==//পাপাচার থেকে মুক্তি লাভের মাধ্যম//==
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫৯:২৩ সন্ধ্যা
পাপাচার থেকে মুক্তি লাভের মাধ্যমঃ
১. পাপাচারকে বিপজ্জনক মনে করা ও ক্ষুদ্র হলেও যে কোন পাপ পরিত্যাগে সচেষ্ট হওয়া।
২. পাপ ছোট হলেও তা তুচ্ছ জ্ঞান করতে নেই। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন- “ ক্ষুদ্রাতিক্ষুদ্র গুনাহ থেকে ও সাবধান হও। ক্ষুদ্র গুনাহে লিপ্ত হওয়ার দৃষ্টান্ত সেই পর্যটক দলের মত যারা একটি উপত্যাকায় অবতরণ করল। তাদের একজন একটি কাষ্টখন্ড নিয়ে এল। অপরজন আরেকটি। আর এভাবেই তাদের রুটি ছেঁকা সম্পন্ন হল। এবং ছোট গুনাহের কারনে যদি কাউকে পাকড়াও করা হয় তবে তা তার ধ্বংসের কারনে হবে।”
৩. পাপ করে প্রকাশ না করাঃ কোন ব্যক্তি যদি পাপ কার্য করে বসে তার উচিত হবে গোপন করে রাখা। কেননা আল্লাহ তা গোপন করেছেন।
৪. অনতিবিলম্বে খাঁটি তওবা করাঃ পাপ সংঘঠিত হলে উচিত হল অনতিবিলম্বে তওবা করা। কারণ হায়াত আল্লাহর হাতে। যে কোন মুহুত্বে মৃত্যুর কঠিন থাবা তার জীবনাবসান ঘটাতে পারে।
৫. যতবার পাপ ততবার তওবা করা ।
৬. যে সকল বিষয় পাপের দিকে নিয়ে যায় তা বর্জন করা।
৭. সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করা।
পাপের পর সৎ-কর্ম করা যাতে সৎ-কর্ম পাপকে মিটিয়ে দেয়।
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন