প্রিন্সেস জরিনাদেরকে বলতে চাই যে, নিজের সৌন্দর্য স্বামীর সংসার পর্যন্ত সীমাবদ্ধ রাখুন।

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ এপ্রিল, ২০১৪, ১১:৪৬:০৫ সকাল



প্রিন্সেস জরিনা নামক এক নারী আমাকে একটা ম্যাসেজ দিয়েছে। আমার ব্লগ/স্টাটাস পড়ে নাকি মানুষের পেইন বাড়ে।

আসলে এক শ্রেনীর নারীরা ফেইসবুকে সেজেগুজে ছবি আপলোড করতে বেশী পছন্দ করে। তারা নিজেরাও জানে না যে এই কাজটি করতে গিয়ে নিজেদের কতটুকু ক্ষতি করছে। এই আধুনিক নারীদেরকে কোরআনও হাদিসের বানী শেয়ার করলে/ট্যাগ করলে চুলকানী শুরু হয়।

প্রিন্সেস জরিনাদেরকে বলতে চাই যে, নিজের সৌন্দর্য স্বামীর সংসার পর্যন্ত সীমাবদ্ধ রাখুন। ফেইসবুকে নিজেরদের ছবি সবাইকে শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনি কিন্তু গুনাহগার হচ্ছেন। এই কথাটি মনে রাখবেন। আপনাদেরকে সতর্ক করার জন্য ফেইসবুকে অনেক ভাই-বোন কোরআন ও হাদীসের বানী শুনিয়ে থাকে। তাই তাদের উপর রাগ না করে বিষয়টি বুঝার চেষ্টা করুন।

আমাদের ব্লগ/স্টাটাস পড়ে ও প্রিন্সেস জরিনাদের পেইন বাড়ে। কারণ তারা যে আধুনিক নারী। এই আধুনিক নারীরা নামায ও পড়ে আবার সাজসজ্জা করে নিজেদেরকে সর্বত্র প্রদর্শন ও করে। তাই তাদের সাজসজ্জার বিরুদ্ধে কিছু লিখলেই তাদের মন খারাপ হয়ে যায়।

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুন। আমিন।



***ফ্যামেলী এ্যলবামের ছবি এখন ফেইসবুকে**

বিয়ের অনুষ্টানে আমরা ছবি তোলে থাকি। সেই ছবি থেকে বাছাই করে সুন্দর সুন্দর ছবিগুলো প্রিন্ট করে এ্যলবামে সাজিয়ে রাখি। মাঝে মধ্যে আলমারী থেকে এ্যলবাম বের করে পরিবারের সবাই ছবি গুলো দেখি। কোন আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবী বাসায় বেড়াতে এলে আমরা এ্যলবাম দেখতে দিই। অপরিচিত কেউ আমাদের পরিবারের ছবির এ্যলবাম দেখতে পারে না। বা আমরা অপরিচিত কাউকে এ্যলবাম দেখতে দিই না। কিন্তু এখন ফেইসবুকের এ্যলবামে আমাদের ছবিগুলো আপলোড করে রাখছি।

আমার/আপনার ফেইসবুকের ফ্রেন্ড লিষ্টের পরিচিত-অপরিচিত সবাই সেই ছবিগুলো দেখছে। ছবিতে লাইক দিচ্ছে। সুন্দর সুন্দর মন্তব্য করছে। আর আমরাও লাইক পেয়ে/মন্তব্য পেয়ে দ্বিগুন উৎসাহে ছবি আপলোড করে চলেছি। কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? একবার ভেবে দেখেছেন কি?

আমার/আপনার আপলোডকৃত এই ছবিগুলো পরিচিত/অপরিচিত ফেইসবুকের বন্ধুদের মেমোরীতে সেইভ হযে যাচ্ছে। আজ যাকে আপনি বন্ধু মনে করছেন কাল সে আপনার শত্রু হতে পারে। তখন কিন্তু এই ছবিগুলো ব্যবহার করে অনেক অরাজক কান্ড ঘটাতে পারে। আপনার সুন্দর জীবনটা অসুন্দর হয়ে যেতে পারে। তাই ফেইসবুকের এ্যলবামে পরিবারের ছবি না রাখাই ভাল।

আরেকটা কথা-

বিয়ের (বিবাহিত ভাই-বোনদের) ছবি অপরিচিত বন্ধুরা দেখবে কেন?

এডাল্ট মেয়ে/বোনদের ছবি ও কি ফেইসবুকে শেয়ার করা উচিত?

আমি মনে করি এই কাজ যারা করছে তারা জেনেশুনে ইচ্ছাকৃতভাবে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে।

