۞۞ "বিয়ের গল্প" প্রতিযোগিতার পুরস্কারের ১০০০ টাকার ভাগ-বাটোয়ারা চলছে..۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ মার্চ, ২০১৪, ০৫:৫০:১৬ বিকাল



"বিয়ের গল্প" প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সেরা দশে স্থান পেয়েছি। পুরস্কার হিসেবে ১০০০.০০ বাংলাদেশী টাকা দেয়া হবে। ভাবছি এত টাকা দিয়ে করব। আমি সিন্ধান্ত নিয়েছি যে...

১. মডু ভাইয়েরা এই আয়োজন নিয়ে অনেক কষ্ট করেছেন তাই তাদেরকে ২০০.০০ টাকা গিফট করবো। (পুরস্কারের টাকা থেকে ২০০.০০ টাকা কেটে নিলেই চলবে)

বাকী পুরস্কার প্রাপ্ত ভাই ও বোনেরা আমার মত ২০০ টাকা দিলে মডুভাই কক্সবাজার গিয়ে হ্যানিম্যুন করে আসতে পারবেন।

১০.০০ *২০=২০০.০০ টাকা



২. যাকে নিয়ে বিয়ের গল্প লিখেছিলাম তিনি আর কেউ নন, আমার কন্যা+পুত্রের মাতা। ব্লগে লিখালিখি করে বলে অনেক বকা খেয়েছি। আশাকরি পুরস্কারের টাকাটা পেলেই কিছুদিন চুপচাপ থাকবে। পুরস্কারের টাকা থেকে জারিফা আফরাজের মাতার জন্য ৫০০.০০ টাকা। (এই মাসে খরচের টাকা থেকে ৫০০.০০ টাকা কম পাঠানো যায় কিনা ভেবে দেখব)

৫০০.০০*১=৫০০.০০ টাকা



৩. আমার কলিজার টুকরা জারিফাকে ১০০.০০ টাকা দিব। এই টাকা দিয়ে অন্তত দশদিন চকলেট খেতে পারবে।

১.০০*১০০=১০০.০০ টাকা



৪. দুবাইতে আমার প্রিয় ব্লগার, কবি ও কলামিষ্ট শাহীন ভাই আছেন। ওনাকে নিয়ে ১০০.০০ টাকা খরচ করব। আশাকরি এবার দুবাইতে এসে আমার সাথে অবশ্যই দেখা করবেন।

৫.০০*২০=১০০.০০ টাকা।



৫. ১০০০.০০ টাকার মধ্য ৯০০.০০ টাকা শেষ বাকী থাকল ১০০.০০ টাকা। এই ১০০.০০ কি করা করা যায় আপনারাই বলুন?







