ছবি ব্লগ------প্রিয়-----চট্টগ্রাম--------
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ৩১ মে, ২০১৪, ০৪:৫৮:৫৩ বিকাল
দেশে এসেই প্রিয় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি..কিছু কিছু দৃশ্য ক্যামেরার ফ্রেমে ধরে রাখছি...
চট্টগ্রামের হাটহাজারী বাজারে একটি চায়ের দোকানে এই নির্দেশ বানীর ছবি তুলতে গিয়ে কিছুটা ভয় লেগেছিল..যদি বলে......বদ্দা পডো ইয়েন দি য়েরে কি গরিবেন?
বাংলার কৃষকদের ঘরে ঘরে এখন নতুন ধান সংগ্রহ চলছে.....এই সময়ে গ্রাম বাংলার দৃশ্য দেখতে খুব ভাল লাগে।
গ্রাম-বাংলার এই পথগুলোতে হেটে যেতে কার না ভাল লাগে............
বেতাল নয় অরিজিনাল তাল-খেয়েছিলাম জারিফার নানার বাড়ীতে-
কর্নফূলী ব্রিজে দাড়িয়ে বড় বড় জাহাজ দেখতে খুব ভাল লাগে..যদিও সন্দ্যার পর কিছুটা ভয় লাগে...
চট্টগ্রামের বহদ্দার হাট ফ্লাই ওভার--বিকেল বেলায় হাটতে গিয়েছিলাম............. ভাগে।
চট্টগ্রাম শহরের নিউমার্কেটের চারপাশের রাস্তা এখন হকারদের দখলে----এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না.......যত কষ্ট পথচারীদের..
গ্রামের বাজারে মেডিসিন বিক্রেতা কাষ্টমারকে মেডিসিনের বর্ণণা করছেন---এই মেডিসিনের কোন সরকারী অনুমোদন নাই।..মানুষ বিশ্বাস করে কিনে থাকে............
পো্লাপাইন চায়ের দোকানে বসে কাপের পরিবর্তে গ্লাসে চা পান করে বলে---সতর্কবানী..
বিষয়: বিবিধ
২৫৯৭ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল। নিউমার্কেটর পাশের ছবিটা কখন তুলেছিলেন। এই জায়গাটা তো সাধারনত এত নির্জন থাকেনা।
রত্নশব্দ দিয়ে যারা আঁকে বর্ণালী ভাবের ছবি তারাইতো কবি। কেউ শব্দের কবি, কেউ ছবির কবি। আপনি ছবির কবি...
মন্তব্য করতে লগইন করুন