//===এক প্রবাসী আলমগীর ভাইয়ের জীবন সংগ্রামের কাহিনী===//

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ মার্চ, ২০১৪, ০৫:৪৭:২৮ বিকাল



গতকাল রাতে দুবাইতে এক বাংলাদেশী ভাইয়ের সাথে দেখা হয়। ওনি ট্রলি গাড়ী মেরামত করতে একটি দোকানে এসেছিলেন। ওনার নাম আলমগীর। বাড়ী ফেনী জেলায়। দোকানের মেকানিক বাইরে ছিল বলে আলমগীর ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ আলাপ করি। তিনি আমাকে নিজের জীবন সংগ্রামের কথা শুনাতে গিয়ে বারবার চোখের পানি মুছছিলেন। এবার শুনুন তার কাহিনীঃ

মামু, দেশে থাকতে আমি বাবুর্চীর কাজ করতাম। আমার তিন ভাই সৌদী আরবে থাকে। ওরা সবাই বিবাহিত। বাবা মারা যাবার পর ওরা আমাকে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের করে দেবার পর আমি মসজিদের বারান্দায় রাত কাটাতাম। এই কষ্টের কথা হাজারী ভাই জানতে পেরে আমাকে পনের হাজার টাকা খরচ করে একটি ঘর বানিয়ে দিয়েছিলেন। তখন আমি অবিবাহিত ছিলাম। হাজারী ভাই বলেছিলেন তোর যাকে ভাল লাগে আমাকে বলবি আমি তোকে বিয়ে করাব।

একদিন দুর সম্পর্কের এক বাড়ীতে রান্না করতে গিয়ে একটি মেয়েকে দেখে আমার ভাল লেগেছিল। সেই ভাল লাগার কথা হাজারী ভাইকে বললে ওনি বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। নিজের উপার্জনের টাকা দিয়ে ধুমধাম করে বিয়ে করেছিলাম। বিয়েতে ভাইয়েরা না আসলেও বোনেরা এসেছিল। বিয়ের দিন শাশুরবাড়ী যাবার আগে বাবার কবরে গিয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম।

বিয়ের আগে আমি নিজেই ঘরের সব কাজ করতাম। বিয়ের পরে শশুর বাড়ী থেকে মেহমান আসলে তাদেরকেও নিজ হাতে রান্না করে পরিবেশন করেছিলাম। আমার এই কর্ম দেখে বউ বলেছিল, "আমি আপনার পাশেই আছি। ইনশাআল্লাহহ আপনার কোন অভাব থাকবে না। কারো কাছে কোন দিন আপনাকে ছোট হতে হবে না।"

বিয়েতে উপহার পাওয়া সিকো ফাইভ ঘড়ি আমার হাতে দেখে একজন বলেছিল “কিরে আলমগীর তুইতো অশিক্ষিত। তোর হাতে সিকো ফাইভ ঘড়ি কেন? ঘড়ি শিক্ষিত মানুষ ব্যবহার করে।" তার কথায় রাগ করে সেদিন থেকে আর ঘড়ি ব্যবহার করিনি।

বিয়ের পর থেকে আমার আরেক জীবন শুরু হয় । একদিন বউকে না বলে মোশারফ হোসেনের ছেলের বিয়েতে রান্না করতে গিয়ে সাত দিন ঘরের বাইরে ছিলাম। আমার হাতের মজাদার রান্না খেয়ে মোশারফ হোসেন অনেক প্রশংসা করেছিলেন। বাড়ীতে নিয়ে যাবার জন্য আমাকে কিছু খাবারও দিয়েছিলেন।

সাতদিন পর বাড়ীতে এসে এসে দেখি বউ নাই। বউ বাপের বাড়ীতে চলে গেছে। আমিও আর দেরী না করে শশুর বাড়ীতে গিয়ে হাজির হই। বউকে নিজের বাড়ীতে নিয়ে আসি। মোশারফ হোসেনের দেয়া খাবারগুলোর অর্ধেক শাশুরবাড়ীতে বাকী অর্ধেক মাকে দিই।

আমার ভাইয়েরা আমাকে ঘর থেকে বের করে দিলেও মাকে আমি কোনদিন অবহেলা করিনি। মা আমাকে বলতেন, আলমগীর, একদিন তোর ভাত মাইনসে খাবে। আমি মাকে বলতাম, মা আমি ভিক্ষা করে খাব তারপরেও তোমার সন্তানদের সামনে আসব না।

আরো বেশী টাকা উপার্জনের আশায় একদিন দুবাইতে চলে আসি। দুবাইতে যখন যে কাজ পাই তাই করি। সারাদিন বাইরে কাজ করি বলে আগের চাইতে আরো বেশী কালো হয়ে গেছি। আমার উপার্জনের সমস্ত টাকা দুই মেয়ের পেছনে খরচ করেছি। নিজে পড়ালেখা করতে পারিনি বলে মেয়েদেরকে পড়ালেখা শিখিয়েছি। তাদেরকে ভাল ঘরে বিয়েও দিয়েছি। আল্লাহর রহমতে তারা সুখেই আছে।

আলমগীর ভাই আরো অনেক কথায় বলতে চেয়েছিলেন। বাসায় যেতে দেরী হবে বলে আমাকে সালাম দিয়ে বিদায় নিয়েছিলেন। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল।