বিষয়: বিবিধ

২৪৬৩ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185571
০২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৫
নীল জোছনা লিখেছেন : আপনি কি বুয়েটের কমার্স থেকে পাশ করেছেন? Big Grin Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০১
137453
সিটিজি৪বিডি লিখেছেন : বুয়েট থেকে কমার্স হাহাহা................ব্যাপক মজা পাইলাম। বাকী ১০০ টাকা দিয়ে করা যায়?
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
137459
নীল জোছনা লিখেছেন : না হিসাবটা সুন্দর করে কষছেন তো তাই ভাবলাম হয়তো সেখান থেকেই পাশ করেছেন না হলে এত সুষম বন্টন কি করে সম্ভব? Big Grin
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
137460
নীল জোছনা লিখেছেন : না হিসাবটা সুন্দর করে কষছেন তো তাই ভাবলাম হয়তো সেখান থেকেই পাশ করেছেন না হলে এত সুষম বন্টন কি করে সম্ভব? Big Grin
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
137461
নীল জোছনা লিখেছেন : না হিসাবটা সুন্দর করে কষছেন তো তাই ভাবলাম হয়তো সেখান থেকেই পাশ করেছেন না হলে এত সুষম বন্টন কি করে সম্ভব? Big Grin
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
137473
সিটিজি৪বিডি লিখেছেন : ভাই আমি হিসাবরক্ষক.........তাই হিসাব মিলাতে কষ্ট হয়নি। বাকীদের পুরস্কারের টাকাটাও কিভাবে বন্টন করবে আমার সাহায্য নিতে পারবে..ফিস বাবদ মাত্র ৫০.০০ টাকা দিলেই চলবে।
185573
০২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা যারা আপনার জন্য দোয়া করলাম তাদের কি হবে?
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০২
137455
সিটিজি৪বিডি লিখেছেন : ভাইজান..আপনাদের জন্য পয়সা রেখে দিয়েছি..আরো বেশী বেশী করে দুআ করুন।
185594
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
পলাশ৭৫ লিখেছেন : Clown Clown Clown Love Struck Love Struck
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
137487
সিটিজি৪বিডি লিখেছেন : Love Struck Love Struck Love Struck
185601
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
মিডিয়া ওয়াচ লিখেছেন : দারুনস, দারুনস Applause Applause
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
137488
সিটিজি৪বিডি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
185606
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
সায়েম খান লিখেছেন : আমাকে দুটো পাঁচ পয়সা আর দুটো দশ পয়সার কয়েন পাঠালেই চলবে।
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
137484
নীল জোছনা লিখেছেন : হাহাহাহা যা চাইলেন তা উনার যোগার করতে হাজার টাকা দিয়েও হবে না।
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
137491
সিটিজি৪বিডি লিখেছেন : আমার কাছে বাস্ততে না থাকলে ও এই পয়সাগুলোর ছবি আছে.........এই পয়সা দিয়ে আগের জামানায় কত কিছু খেয়েছিলাম। সেই কথা বলতে গেলে চোখের পানি আসবে তাই বলব না।
185626
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছোট্র ভাইয়ের জন্য আপনি ১০০ টাকা রেখেছেন সেই জন্য আনতরিক মোবারকবাদ। ভাইয়া আমি এসব ইনশা আল্লাহ।
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
137497
সিটিজি৪বিডি লিখেছেন : না আসলে আপনার বিরুদ্ধে টুডে থানায় মামলা করা হবে..
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
137499
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক আছে ভাইয়া
185641
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
ফাতিমা মারিয়াম লিখেছেন : পুরোটা ভাবীকে দিয়ে দেন। তাহলে আর এত কষ্ট করে ভাগ করতে হবে না Bee Bee Bee
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
137519
সিটিজি৪বিডি লিখেছেন : না না না....৫০০ টাকার বেশী দেয়া যাবে না..
185642
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
বিন হারুন লিখেছেন : হুম আমার ভাগ যেন ঠিক থাকে Oh go On
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
137520
সিটিজি৪বিডি লিখেছেন : দুবাই প্রবাসী শাহীন ও সানবাংলা ভাইয়ের জন্য ৫০ টাকা বরাদ্দ রেখেছি। বাকী আছে মাত্র ৫০ টাকা..আপনাকেও এক টাকার বেশী দেয়া যাবে না। Rolling on the Floor Rolling on the Floor
০২ মার্চ ২০১৪ রাত ০৮:১০
137549
বিন হারুন লিখেছেন :

