=== Rose Rose Roseসংসার সুখের হয় স্বামীর গুনে Rose Rose Rose====

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ মার্চ, ২০১৪, ০৬:২৫:০৭ সন্ধ্যা



কয়েকদিন আগে ব্লগার আফরোজা আপুর একটি পোষ্ট পড়ে অনেক ভাল লেগেছিল। ওনি সংসারে পুরুষদের কিছু গুনের কথা সুন্দর লিখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আফরোজা আপুকে অনেক অনেক ধন্যবাদ।

আমরা এতদিন ধরে শুনে আসছিলাম যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে কথাটি ১০০ ভাগ সঠিক নয়। স্বামীরও কিছু কিছু গুন আছে। যে গুনের কারনে সংসার সুখের হয়। এবার আসুন একজন স্বামী কি কি কাজ করলে সংসার সুখের হবে জেনে নিই।

১. প্রতিদিন সকালে স্ত্রী আপনার জন্য চা বানিয়ে থাকেন। মাঝে মধ্যে আপনিও স্ত্রীকে চা বানিয়ে একত্রে বসে খেতে পারেন। আপনার এই কর্মটি দেখে স্ত্রীর মুখে হাসি ফুটবে। এই হাসিমাখা মুখটি দেখে আপনার বেসম্ভব ভাল লাগবে।

২. বাইরে থেকে বাসায় এসে স্ত্রীকে সাংসারিক কাজে একটু হেলফ করতে পারেন। এতে আপনার স্ত্রী খুশী হয়ে কাজগুলো আরো সুন্দর করে শেষ করবে।

৩. ফ্রি সময়ে স্ত্রীকে নিয়ে বাইরে বেড়িয়ে আসতে পারেন। দুজন একসঙ্গে কিছু সময় কাটান।

৪. বাসার বাইরে গেলে স্ত্রীকে মাঝে মাঝে মোবাইলে মাসেজ দিন। এতে তার মুড ভাল থাকবে। আপনার জন্য দুশ্চিন্তা করবে না।

৫. গিফট পেলে স্ত্রীরা খুব খুশী হয়। আপনার কাছ থেকে একটি গিফট পেলে সেই খবরটি দ্রুত সবাইকে শেয়ার করে দিবে। তাই আর দেরি নয়...আজই আপনার স্ত্রীকে গিফট দিন।

৬. স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করতে হবে। স্ত্রীর কোন ভুল-ক্রটির জন্য বকা না দিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন।

সংসার সুখের হয় স্ত্রীর গুনে-----

সংসার সুখের হয় স্বামীরও গুনে-----

স্বামীদের আরো অনেক গুন থাকতে পারে। আপনারাও শেয়ার করতে পারেন।

বিষয়: বিবিধ

১৭৮৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193049
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বিয়ের পর কাজে লাগানো যাবে। এহুনু কপালে বউ জুটে নাই ভাই Sad Sad Crying Crying
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
143777
সিটিজি৪বিডি লিখেছেন : বিয়ে না করলে কপালে বউ জুটবে না হাহাহা...........
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৪৮
143905
আবু জারীর লিখেছেন : বউ জোটে নাই না স্বামী? আপনার নিক দেখেত ঠিক পাচ্ছি না। Crying Rolling on the Floor
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
144136
সিটিজি৪বিডি লিখেছেন : অমি বুঝতে পারছি না...হাহাহা
193050
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনারা বলেন আমরা জেনে রাখব আগামীতে কাজে আসবে Tongue
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
143778
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাদের জন্যই এই আয়োজন। বাচতে হলে জানতে হবে...
193051
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
রাইয়ান লিখেছেন : এই সাজেশনগুলো সত্যি ই কার্যকরী। ভাইয়ারা এপ্লাই করে দেখতে পারেন ! Applause Applause Applause Applause Tongue
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
143779
সিটিজি৪বিডি লিখেছেন : যারা এই টিপসগুলো মেনে চলবে তারা সংসারে সফল হবেই হবে.................
193059
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : কার্যকরী টিপস। অনেক ধন্যবাদ।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
143780
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
193073
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : শুনছি আপনি নাকি ঘটকালি করেন এবং সুন্দর সুন্দর মাইয়াদের খোঁজখবর রাখেন তা সেখান থেকে কি একটা দেয়া যায় না আমাকে?

