۞۞ সাতটি অক্ষরের সমন্বয়ে গঠিত “বিসমিল্লাহ” উচ্চারণ করলে ৭০ টি নেকী আমলনামায় লেখা হবে ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ মার্চ, ২০১৪, ১১:২৭:০৬ সকাল
===========বিসমিল্লাহ==========
আরবী অক্ষরে বিসমিল্লাহ লিখতে সাতটি অক্ষরের প্রয়োজন হয় এবং এ বাক্যটি পবিত্র কোরআনের আয়াত। হাদীসে বলা হয়েছে, পবিত্র কোরআনের একটি অক্ষর উচ্চারণ করলে একটির বিনিময়ে দশটি নেকী দেয়া হবে। সুতারাং আল্লাহ তায়ালাকে সন্তুষ্ঠ করার নিয়তে দৃঢ় বিশ্বাসের সাতটি অক্ষরের সমন্বয়ে গঠিত “বিসমিল্লাহ” উচ্চারণ করলে ৭০ টি নেকী আমলনামায় লেখা হবে। এভাবে প্রত্যেকটি কাজের বিনিময়ে নারী-পুরূষ সকলেই যদি “বিসমিল্লাহ” উচ্চারণ করে, তাহলে অনুমান করা যেতে পারে প্রত্যেক দিন তার আমলনামায় কি পরিমাণ নেকী জমা হবে।
========নারীদের বিসমিল্লাহ পাঠ=========
মুসলিম নারীগণ নিজের পরিমন্ডলে সংসারের গন্ডীতে যে সকল কাজ করে থাকেন, সেসব কাজের মাধ্যমে তারা প্রত্যেক দিন অসংখ্য ও অগণিত নেকী করে নিজের আমলনামা পরিপূর্ণ করে পারেন। প্রয়োজন শুধু মহান আল্লাহর সন্তুষ্ঠি অর্জনের নিয়ত করা। সংসারের প্রত্যেকটি কাজের শুরুতে যদি তারা “বিসমিল্লাহ” উচ্চারণ করেন, তাহলে এর মাধ্যমে অগণিত নেকী আমলনামায় জমা হবে। যেমনঃ
ঘর পরিস্কার করা,
থালা-বাসন ধোয়া,
কাপড় ধোয়া,
তরকারী রান্না করা,
সন্তানদের শিক্ষা দেয়া,
শিশু সন্তানদের পড়ার বই সাজিয়ে রাখা,
তাদেরকে স্কুলে আনা-নেয়া,
সন্তানদের পরিচর্যা করা,
তাদেরকে খেতে দেয়া,
তাদের সাথে খেলা,
বিছানা ঝেড়ে ঠিক করা ইত্যাদি কাজের শুরুতে যদি “বিসমিল্লাহ” উচ্চারণ করা হয়, তাহলে এ সকল কাজের বিনিময়ে আমলনামা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়।
উৎসঃ
(জান্নাত লাভের সহজ আমল-১৯৪)
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলমানদের এই উত্তম আদর্শকে কিছু কিছু লোক হীন স্বার্থে ব্যবহার করে মানুষকে ধোকা দেয়ার চেষ্টা করে। মহান আল্লাহ যেন সমস্ত ধোকাবাজদের খপ্পর থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করেন।
বিসমিল্লাহর বরকতে
নৌকা গেছে সংসদে।
মন্তব্য করতে লগইন করুন