বাংলাভিশনে শফিক রেহমানের "লাল গোলাপ"
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ মার্চ, ২০১৪, ০৬:১১:২৩ সন্ধ্যা
কয়েকদিন আগে বাংলাভিশনে শফিক রেহমানের "লাল গোলাপ" অনুষ্টানটি দেখেছিলাম। এতে অংশ গ্রহন করেছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপির এক বৃদ্ধ নেতা। এই নেতা প্রতিমাসে এক সপ্তাহ যুক্তরাজ্যে অবস্থান করেন। প্রতি মাসে যাতায়াত করেন বলে আগামী দিনে গ্রিনেসবুকে তার নাম আসতে পারে। (শফিক রেহমানের ভাষায়) মজার বিষয় হচ্ছে ঐদিন ওনি বিদেশ থেকে এসে সরাসরি "লাল গোলাপ" অনুষ্টানে যোগ দিয়েছিলেন। এই পর্বে গত বছরের গ্রিনেচবুকে নাম উঠেছে এমন কিছু চিত্র দেখিয়েছেন। দেখে খুব ভাল লেগেছিল।
টকশোর এক পর্যায়ে আমন্ত্রিত অতিথি বিলেত থেকে আসার সময় একটি খালি বিয়ারের বোতল নিয়ে এসে শফিক রেহমানকে দেখিয়েছিলেন এবং এই বিয়ারের বর্ণনা দিয়েছিলেন। লাল গোলাপ অনুষ্টানের সাথে বিয়ারের কি সম্পর্ক আছে জানিনা।
সিনিয়র সাংবাদিক শফিক রেহমান "লাল গোলাপের" আরেকটি পর্বে বলেছিলেন প্রতিদিন রাতে নাকি বাংলাদেশের বউরা তাদের স্বামীর হাতে ধর্ষিত হয়। এই কথাম শুনে খারাপ লেগেছিল। এই শরিক রেহমান বাংলাদেশে ভালবাসা দিবসের আমদানী কারক। বৃদ্ধ বয়সে এখন পৃথিবীর বিভিন্ন চলচিত্র নিয়ে গভেষনা করে যাচ্ছেন। এত গুনের অধিকারী এই ব্যক্তি এখন বিএনপির পরামর্শদাতা।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
ব্যক্তিগতভাবে আমি আজকের বিএনপি র - সুবিধাবাদী চরিত্র ও তাদের দেওলিয়াপনা - জনসন্মুখে উন্মুক্ত হোক তা চাই।
আওয়ামীলীগের মত একটা জনবিরোধী, কুচক্রি, মিথ্যাবাদী, মিরজাফরীয় দলের বিকল্প সুবিধাবাধী, নীতি ও নৈতিকতাহীন বিএনপি নয়। বিএনপি থাকা মানে আওয়ামীলীগের বিকল্প জনমতকে একটি বাফার সৃষ্টির মাধ্যমে দুভাগে ভাগ করা এবং জনগনের ক্ষোভ ও প্রত্যাশাকে বহুভাগে ভাগ করে নালা নর্দমায় ভাসিয়ে দেওয়া।
তাই আমি মনে করি - আওয়ামীলীগের এখনকার মাস্তানী ও দেশদ্রোহীতার পাশাপাশি বিএনপির সুবিধাবাদীতা ও অক্ষমতা জনসন্মুখে ফুটিয়ে তোলা সচেতন মানুষের একান্তই প্রয়োজন। তাতে আখেরে জনগনের উপকার হবে।
তবে এটাও সত্য, বাংলাদেশকে চাকর বাকর হিসাবে যারা বাঁচিয়ে রাখতে চান - তাদের সামনে আওয়ামীলীগের বিকল্প হিসাবে বিএনপিকে বাঁচিয়ে না রেখে উপায় নেই।
মন্তব্য করতে লগইন করুন