//===রেগে আছে জারিফা সোনা===//

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৬ মার্চ, ২০১৪, ০৫:৫০:৫৯ বিকাল



রেগে আছে জারিফা সোনা

দুইটা জামা কেন কিনে দিইনা

তাইতো আমার সাথে কথা বলে না।

ছোট চাচা নিয়ে যাচ্ছে আইফোন

এই খুশীতে তার নেই ঘুম

অপেক্ষায় আছে সারাক্ষণ।

চাচাকে আনতে এখন আছে এয়ারপোটে

দাদার সাথে দাড়িয়ে আছে

কথা বলছে না আমার সাথে।

ওবাইদ ভাইয়ের ফ্যাশন হাউসে

জামার অর্ডার দিয়ে রেখেছি গত রাতে

পৌছে যাবে আজ রাতে।



https://www.facebook.com/pages/Usshas-Fashion-house/1493515247539506

আমার কন্যা আমার উপর রেগে আছে। আমি নাকি তাকে দুইটা জামা কিনে দিইনি। তাই রাগ করে আমার সাথে কথা বলে না। আমাদের প্রিয় ব্লগার ওবায়দুর রহমান ভাই ছোট ছোট বাচ্চাদের পোশাক ডিজাইন করে থাকেন। আমরা ফেইসবুকে ওনার পেজে বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাকের ছবি দেখে থাকি। আশাকরি ওবায়দ ভাই আমার কন্যার জন্য বাকীতে দুইটা জামা পাঠিয়ে দিবেন। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য অর্ডার দিতে পারেন।

বিষয়: বিবিধ

১৫৬৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198327
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রাগবে না তো করবে কি আপনি কেন দিলেন না দুইটা জামা ?
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
148279
সিটিজি৪বিডি লিখেছেন : বাচ্চাদের কাপড়ের সাইজের আমার কোন আইডিয়া নেই বলে পাঠানো হয়নি। আজ ওবায়দ ভাইয়ের ফ্যাশন হাউসে অর্ডার দিয়েছি। এবার আর রাগ করবে না।
198331
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মামুন আব্দুল্লাহ লিখেছেন : শিশুর সাথে রাগলে তাদের
কাদবে তাদের মন
তাদের কথা শুনতে হবে
বলেছেন আল্লাহর রাসূল !
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
148282
সিটিজি৪বিডি লিখেছেন : দুর প্রবাসে থাকি বলে রাগ করা তো দুরের কথা ভালবাসতে ভালবাসতেই ফতুর হয়ে গেলাম..তবুও কন্যার মন পেলাম না।

198350
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাগ আর করবে না!
আব্বুকে তো দেখছেনা তাই আব্বুর দেয়া জামা দেখতে মন চাচ্ছে।
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
148292
সিটিজি৪বিডি লিখেছেন : KaDe
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
148293
সিটিজি৪বিডি লিখেছেন : Baby der mon buja shohoj noi..akmatro ma ra bujte pare..
198373
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
মোহাম্মদ লোকমান লিখেছেন : জারিফা মনির জন্য অনেক দোয়া রইলো।
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
148318
সিটিজি৪বিডি লিখেছেন : Thanks boro vai..meyatar jonno beshi karap lage...
198377
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
পুস্পিতা লিখেছেন : ওহ, আপনি এখন দেশে?!
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
148317
সিটিজি৪বিডি লিখেছেন : Chotto vai desh a geche..
198389
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
148334
সিটিজি৪বিডি লিখেছেন : এই দুর প্রবাসে ছোট ছোট বাচ্চা দেখলে নিজের সন্তানদের কথা মনে পড়ে।
198528
২৭ মার্চ ২০১৪ রাত ০১:৫৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সামনে থেকে যেন আর ভুল না হয়
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৪০
148492
সিটিজি৪বিডি লিখেছেন : আর ভুল হইবে না..চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব।
198534
২৭ মার্চ ২০১৪ রাত ০২:১১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাই, তাদের সময়নেই কথাবলার।
হয় খেলা-দুলার মধ্যা
নাহয় ঘুমের ঘরে।
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৪০
148493
সিটিজি৪বিডি লিখেছেন : আমার যে কথা বলতে ইচ্ছে করে?
198677
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:০৭
আহমদ মুসা লিখেছেন : আমার ঘরে এ জাতীয় ঝাগড়া প্রতিদিনের রুটিন কাজ। বিশেষ করে আমার বড় মেয়ে এবং সাবেক ছোট্ট মেয়ে বর্তমানে মেঝ মেয়েটার মধ্যে যে কোন বিষয়েই চাওয়া পাওয়ার আপেক্ষিক প্রতিযোগিতা লেগেই থাকে।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১২
148617
সিটিজি৪বিডি লিখেছেন : আমার পুত্র আফরাজ বড় হলেই ভাই-বোনের ঝগড়া শুরু হবে। সেই দৃশ্য আমি প্রবাস থেকে দেখতে পারব না।
১০
198686
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
আবু আশফাক লিখেছেন : কাছাকাছি বয়সের দুইজন হলে কি যে সমস্যা! আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
148619
সিটিজি৪বিডি লিখেছেন : বাচ্চাদের ঝগড়া দেখতে ভাল লাগেই। ছোট বেলায় আমি আমার আপাকে মার দিয়ে পালিয়ে থাকতাম।
১১
198866
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : এক ছবিতে রেগে থাকলেও অপর ছবিতে হাসিখুশি আছে।
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:১৪
148782
সিটিজি৪বিডি লিখেছেন : নীচেরটা আমাদের ওবাইদ ভাইয়ের মেয়ে জনাব।
১২
198950
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:২১
সুমাইয়া হাবীবা লিখেছেন : মাশাআল্লাহ। কি কিউট দেখতে..সুবাহানআল্লাহ! Love Struck Love Struck Love Struck
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
149296
সিটিজি৪বিডি লিখেছেন : এই কিউট বেবীটা আমার সাথে কথা বলে না.....তাই আমার মন খারাপ থাকে।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
149403
সুমাইয়া হাবীবা লিখেছেন : কাছের মানুষের সাথেইতো অভিমান হয়। যত বেশি আপন তত বেশি অভিমান।Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File