গুড বাই দুবাই
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ এপ্রিল, ২০১৪, ০৫:৪৮:০২ বিকাল
কয়েকদিন পরে আমার প্রবাস জীবনের প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে অন্যদেশে। ছবি তোলা আমার প্রিয় শখ। ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। দুবাই প্রবাসী বন্ধুদের সাথে অনেক ইনজয় করেছি। আজ আমার তোলা হাজারো ছবি থেকে কিছু ছবি শেয়ার করে দুবাই থেকে ব্লগিং শেষ করছি। এতদিন শুক্রবার ছাড়া প্রতিদিন পোষ্ট দিয়ে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিবেন। সবার কাছে দোয়াপ্রার্থী।
২০০৫ সালে প্রথম ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলি।
ছবিতে দুবাই বুর্জ আল-আরব (সেভেন স্টার হোটেল)
২০০৫ সালে দল বেঁধে ফুজিরাতে পিকনিক করতে গিয়েছিলাম।
২০০৫ সালে বন্ধুদের সাথে
রাস আল খাইমাতে বাংলাদেশ স্কুলে গিয়েছিলাম
বাংলাদেশ স্কুলের ছাত্রকে মেকআপ করছেন বাধঁন থিয়েটার দুবাই এর সাবেক সাধারণ সম্পাদক এহতেশাম ভাই।
২০০৭ সালে বুর্জ খলিফা টাওয়ার নির্মানের ছবি।
২০০৭ সালে আল আইন শহরে প্রবাসী পরিবারদের সাথে পিকনিকে গিয়েছিলাম।
২০০৭ সালে (রোড টু ফুজিরা)
দুবাই থেকে ফুজিরা যাবার পথে ফ্রাইডে মার্কেট-
ঈদের আনন্দে দলবল নিয়ে সারজা বিচে ঘুরতে গিয়েছিলাম।
২০০৯ সালে জারিফার আম্মুর দুলাভাইয়ের বাসায় সাংবাদিকদেরকে নিয়ে ঈদ উদযাপন।
২০১০ সালে ঈদের পরের দিন রাস আল খাইমাহ স্কুলে পিকনিকে গিয়েছিলাম।
২০১০ সালে ওয়াল্ড টলেস্ট টাওয়ার বুর্জ আল-খলিফার (ওয়াল্ড রেকর্ড) ১৩৪ তলায় উঠেছিলাম।
২০১০ সালে দুবাই শহরের দৃশ্য-
২০১০ সালে দুবাই শহরের ক্রিকের দৃশ্য দেখুন।
২০১১ সালে আমার কন্যা জারিফার খালাত বোনেরা দুবাইতে এসেছিল। তাদের কে নিয়ে আল আইন চিড়িয়াখানায়-
২০১১ সালে বুর্জ আল-খলিফার দৃশ্য--
আমার অফিসে পাশে গোল্ড মার্কেটে ৬৩ কেজি ওজনের আংটিটির (ওয়াল্ড রেকর্ড) কথা ভুলি করি করে?
২০১১ সালে আবুধাবী শেখ জায়িদ মসজিদ দেখতে গিয়েছিলাম।
২০১২ সালে আল আইনে গ্রিন হাউজ দেখতে গিয়েছিলাম।
২০১২ সালে দেশে যাবার সময় প্লেনে এই কিউট মেয়েটি পড়িয়েছিলাম। সে আমার প্রথম ও শেষ ছাত্রী।
২০১৩ সালে ডেজাট সাফারীতে গিয়েছিলাম।
২০১৪ সালে ফুজিরা খোরপাক্কান বিচ ঘুরে এলাম।
২০১৪ সালে আটলান্টিস দ্যা পাম হোটেল দেখে এলাম।
ডেজাট সাফারী দুবাই।
২০১৪ সালে সর্বশেষ মিরাক্কেল গার্ডেন (ওয়াল্ড রেকর্ড) ঘুরে এলাম।
স্টকে আরো অনেক ছবি আছে....সবগুলো শেয়ার করলে আপনাদের দেখতে কষ্ট হবে.......তাই আপাতত এখানেই সমাপ্তি ঘোষনা করছি। সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
৩৭৭৮ বার পঠিত, ৯৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ কামনা---
তা কোন দেশে ভাই?
আমাদেরকে একলা ফেলে-
চলে যাবে কোন সু দুরে?
স্কাইপিতে কথা বলতে পাড়লে অন্তত দেখাটা হত সত্যি আপনাকে খুব মিস করব।আর ভাগ্যে থাকলে দেশেও দেখা হতে পাড়ে এক সময় চট্রগ্রাম খুব বেশি যেতাম প্রতি সপ্তাহে। হয়ত আবার যাব!হয়ত দেখা হয়ে যাবে......
আমাদেরকেও সাথে নিতে হবে কিন্তু...
এনিওয়ে,...দোয়া ও ভালবাসা থাকতে সব সময়।
স্টে ইন টাচ////
হেতার লাই বউ দেখেন..থুক্কু....
জামাল ভাই দেশে কখন আসছেন? আসলে যোগাযোগ করবেন, আশা করি।
গুড লাক
তবে আমাদেরও সাথে রাইখেন।
এরপর কোথায় যাবেন ঠিক করেছেন ভাই?
দোয়া করি যেখানেই থাকেন ভালো থাকেন এবং আমাদের সাথেই থাকেন।
অনেক অনেক শুভ কামনা রইল।
কে বলেছে আমাদের পরিশ্রম হবে?? হা হা মজ পেলাম আরো দেখতে ইচ্ছে করে-
আর আপনার জন্য দোয়া করি- এখন আপনি কোন দেশে যাচ্ছেন???
মন্তব্য করতে লগইন করুন