۞ প্রিয় ব্লগারদের ছবির এ্যালবাম ۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৫ এপ্রিল, ২০১৪, ০৫:৫০:৩৬ বিকাল
২০০৮ সালে সামইন ব্লগ ও মুক্ত ব্লগের ব্লগাররা সর্বপ্রথম রাজধানী ঢাকায় বিজয় র্যালী করে। এর আরে ব্লগারদের আর কোন প্রোগ্রাম হয়নি। সেই সময় আমি সামইন এর নিয়মিত ব্লগার ছিলাম। সামইন ব্লগের পরিবেশ আগের মত আর নাই বলে যাতায়াত একটু কম করি।
দৈনিক আমার দেশ, সোনারবাংলাদেশ ব্লগ ও আমার বর্ণমালা বন্ধের প্রতিবাদে ঢাকায় ব্লগারদের প্রতিবাদ মিছিল।
২০১৩ সালে কমিউনিটি ব্লগারস ফোরামের (সিবিএফ) প্রথম মিটিং ঢাকায় অনুষ্টিত হয়।
আরব আমিরাত প্রবাসী ব্লগারদের সাথে কবি আবদুল হাই সিকদার।
সিবিএফ-ঢাকা এর ঈদ পুনর্মিলনী-২০১৩
সিবিএফ কাতার শাখার ঈদ পূনর্মিলনী-২০১৩
সিবিএফ-মুন্সিগঞ্জ শাখার ঈদ পুনর্মিলনী-২০১৩
সিবিএফ চট্টগ্রাম শাখার ইফতার মাহফিল-২০১৩
১২১জন ব্লগারের লিখা নিয়ে বই "স্বপ্ন দিয়ো বোনা" বইটি ব্লগাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বড় ভাই সিবিএফ লিডার বাহার ভাই।
আরো কিছু ছবি দেখুনঃ
ঢাকায় ধুমপান বিরোধী মানববন্ধনে সিবিএফ এর লিডাররা-২০১৪
আমি প্রবাসী ব্লগার বলে উপরোক্ত কোন অনুষ্টানে যোগদান করতে না পারলেও ব্লগাদের ঐতিহাসিক ছবিগুলোর কিছু ছবি এ্যলবামে রেখে দিয়েছি। সংযুক্ত আরব আমিরাতে ব্লগারদের সংখ্যা খুব কম বলে তাদেরকে নিয়ে আনুষ্টানিক কোন প্রোগ্রাম করা না হলেও সবার সাথে দেখা হয়েছে। কথা হয়েছে। আমিরাত ছাড়ার আগে আর কারো সাথে হয়ত দেখা হবে না। আশাকরি যে যেখানে আছেন সবাই ভাল থাকবেন।
বিষয়: বিবিধ
১৮২০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এখানে কিছু ব্লগার গ্রুপের ছবি দেখছি , যারা সোনার বাংলা বা বিডি টুডে বন্ধ করলে খুশি হয় আবার নাস্তিকদের গ্রেপ্তার করলে খুশি হয়। দ্বিমুখী সাপ
প্যারিসে ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের ঈদ পুনর্মিলনী।
সিবিএফ দু্বাই এর ছবি কই?
জামাল ভাই কই? জাতি জানতে চায়।
মন্তব্য করতে লগইন করুন