বউ ছাড়া দুনিয়া আন্ধার ভাইরে বউ ছাড়া দুনিয়া আন্ধার
কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার Sad Sad Sad
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
143791
সিটিজি৪বিডি লিখেছেন : বউ ছাড়া আর কোন সুন্দরী মাইয়ার সাথে আমার সম্পর্ক নাই। কেউ সম্পর্ক করতে চাইলেও সোজা জারিফা আম্মুকে বলে দিব।
193079
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১২
নীল জোছনা লিখেছেন : মাশাল্লাহ সুন্দর টিপস। বিয়ের পর পাই টু পাই কাজে লাগাবো ইনশাল্লাহ। Love Struck Love Struck Love Struck Love Struck
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
143792
সিটিজি৪বিডি লিখেছেন : বিয়েতে কি দাওয়াত পাব?
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২২
143797
নীল জোছনা লিখেছেন : দাওয়াত পাবেন তয় পেলেন ভাড়া কিন্তু দিবার পারুম না। Winking
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
144137
সিটিজি৪বিডি লিখেছেন : আপনি কত দুরে থাকেন আগে সেটা ক্লিয়ার করেন। তারপর চেষ্টা করব যেতে পারব কি না.......
193100
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন : সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনের গুনে।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
143817
সিটিজি৪বিডি লিখেছেন : ছোট বেলায় একটা গান শুনেছিলাম..সংসার সুখের হয় রমণীর গুনে সেই কথা সত্যি হয়েছিল আমার মায়ের জীবনে..................আসলে এক হাতে যেমন তালি বাজেনা ঠিক তেমনি সংসারে সুখী হতে হলে দুজনকেই দায়িত্ব পালন করে যেতে হবে।
193170
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
অনুরাগ লিখেছেন : সংসার সুখের হয় রমণীর গুনে কোথাও একথাটি লেখা আছে কিনা জানি না ।আমি যত জায়গায়ই পড়েছি লেখাটি এরকম "সংসার সুখের হয় রমণীর গুনে, গুনবান পতি যদি থাকে তার সনে " ।
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৪
144139
সিটিজি৪বিডি লিখেছেন : "সংসার সুখের হয় রমণীর গুনে,
গুনবান পতি যদি থাকে তার সনে "


এই কথাটি আমি ভুলেই গিয়েছিলাম।
193207
১৬ মার্চ ২০১৪ রাত ১০:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার লেখাটি নোট করে রাখতে হবে, যদি কখনো কপালে বিয়ে আসে কাজে লাগবে।
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৪
144140
সিটিজি৪বিডি লিখেছেন : আপনার কপাল ভাল..মনের মত বউ কপালে জুটবেই।
১০
193233
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৫৪
আবু জারীর লিখেছেন : আগে নিজের বুদ্ধিতে কাজ করতাম এখনও করি তবে এখন একটু ন্যাকা সাজি। কাহিনিটা এমন ভাবে সাজাই যেন বউ মনে করে তার বুদ্ধি ছাড়া আমি একটা বুদ্ধির ঢেকি। পরে দেখি কাজ হয়েছে। সফল হলে তার খুশি আর কে দেখে। সফল না হলে ফোঁড়ন কাটে মজা করি। ফলে হার জিত যাই হোকনা কেন আমি থাকি সেভ সাইডে।
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৫
144141
সিটিজি৪বিডি লিখেছেন : আমাকেও তাই করতে হবে..........বড় ভাইদের কাছ থেকে অনেক কিছুই শিখছি।
১১
193259
১৬ মার্চ ২০১৪ রাত ১১:৪৪
মাটিরলাঠি লিখেছেন : সংসার সুখের হয় ম্যানেজমেন্টের গুনে।

যত সং সাজবেন ততই সুখের সংসার?!
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৫
144143
সিটিজি৪বিডি লিখেছেন : ম্যানেজমেন্ট ঠিক না থাকলে কোথাও শান্তি নাই।
১২
193364
১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৭
আবদুল আলিম লিখেছেন : জারির ভাই আমিও আছি এই পথে।
১৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৬
144144
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File