==ফ্যামেলীর ছবি থাকবে এ্যলাবামে। ফেইসবুকে নয়==

বিষয়: বিবিধ

১৫৭৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203764
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
আহ জীবন লিখেছেন : চটি সাইট গুলোতে যখন সাজু-গুজু করা মেয়েদের ছবিগুলা আপলোড করে মাল বলে আখ্যায়িত করে তখনও তাদের হুশ হয় না। স্রেফ লাইক পাওয়ার জন্য নিজেকে বিকিয়ে দেওয়া রুচি হীন কাজ।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৭
153026
সিটিজি৪বিডি লিখেছেন : এই ভদ্র মহিলাদের ছবিও ঐ সাইটে চলে যায়।
203772
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
আমরা প্রযুক্তির ব্যবহারকে নিয়ন্ত্রন করতে পারছিনা।
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
153093
সিটিজি৪বিডি লিখেছেন : নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।
203806
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
অনুরাগ লিখেছেন : আমিও অনেককে একথা বলি কিন্তু তারা জবাব দেয় নামই তো ফেইসবুক এখানে ফেইস দেখাব না ...।
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
153094
সিটিজি৪বিডি লিখেছেন : ফেইসবুকে ফেইস দেখানোর মজা তারা একদিন বুঝবেই। তাদের ছবি যখন বিভিন্ন পেইজে দেখতে পাবে।
203842
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০২
ফেরারী মন লিখেছেন : নিঃসন্দেহে ভালো পরামর্শ দিয়েছেন এবং সঠিক ও যুক্তিযুক্ত কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
153096
সিটিজি৪বিডি লিখেছেন : তারা জেনে শুনেই এই কাজটি করে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন।
203860
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
প্রবাসী আশরাফ লিখেছেন : সচেতনমূলক সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ... Rose
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
153097
সিটিজি৪বিডি লিখেছেন : কে শুনে কার কথা? তারপরেও শেয়ার করে থাকি।
০৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৫
153278
লোকমান লিখেছেন : শেয়ার করতেই থাকুন করতেই থাকুন করতেই থাকুন এক সময় কাজে আসবে।
203926
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রিন্সেস জরিনাদেরকে বলতে চাই যে, নিজের সৌন্দর্য স্বামীর সংসার পর্যন্ত সীমাবদ্ধ রাখুন।
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
153163
সিটিজি৪বিডি লিখেছেন : Copy koira past korar jonno apnake kotin shasti dite hobe
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
153184
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying
204159
০৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৬
আনিস১৩ লিখেছেন : Agreed.
Thanks for sharing.
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
153413
সিটিজি৪বিডি লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
204167
০৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৬
লোকমান লিখেছেন : এমন অনেক প্রিন্সেস আমাকে মেইল, ফেসবুক বার্তা পাঠায় বলেন তো আমি কি করি??
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৩
153414
সিটিজি৪বিডি লিখেছেন : আপনি ভালবাসার কথা শুনাবেন। দেখবেন কি হয়...
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৭
153478
প্রবাসী আশরাফ লিখেছেন : ভালো কোন প্রিন্সেসের গলায় ঝুলে পরতে পারেন (বিপদ যা আসবে আপনাকেই সামলাতে হবে)Clown
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২০
153600
সিটিজি৪বিডি লিখেছেন : একটাকে সামলাতে পারছিনা আবার আরেকটা?
204435
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৬
গ্রাম থেকে লিখেছেন : আঁতে ঘা লেগেছে তাই বরদাশত করতে না পেরে প্রতিবাদ জানিয়েছে।
এই কিছিমের মেয়েরা যৌন সুড়সুড়ি দেয়া পোস্ট ভালোবাসে।
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২১
153602
সিটিজি৪বিডি লিখেছেন : ওরা ইসলামী জীবন ব্যবস্থাকে খুব ভয় পায়।
১০
204446
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
শের খান লিখেছেন : সবগুলা কমেন্টই পরলাম,আমার কিছু বলার নেই। শুধু এটুকু বলব অন্ধকার শেষে আলো একদিন আসবেই। সবাইকে ধন্যবাদ।
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২১
153603
সিটিজি৪বিডি লিখেছেন : আমরা আলোর মুখ দেখাতে চাই। অন্ধকার গলি থেকে তাদেরকে ফিরিয়ে আনতে চাই ।
১১
204551
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাইয়া আপনি লিখতে থাকুন, যাদের পেইন বাড়বে, তারা পেইন-কিলার খাবে। আর যাদের জ্ঞান-বুদ্ধি আছে তারা শিক্ষা গ্রহণ করবে।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
154004
সিটিজি৪বিডি লিখেছেন : আর বেশী দিন লিখতে পারব না ভাইয়া। কিছু দিন পরে দুবাই ছেড়ে অন্য দেশে চলে যাব। সেখানে খুব বেশী সুযোগ পাব না।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
154054
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্য দেশে? কোথায়? Crying Crying ইউরোপ? নাকি অন্য জিসিসি দেশে? Waiting Waiting
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫২
154085
সিটিজি৪বিডি লিখেছেন : এবার যাব বাকপ্রবাসের দেশে
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
154130
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়াও,,,,, আমি জারিফমণি ও উমামামণিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে। কিংবা আমার সাথেই নিয়ে আসবো Applause
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
154134
সিটিজি৪বিডি লিখেছেন : আমরা চারজন একসাথে থাকলে তো ভালই হতো।
১২
205050
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২০
আবু ফারিহা লিখেছেন : একদম ঠিক বলেছেন। সত্যকে কেউ মানুক বা না মানুক অাপনি লিখে যাবেন। কেননা সত্যের বিরোধীরা চিরদিন বিরোধীতা করেই যাবে অতীতের মতো।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
154006
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ তাই করবো ভাইজান।
১৩
206182
১১ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : শুধু আপনি না আমাদের সবার বলতে হবে! যতক্ষন না শুনে ততক্ষন বলে যেতেই হবে।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২০
155112
সিটিজি৪বিডি লিখেছেন : ওদেরকে বললেই মাইন্ড করে।
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৩
156064
সুমাইয়া হাবীবা লিখেছেন : এজন্যই বলতে হবে। ওদের বুঝাতে হবে যে ওরা যে কাজটা করছে সেটা মাইন্ড করার মতই! Frustrated

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File