মুই জাতীয় সন্ত্রাস, একটাকার জন্য চাঁদাবাজি করি না. এই নেন গাড়ি ভাড়া নিরাপদে ঘরে চলে যেতে পারেন Happy
০২ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
137550
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহাহাহা...নিরাপদ সড়ক চাই..চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।
185650
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
বাকপ্রবাস লিখেছেন : ২০ টাকা খরচ করে ষরিষার তেল কিনেন বাকি টাকা আমার কাছে পাঠিয়ে দিন, আপনি নাকে তেল দিয়ে ঘুমান , যা করার আমাকে করতে দেন, কষ্ট করে গল্প লিখছেন আর কষ্ট দিতে চাইনা
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
137528
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
137531
সিটিজি৪বিডি লিখেছেন : কাতারে কি ১০০ ভাগ খাঁটি ষরিষার তেল পাওয়া যায়?
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
137533
সিটিজি৪বিডি লিখেছেন : মনডা খারাপ হয়ে গেল...আপনার ভাবী ৫০০ টাকা পেলে খূশী হয়ে হয়ত উমামার মায়ের কাছে চলে যেতে পারে। আপনাকে বেশী কষ্ট দেয়া যাবে না রে ভাই.........
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০২
137539
বাকপ্রবাস লিখেছেন : তাইলেতো আরো ভাল, টাকাটা ওখানেই দিতে বলেন,আমি আগামী মাশে দেশে টাকা কম পাঠাবো, আপনারটা দিয়ে ব্যালেন্ট হবে, চকলেট খাওয়ান এবার, আপনার ব্যান্ক ট্রান্সফার ফিটা বেচে গেল
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০৮
137547
সিটিজি৪বিডি লিখেছেন : আমি ভাবতেছি পুরস্কারের ৫০০ টাকা দিয়ে কিছু টাকা কম পাঠিয়ে দুবাই শহরে একটু ঘুরে বেড়াবো..আপনার জ্বালায় দেখি আর বাঁচতে পারলাম না......ঠিক আছে আপনি ১০০০ টাকা পাঠিয়ে দেন...পুরস্কার পেলেই আপনাকে দিয়ে দিব। কি বলেন?
০২ মার্চ ২০১৪ রাত ০৮:২৬
137556
বাকপ্রবাস লিখেছেন : এতক্ষণ যা হিসবা করলাম যে লাউ সেই কধু মডুর কাছে গেলাম আপনার পুরুষ্কার দেবার ঠিকানা আপনি ভুল করে ইউএই লিখছেন সেটা এমেন্ডম্যান্ট করে কাতার করা হবে, আর সব ঠিক আছে
০২ মার্চ ২০১৪ রাত ০৮:৫৪
137565
সিটিজি৪বিডি লিখেছেন : পুরস্কারের টাকা কি হ্যাক হয়ে যাবে? এখন আমি কি করি...প্রিয় মডু ভাই.. পাসপোট+আইডি ছাড়া কা্উকে পুরস্কারের টাকা দিবেন না........
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৭
137901
আবু তাহের মিয়াজী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor <:-P <:-P <:-P <:-P <:-P <:-P Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>-
১০
185695
০২ মার্চ ২০১৪ রাত ০৮:৫৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এত্তসব হিসাব-টিসাব বুঝিনা, জারিফার একশ টাকাতে আমি ভাগ বসাবো। ৫০% আমার হবে। Chatterbox নয়লে লোডশেডিংএর সময টের পাবে মজা Big Grin Big Grin
০২ মার্চ ২০১৪ রাত ০৯:০১
137567
সিটিজি৪বিডি লিখেছেন : কি যে করি....আরেক আইছে জারিফার টাকায় ভাগ বসাতে..........পুরস্কারের টাকাটা আপাতত মডু ভাইয়ের ব্যাংকে থাক...টাকায় টাকা বাড়বে....
০২ মার্চ ২০১৪ রাত ১০:০৮
137592
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Frustrated Crying Frustrated
১১
185710
০২ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ধুর মিয়া আপনি আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে এক টাকা দিল্যেন- তাই মাইনাস-
০৩ মার্চ ২০১৪ সকাল ১০:২৮
137799
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা.....সবাইকে এক টাকা করে দিয়েছি।
১২
185714
০২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
সালাহ খান লিখেছেন : বন্ধু ! আমার ভাগে বুঝি ২ টাকাও উঠল না , তবুও আল্লাহ তোমাকে ভাল রাখুন এই কামনাই রইল
০৩ মার্চ ২০১৪ সকাল ১০:২৯
137800
সিটিজি৪বিডি লিখেছেন : হুম বুঝেছি..এইটা নূর নবী ও লোকমান ভাইয়ের কাজ..দুজনেই খেয়ে ফেলেছে।
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৭
138371
সালাহ খান লিখেছেন : শেষ পর্যন্ত আমি মখা খালি হাতেই ঘর ফিরতে হবে - যাহোক , টাকা না হয় নাইবা পেলাম , ভাবীর হাতের মজাদার সব খাবার থেকে অন্তত বঞ্ছিত কইরেননাগো জান....
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৮
138380
সিটিজি৪বিডি লিখেছেন : আপনার ভাবীর জন্য বরাদ্দ ৫০০ টাকা দিয়ে অনেক মজাদা রান্না হবে.....সবাইকে দাওয়াত।
১৩
185733
০২ মার্চ ২০১৪ রাত ১০:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একহাজার টাকাই আমাকে দিয়েদেন।
জীবন ভর আপনার কাছে ঋনি থাকব।
০৩ মার্চ ২০১৪ সকাল ১০:৩১
137801
সিটিজি৪বিডি লিখেছেন : হইছে আপনাকে আর ঋনি হয়ে থাকতে হবে। না। আমি প্রথমে মনে করেছিলাম নগদ দিবে..পরে দেখলাম যে নগন না গিফট পাঠাবে..............তাই মডু ভাইয়ের কাছে আবেদন থাকবে.........চকলেট পাঠালেই চলবে...জারিফা একটার পর একটা খেয়ে সবার জন্য দোয়া করবে।
১৪
185846
০৩ মার্চ ২০১৪ রাত ০৩:০৪
বেকার সব লিখেছেন : আজকে অনেক দিন পরে মন খুলে হাসলাম। আপনার পুরস্কারের টাকা নিজের কাছে রেখে দেন সূতি হিসেবে
০৩ মার্চ ২০১৪ সকাল ১০:৩১
137802
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা.................তাই করতে হবে।
১৫
185994
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:১০
সজল আহমেদ লিখেছেন : আমার ভাগটা কই ভাই?
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
137824
সিটিজি৪বিডি লিখেছেন : ..চকলেট পাঠানোর জন্য মডু ভাইদেরকে বলব..তখন সবাই খেতে পারবে কেউ বাদ যাবে না..........এবার বুঝেছেন?
১৬
186131
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমার ভাগটা গেল কোথায়?
এই নিন আপনাকে দিলাম সবাইকে নিয়ে খাবেন।


০৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৯
137910
সিটিজি৪বিডি লিখেছেন : যাক আমার টাকাটা বেঁচে গেল.পাঁচটা করে খেলেও সবাই কয়েক বছর খেতে পারবে.....থ্যান্কু জারিফার আংকেল।
০৪ মার্চ ২০১৪ রাত ১২:৪৫
138063
আবু তাহের মিয়াজী লিখেছেন : এমন দেয়া দিয়েছি.........পাঁচটা করে খেলেও সবাই কয়েক বছর খেতে পারবে....Crying Crying Crying Crying Crying Crying
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
138381
সিটিজি৪বিডি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭
186289
০৩ মার্চ ২০১৪ রাত ১০:৫১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জামাল ভাইয়ের পক্ষ হতে সবাইকে চাটগাঁয়ের রাজা চিংড়ী শুঁটকির দাওয়াত।

দেখতে বড় লাল লাল,
টমেটো দিয়ে ঝাল ঝাল।
না ঝরিয়ে জিভের পানি,
করে ফেলুন আমদানি।
এক নম্বরটা পাওয়া যায়,
বন্দরনগরী চাটগাঁয়।



০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
138227
সিটিজি৪বিডি লিখেছেন : সবাই হাত ধুয়ে বসে পড়ুন....একটু পরে পোলাওয়ের সাথে সুটকি পরিবেশন করা হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File