.............উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ..............
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ জুন, ২০১৪, ১১:১৪:১৭ সকাল
আজ সকালে ঘুম থেকে উঠে কন্যাকে মাদ্রসাায় পৌছে দিয়ে পায়ে হেটে চট্টগ্রাম নগরীতে প্রায় দু'ঘন্টা ঘুরে বেড়িয়েছি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড় গুলো এখন হকারদের দখলে। ফুটপাত দিয়ে তো হাটায় যায় না। নগরীর ফুটপাত গুলো দোকানদারদের দখলে চলে গেছে। আমাদেরকে রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই হাটতে হয়।
উপরের ছবিটি চট্টগ্রাম শহরের মোহাম্মদপুর রোড়ের দৃশ্য। বিগত ২৫ বছর ধরে এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি। আজকে এই রাস্তা দিয়ে পায়ে হেটে যেতে অনেক কষ্ট হয়েছে। রতিদিন এই এলাকার বাসিন্দাদেরকে কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। তাদের দুঃখ দুর্দশা দেখার কেউ নাই।
এই রকম দৃশ্য নগরীর মেইন রোড় থেকে ভিতরের গলিতে হেটে গেলেই দেখতে হয়। প্রতিটি রাস্তার একি অবস্থা। দেশ নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে.......বিটিভি দেখলে তো মনে হয় দেশে কোন সমস্যাই নাই.....................আসলেই কি দেশের জনগন সুখে আছে?
বিষয়: বিবিধ
১৫৩৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন