একতারা বাজাইলে মনে পইড়া যায় একদিন বাঙালী ছিলাম রে
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ এপ্রিল, ২০১৪, ১১:২৭:৫৩ সকাল
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। অপ্রিয় হলেও সত্য যে, আমাদের দেশের ডিজিটাল পোলাপাইন ও গৃহিনীরা নিজ দেশের সিনেমা-নাটক দেখে না। বাংলা গানও শুনেনা। তারা ওপার বাংলার চ্যানেলগুলোর হিন্দী সিনেমা-নাটক-গান-বই নিয়েই বেশী ব্যস্ত থাকে। আমরা বছরে একদিন বাংগালী সাজি। সারাদিন বাইরে নববর্ষের উৎসব পালন করে বাসায় এসে হিন্দী সিরিয়াল দেখি। এই হচ্ছে আমাদের দেশ প্রেম।
আজকের এই দিনে আসুন আমরা-------
হিন্দী সিনেমা-নাটক না দেখে দেশের সিনেমা-নাটক দেখি।
হিন্দী গান না শুনে দেশের গান শুনি।
ওপার বাংলার রাইটারের বই কম পড়ে দেশীয় রাইটারের বই বেশী করে পড়ি।
নববর্ষের এই দিনে এই দুর প্রবাসে গুন গুন করে গাইতে ইচ্ছে করে---
একতারা বাজাইলে মনে পইড়া যায় একদিন বাঙালী ছিলাম রে
(ছবিঃ বাংলার দামাল সন্তান ও সত্যলিখন এর ব্লগ থেকে)
বিষয়: বিবিধ
২৫৭১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো...
আপনারা যে কি আমার তা জানতেন...
মন্তব্য করতে লগইন করুন