(আলগমীর ভাই নিজেকে হাজারীর খালাত ভাই বলে পরিচয় দেন। আমাদের দেশে বিভিন্ন দলের সন্ত্রাসীরা কেউ সন্ত্রাসী হয়ে জন্মায়নি। আর কোন বাবা-মা ও চাননা যে তাদের ছেলে সন্ত্রাসী হোক। রাজনৈতিক দলের এক শ্রেনীর দুষ্ট নেতাদের খপ্পরে পড়ে ওরা সন্ত্রাসী হয়। এই সন্ত্রাসীরা এক সময় ধরা পড়লে নেতারা নিজেদেরকে বাঁচাতে মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে রাখে। অনেক সময় হত্যা ও করে ফেলে। এই সন্ত্রাসীরা খারাপ কাজের পাশাপাশি ভাল কাজও করে থাকে। গরীব ও অসহায়দেরকে তারা সাহায্যও করে থাকে)

বিষয়: বিবিধ

১৫৩৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194181
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৭
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
144755
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
194201
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীদের কষ্ট প্রবাসী বুঝে ,,হে অনেক সন্ত্রাসী আছে যারা অনেক ভালো কাজ করে। তবে ভালো কাজ হালাল উপার্জনের না হলে বিফলে যায়।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
144789
সিটিজি৪বিডি লিখেছেন : রাজনৈতিক নেতারা ওদেরকে সন্ত্রাসী হিসেবে তৈরী করে।
194202
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২১
রাইয়ান লিখেছেন : শত উপার্জনে আল্লাহ অবশ্যই বরকত দান করেন। উনার প্রতি শ্রদ্ধা পোষণ করছি। আল্লাহ তার প্রতি রহম করুন।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
144790
সিটিজি৪বিডি লিখেছেন : আবার দেখা হলে এই পোষ্টের কপি ওনাকে দিয়ে দিব।
194209
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
144791
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ ভাইজান।
194239
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান,সিরাজ ভাইয়ের জীবন কাহিনী শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
144803
সিটিজি৪বিডি লিখেছেন : আমি লিখলাম আলমগীর ভাইয়ের কথা..আপনি সিরাজ ভাইকে পাইলেন কোথায়......Good Luck
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
144807
বাংলার দামাল সন্তান লিখেছেন : দুঃখিত ভাইয়া, আলমগীর নামে আমার এক দুর সম্পর্কের ভাই আছেতো তিনি আমার সামনে ছিল তাই একটু আনমনা হয়ে সিরাজ ভাইয়ের জায়গার আলমগীর হয়ে গেল।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
144811
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা..সিরাজ ভাইকে আমার একটা সালাম দিবেন।
194255
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : একজনের জীবনি পড়ে এবং আপনার দেয়া দুবাই দেখে খুব ভালো লেগেছে।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
144817
সিটিজি৪বিডি লিখেছেন : ফ্রিতে দেখিয়েছি....আরো দেখাব...সাথেই থাকুন জনাব।
194258
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : পড়ে প্রাণটা জুড়িয়ে গেল। ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
144820
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
144821
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
194403
১৯ মার্চ ২০১৪ রাত ১২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
194409
১৯ মার্চ ২০১৪ রাত ১২:৩১
আহমদ মুসা লিখেছেন : খুব ভাল লেগেছে। আমাদের সমাজে ভায়ের সাথে ভাইয়ে এ জাতীয় অসদারণ খুব বেশী বেশী নজরে পড়ে।
১৯ মার্চ ২০১৪ সকাল ১০:২২
145053
সিটিজি৪বিডি লিখেছেন : প্রতিটি বাড়ীতে কোন না কোন পরিবারে ভাইয়ে ভাইয়ে লড়াই চলছে।
১০
194712
১৯ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগল
কেমন আছে আবু জারিফা? অনেক দিন ব্লগে আসতে পারিনি তাই খবরা খবর জানা হয়নি। আমার ব্লগে আসবেন ইন.......লাহ। আর জারিফা কেমন আছে? কেমন আছে উম্মু জারিফা? জানাবেন কোন পোস্টে.....।
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:১১
145241
সিটিজি৪বিডি লিখেছেন : আপু, আমি ভাল আছি, জারিফাও ভাল আছে..তার আম্মুও ভাল আছে। আপনাকে ধন্যবাদ।

এই পোষ্টটির খবর আলমগীর ভাইয়ের কানে চলে গেল। প্রযুক্তি কত ফাষ্ট। অন লাইনে কে জানি তার ছবি দেখেছে। একটু আগে আলমগীর ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে। দুর থেকে আমাকে ঐ মামু বলে ডাক দেয়। হাসতে হাসতে বলেন, আমার ছবি নাকি অন লাইনে দিয়েছেন। আলমগীর ভাইকে আজ সন্ধ্যায় আবারও আসতে বলে দ্রুত অফিসের দিকে হাটতে থাকি........সন্ধ্যায়া দেখা হলে বাকীটা পরে জানাব।
১১
194803
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
উম্মু রাইশা লিখেছেন : উনাকে কেন ভাইয়েরা বের করে দেয়? ধারনা করা ঠিকনা,তবে ভাইদেরকথাও যদি শোনা যেত তাহলে বোঝা যেত।
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
145271
সিটিজি৪বিডি লিখেছেন : Manush ta dakei amar shohoj sorol mone hoyeche....
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
145278
উম্মু রাইশা লিখেছেন : বাইরের মানুষ কখনো সত্য বুঝতে পারেনা। আমি অনেক ভাইকে জাননি যারা বাইরের মানুষের সাথে মাটির মানুষ,ঘরে বউকে মারধর করে,যাই হোক আল্লাহই ভাল জানেন
১২
201777
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : এমন হাজারো প্রবাসী ভাইয়ের প্রতি রইলো স্যালুট!
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
151371
সিটিজি৪বিডি লিখেছেন : তাদের জন্য কয়জনের মন কান্দে? দেশের সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে.....টাকা পেলেই প্রবাসীর কথা ভুলে যায়..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File