প্রিন্সেস জরিনাদেরকে বলতে চাই যে, নিজের সৌন্দর্য স্বামীর সংসার পর্যন্ত সীমাবদ্ধ রাখুন।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ এপ্রিল, ২০১৪, ১১:৪৬:০৫ সকাল
প্রিন্সেস জরিনা নামক এক নারী আমাকে একটা ম্যাসেজ দিয়েছে। আমার ব্লগ/স্টাটাস পড়ে নাকি মানুষের পেইন বাড়ে।
আসলে এক শ্রেনীর নারীরা ফেইসবুকে সেজেগুজে ছবি আপলোড করতে বেশী পছন্দ করে। তারা নিজেরাও জানে না যে এই কাজটি করতে গিয়ে নিজেদের কতটুকু ক্ষতি করছে। এই আধুনিক নারীদেরকে কোরআনও হাদিসের বানী শেয়ার করলে/ট্যাগ করলে চুলকানী শুরু হয়।
প্রিন্সেস জরিনাদেরকে বলতে চাই যে, নিজের সৌন্দর্য স্বামীর সংসার পর্যন্ত সীমাবদ্ধ রাখুন। ফেইসবুকে নিজেরদের ছবি সবাইকে শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনি কিন্তু গুনাহগার হচ্ছেন। এই কথাটি মনে রাখবেন। আপনাদেরকে সতর্ক করার জন্য ফেইসবুকে অনেক ভাই-বোন কোরআন ও হাদীসের বানী শুনিয়ে থাকে। তাই তাদের উপর রাগ না করে বিষয়টি বুঝার চেষ্টা করুন।
আমাদের ব্লগ/স্টাটাস পড়ে ও প্রিন্সেস জরিনাদের পেইন বাড়ে। কারণ তারা যে আধুনিক নারী। এই আধুনিক নারীরা নামায ও পড়ে আবার সাজসজ্জা করে নিজেদেরকে সর্বত্র প্রদর্শন ও করে। তাই তাদের সাজসজ্জার বিরুদ্ধে কিছু লিখলেই তাদের মন খারাপ হয়ে যায়।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুন। আমিন।
***ফ্যামেলী এ্যলবামের ছবি এখন ফেইসবুকে**
বিয়ের অনুষ্টানে আমরা ছবি তোলে থাকি। সেই ছবি থেকে বাছাই করে সুন্দর সুন্দর ছবিগুলো প্রিন্ট করে এ্যলবামে সাজিয়ে রাখি। মাঝে মধ্যে আলমারী থেকে এ্যলবাম বের করে পরিবারের সবাই ছবি গুলো দেখি। কোন আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবী বাসায় বেড়াতে এলে আমরা এ্যলবাম দেখতে দিই। অপরিচিত কেউ আমাদের পরিবারের ছবির এ্যলবাম দেখতে পারে না। বা আমরা অপরিচিত কাউকে এ্যলবাম দেখতে দিই না। কিন্তু এখন ফেইসবুকের এ্যলবামে আমাদের ছবিগুলো আপলোড করে রাখছি।
আমার/আপনার ফেইসবুকের ফ্রেন্ড লিষ্টের পরিচিত-অপরিচিত সবাই সেই ছবিগুলো দেখছে। ছবিতে লাইক দিচ্ছে। সুন্দর সুন্দর মন্তব্য করছে। আর আমরাও লাইক পেয়ে/মন্তব্য পেয়ে দ্বিগুন উৎসাহে ছবি আপলোড করে চলেছি। কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? একবার ভেবে দেখেছেন কি?
আমার/আপনার আপলোডকৃত এই ছবিগুলো পরিচিত/অপরিচিত ফেইসবুকের বন্ধুদের মেমোরীতে সেইভ হযে যাচ্ছে। আজ যাকে আপনি বন্ধু মনে করছেন কাল সে আপনার শত্রু হতে পারে। তখন কিন্তু এই ছবিগুলো ব্যবহার করে অনেক অরাজক কান্ড ঘটাতে পারে। আপনার সুন্দর জীবনটা অসুন্দর হয়ে যেতে পারে। তাই ফেইসবুকের এ্যলবামে পরিবারের ছবি না রাখাই ভাল।
আরেকটা কথা-
বিয়ের (বিবাহিত ভাই-বোনদের) ছবি অপরিচিত বন্ধুরা দেখবে কেন?
এডাল্ট মেয়ে/বোনদের ছবি ও কি ফেইসবুকে শেয়ার করা উচিত?
আমি মনে করি এই কাজ যারা করছে তারা জেনেশুনে ইচ্ছাকৃতভাবে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে।
==ফ্যামেলীর ছবি থাকবে এ্যলাবামে। ফেইসবুকে নয়==
বিষয়: বিবিধ
১৫৯১ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা প্রযুক্তির ব্যবহারকে নিয়ন্ত্রন করতে পারছিনা।
Thanks for sharing.
এই কিছিমের মেয়েরা যৌন সুড়সুড়ি দেয়া পোস্ট ভালোবাসে।
মন্তব্য করতে লগইন করুন