۩۞۩---প্রবাস থেকে দেশের পথে---۩۞۩
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫২:১৮ দুপুর
প্রতিদিন প্রবাস থেকে প্রবাসীরা ছুটিতে দেশে যাচ্ছে। দেশে যাবার আগেই প্রবাসীদের টেনশন শুরু হয়ে যায়। বর্তমানে দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায়ও প্রবাসীদেরকে মায়ের টানে-সন্তানের টানে-দেশ ও মাটির টানে দেশে যেতে হয়। দেশের এয়ার পোট থেকেই প্রবাসীদেরকে নানা সমস্যায় পড়তে হয়। যেমনঃ
এয়াপোটেঃ
۞ এয়ারপোর্টে ঘুস দিয়ে মালামাল বের করতে হয়।
۞ ল্যাগেজ নিয়ে ড্রাইভারদের টানাটানি শুরু হয়।
۞ এয়ারপোটের বাইরে পুলিশদেরকে বখশিশ দিতে হয়।
۞ বাসায় ফেরার পথে ডাকাতির খপ্পরে পড়ে সব কিছু হারাতে হয়।
۞ হরতালের কারনে বাসায় পৌছতে দেরী হয়।
۞ হরতালে পিকেটিং এর শিকার হতে হয়।
ঘরের ভিততেঃ
۞ বাসায় এসেই গ্যাস-পানি-বিদ্যুতের সমস্যায় পড়তে হয়।
۞ মোটা চালের ভাত থেকে হয় (চিকন চালের বড়ই অভাব)
۞ মহিলাদের রান্না খেতে হয় (প্রবাসে পুরুষরাই রান্না করে)
۞ গিফট সামগ্রী কম হলেই রাগারাগি শুরু হয়।
۞ আত্বীয়-স্বজনদের বাড়ীতে দাওয়াত খেতে খেতে মানিব্যাগের বারোটা বাজতে থাকে।
ঘরের বাইরেঃ
۞ রাস্তা-ঘাটের নোংরা পরিবেশ হজম করতে হয়।
۞ গাড়ীও মাইকের উচ্চ হর্ণ শুনতে হয়।
۞ ট্রাফিক আইন অমান্য করে পথচারীদের রাস্তা পারাপারের দৃশ্য দেখতে হয়।
۞ পার্কে কিংবা হোটেল রেস্তোরায় প্রেমিক-প্রেমিকাদের অবাধ মেলামেলা দেখতে হয়।
۞ স্কুলে যাওয়ার পথে ছাত্রীদেরকে ইভটিজারদের হাতে লাঞ্চিত হওয়ার দৃশ্য দেখতে হয়।
۞ দুই প্রতিবেশী কিংবা দুই দলের মারামারির দৃশ্য দেখতে হয়।
۞ রাজনীতিবিদদের গলাবাজি শুনতে হয়।
۞ অফিস-আদালতে ঘুস দিয়ে গুরত্বপূর্ন কাজগুলি সম্পূর্ন করতে হবে।
۞ পকেটমার কতৃক মানি ব্যাগ-মোবাইল চুরির ঘটনা ঘটে।
۞ চাঁদাবাজ ও দলীয় ক্যাডারদের হাতে লাঞ্চিত হতে হয়। ۞ চাঁদা দিতে হয়।
------------সমস্যা আর সমস্যা---------------
۞ সমস্যার কোন শেষ নাই।
۞ প্রবাসীরা শান্তিতে নাই।
۞ প্রবাসীদের মনে সুখ নাই।
۞ প্রবাসীদের ভাল রাখা চাই।
۞ প্রবাসীদের পক্ষ থেকে দোয়া চাই।
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন