//===ছবি ব্লগঃ আরব সাগরের তাজা মাছ===//
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ মার্চ, ২০১৪, ০৬:১৫:৫৬ সন্ধ্যা
দুবাই ক্রিক। দুবাই ক্রিকে অনেক প্রকারের মাছ পাওয়া যায়। প্রতিদিন খুব ভোরে এই ক্রিকে প্রবাসীরা বড়শী দিয়ে মাছ ধরে। গত শুক্রবারে ভোরে ঘুম থেকে উঠেই ক্রিকে হাটতে গিয়েছিলাম। কয়েকটি বোট থেকে সাগরের তাজা মাছ সংগ্রহ করার দৃশ্য দেখে সাথে সাথে মোবাইলে ছবি তুলি।
দুবাই ক্রিকে প্রবাসীরা বড়শী দিয়ে মাছ ধরছে।
মাছ ধরার ইঞ্জিন চালিত বোট। এই বোট দিয়ে আরব সাগর থেকে মাছ ধরা হয়।
মাছা ধরার লোহার খাঁচা। এই জিনিষটি আমাদের দেশে দেখি নাই।
মাছের খাবার শুকনো রুটি
আরব সাগরের তাজা মাছ। এই মাছগুলো মার্কেটে সাফ্লাই করা হবে।
আরেক দিন ফিস মার্কেটের উপর একটি ছবি ব্লগ শেয়ার করবো।
বিষয়: বিবিধ
৩৪১০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফ্রাই করে পাঠিয়ে দিন।
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন