//==দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর রাগারাগি==//

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ৩০ মার্চ, ২০১৪, ০৫:৩৬:৪৫ বিকাল



+

==দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর রাগারাগি==



শাশুর-শাশুড়ীর সেবা করতে বললে

বেশী দিন বাপের বাড়ীতে থাকতে নিষেধ করলে

পকেট থেকে চাহিবামাত্র অর্থ বের করে দিতে না পারলে

সেজেগুজে বেপর্দা হয়ে ঘরের বাইরে চলাফেরা করতে নিষেধ করলে

মা-বাবার অনুমতি ছাড়া বাসার বাইরে যেতে নিষেধ করলে

স্ত্রীর কথামতো ও শাশুরবাড়ী পরামর্শ মত না চললে

হিন্দী চ্যানেল দেখা থেকে বিরত থাকতে বললে

ছোট ভাইকে চাকরী ব্যবস্থা করে দিতে না পারলে

বেশী রাত করে বাসায় ফিরলে

সিগারেট খেতে দেখলে



অসৎ পথে হলেও বেশী অর্থ উপার্জনের জন্য চাপ সৃষ্টি করলে

প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ করতে দেখলে

নিজের মা-বাবার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে

বোনেরা বেড়াতে আসলে স্ত্রী মুখ কালো করে থাকলে

ভাই-বোন-ভাবীদের সাথে ঝগড়া করলে

বাসায় অপরিস্কার-অরিছন্ন করে রাখলে

বাবা-মায়ের সামনে সন্তানদেরকে মারপিট করতে দেখলে

পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করতে চাইলে

যৌথ পরিবারের সুখের সংসার থেকে বের হয়ে আলাদা হয়ে বসবাস করার জন্য বাধ্য করলে।

আরো অনেক কারণে স্বামী-স্ত্রী রাগ করে থাকে। এই রাগারাগি থেকে অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত দুজন কথা বলা থেকে বিরত থাকে। রাগারাগির কারনে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কে ফাটল ধরে। রাগারাগি চরম পর্যায়ে পৌছে গেলে অনেক সময় ছাড়াছাড়িও হয়ে থাকে। তাই বলি কি, দুই দিনের এই দুনিয়ায় বেশী রাগারাগি না করে সবকিছু হাসি-মুখে মেনে নিয়ে একটু ত্যাগ স্বীকার করে সংসার করলে সেই সংসার সুখের হয়, শান্তির হয়।

আরেকটা কথা মনে রাখা উচিত" রেগে গেলেন তো হেরে গেলেন।"

Rose Roseদুজনে রাগারাগি ছাড়ুন Love Struck

Rose Roseপ্রতিদিন আই লাভ ইউ বলুন Love Struck





বিষয়: বিবিধ

১৭৯৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200369
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আই লাভ ইউ মাই ডিয়ার ড্রিম্ড ওয়াইফ Love Struck Tongue Rose Rose
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫০
150124
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও রাগারাগি করি না। রাগারাগি করে কি লাভ বলুন?
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
150129
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি কিন্তু রাগ কর্বো, যাতে ও বেশি বেশি আদর করে আমার রাগ কমানোর জন্য Love Struck Tongue
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
150148
সিটিজি৪বিডি লিখেছেন : আজকাল রাগ ভাংগানোর সময় নাই কথাটা মনে রাখবেন।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
150150
সিটিজি৪বিডি লিখেছেন : আগের জামানায় স্ত্রীরা না খেয়ে স্বামীর আশায় বসে থাকত..আর এখন ঠিক উল্টো। বিয়ের আগে যারা কয়েক ঘন্টা কথা বলত দেখা যাচ্ছে বিয়ের পরে তারা দশ মিনিটও কথা বলছে না..........জটিল সময় যাচ্ছে সবার জীবনে.....
200399
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনার পারিবারিক লেখাগুলো ভালো লাগে। ইস আমার যদি একটা বউ থাকতো এখন Broken Heart Broken Heart Broken Heart
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
150140
সিটিজি৪বিডি লিখেছেন : ছোট বেলায় গ্রামে বড় হয়েছিলাম। বিভিন্ন বাড়ীতে স্বামী কতৃক স্ত্রী নির্যাতনের কথা এখনো ভুলতে পারি না। গ্রামের এই মানুষগুলো সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ীতে এসে বউয়ের সামান্য দোষ দেখলে শুরু করে মাইর.....বউ চিল্লাইয়া আচ্ছামত গালি দিতে থাকে............
200445
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন্তব্য না করাই ভাল!!!
ব্লগের আপুরা দেখলে ব্লগে সাইজ করবেন। আর বাসার মানুষ টা দেখলে তো...
এক ফেসবুক ষ্ট্যাটাস দিয়া এখন অবস্থা টাইট।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
150171
সিটিজি৪বিডি লিখেছেন : আমি কিন্তু সমান ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি আমিও রক্ষা পাব।
200518
৩০ মার্চ ২০১৪ রাত ১১:০৪
মোবারক লিখেছেন : পুরোটা টা পড়ে আসার আগে বউ কে ইমেইল করি,
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৯
150401
সিটিজি৪বিডি লিখেছেন : পরার পর আরেকটা মেইল করুন।
204447
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৪
শের খান লিখেছেন : মন্তব্য নিষ্প্রয়োজন।
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৪
153609
সিটিজি৪বিডি লিখেছেন : কেন?
204448
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৪
শের খান লিখেছেন : ভালো লাগলো
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৪
153610
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
204469
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৫
রুপালী নদী লিখেছেন : ভালো লাগলো Love Struck Love Struck
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৪
153611
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File