বন্টন যদি এরকম না হত তা হলে দেখতে অকে সমস্যই থাকত না সমাজে।
০৬ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
178072
সিটিজি৪বিডি লিখেছেন : বিয়ের আগেও অনেক নারীকে কাজ করে সংসার চালাতে হয়। বিয়ের পরের বিষয়টা ভিন্ন। আমাদের দেশে যাদের পরিবারে উপার্জণ সক্ষম ভাই নাই..অথবা বাবা অসুস্থ তাদের পরিবারের কন্যাদেরকে বাইরে কাজ করতে বাধ্য হয়।
০৬ জুন ২০১৪ সকাল ১১:২৭
178104
চোরাবালি লিখেছেন : এ ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় বাবা বাউনডুলে যেটি আমাদের সামজিক অবক্ষয়ের ফসল। আর হ্যাঁ কিছু সমস্যা তো আছেই
231428
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
নূর আল আমিন লিখেছেন : আপনার কথাতে সহমত হতে পারলাম না তারা সম অধিকার চায় তবে কেন ঘেষাঘেষি করতে পারবেনা
০৬ জুন ২০১৪ রাত ০৮:০৫
178246
সিটিজি৪বিডি লিখেছেন : কিছু কিছু নারী সম অধিকারের জন্য আন্দোলন করে।
231612
০৭ জুন ২০১৪ রাত ০১:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নারী প্রধান মন্ত্রী নারী স্পিকার নারী অবেহেলার শিকার বাহ সুন্দর
০৭ জুন ২০১৪ সকাল ০৮:২৬
178393
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
231673
০৭ জুন ২০১৪ সকাল ১০:০৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নারী শাসিত রাষ্টে পুরুষরা যে কি পরিমান অসহায় হেই বয়ান কখন লিখবেন মশাই?
০৭ জুন ২০১৪ সকাল ১০:৪৪
178436
সিটিজি৪বিডি লিখেছেন : অপেক্ষায় থাকুন........শ্রীঘ্রই আসছে...
১০
231721
০৭ জুন ২০১৪ সকাল ১১:২৯
আওণ রাহ'বার লিখেছেন : হা তবে অনেক সময় নারিরা পুরুষকে এমন শাষন করে বাসে তকমা লেগে যায়।
তবে অনেক মানুষ আছেন এখনও তাদের সম্মান করে বাসের সীট ছেড়ে দেন।
শুকরিয়া ভাইয়া।
০৭ জুন ২০১৪ বিকাল ০৫:১৮
178650
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File