۞۞ "যেমন কর্ম তেমন ফল" ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:১১:০০ বিকাল



۞۞ "যেমন কর্ম তেমন ফল" ۞۞

কর্ম বা কাজ দু'প্রকারঃ যেমন- ভাল কর্ম ও খারাপ কর্ম। ফল ও দু'প্রকারের হয়ে থাকে। যেমন- ভাল ফল ও খারাপ ফল। কর্মের কারনে আমাদেরকে দুনিয়া ও আখেরাতে ভাল অথবা খারাপ ফল ভোগ করতে হবে। কেউ দুনিয়াতে ভাল কাজ করলে সবাই তাকে শ্রদ্ধা করে, স্নেহ করে, ভালবাসে, তার জন্য দু'আ করে, পুরস্কিত হয়। সে দুনিয়াতে সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়। আখিরাতে ও এই ভাল কাজের বিনিময়ে সে জান্নাত লাভ করবে যদি সে মু'মিন হয়ে থাকে।

আল্লাহ তা'য়ালা বলেন, "আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করবো জান্নাতে। যার পাদদেশে নদীসমুহ প্রবাহিত। সেখানে তারা স্থায়ী হবে, কত উত্তম প্রতিদান সৎকর্মশীলদের। (সুরা-আনকাবুত-৫৮)

নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গেই আছেন, তারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ। (সুরা-নাহল-১২৮)

আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনে বিভিন্ন আয়াতে সৎকর্ম সম্পাদনকারীদের জন্য সু'সংবাদ দিয়েছেন। আবার অসৎকর্ম সম্পাদনকারীদের ব্যপারের হুশিয়ারী উচ্চারণ করেছেন।

আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে। তাদের কাজ হচ্ছে আমাদের ভাল ও মন্দ কাজগুলো লিখে রাখা। একটি কিতাবে তারা আমাদের ভাল ও মন্দ কাজগুলো লিখে রাখছে। কিয়ামতের দিন সেই কিতাব আমাদের সামনে উম্মুক্ত করে দেয়া হবে। আমরা আমাদের কৃতকর্ম গুলোর ফলাফল দেখবে পাব। যেমন আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন-

"প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গলায় লাগিয়ে দিয়েছি। এবং কিয়ামতের দিন আমি তার জন্য বের করবো এক কিতাব। যা সে পাবে উম্মুক্ত।" (সুরা-বনী ইসরাইল-১৩)

তাই আসুন! আমরা ভাল কাজ করি, মন্দ কাজগুলো এড়িয়ে চলি। মন্দ কাজের বিনিময়ে আমরা নিন্দিত হতে চাই না। দুনিয়া ও আখিরাত হারাতে চাই না। ভাল কাজ করে একটি সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট গড়ে তুলবো ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১৪৬৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181241
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৬
সজল আহমেদ লিখেছেন : ইয়া মাআবুদ আমাদের আপনি ভাল কাজ করার মন মানষিকতা দান করুন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
134017
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
134107
মাটিরলাঠি লিখেছেন : আমীন।
181287
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুন ,,আমীন
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
134035
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
181291
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
প্যারিস থেকে আমি লিখেছেন : চরম সত্য কথা।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
134036
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
181304
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
তহুরা লিখেছেন :
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
134037
সিটিজি৪বিডি লিখেছেন : বেঈমানদের কোথাও জায়গা নাই।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
134607
মিশেল ওবামা বলছি লিখেছেন : কলা দিয়ে সুইসাইডRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
134661
সিটিজি৪বিডি লিখেছেন : ভাগের টাকা একটু কম পেলেই পাগলামী করে।
181364
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
ফেরারী মন লিখেছেন : আমরা ভাল কাজ করি, মন্দ কাজগুলো এড়িয়ে চলি। মন্দ কাজের বিনিময়ে আমরা নিন্দিত হতে চাই না। দুনিয়া ও আখিরাত হারাতে চাই না। ভাল কাজ করে একটি সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট গড়ে তুলবো ইনশাআল্লাহ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
134061
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ।
181412
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । Good Luck Good Luck
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
134108
সিটিজি৪বিডি লিখেছেন : আপনার আাগমনে আমি ধন্য হয়েছি......
181415
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১০
বিন হারুন লিখেছেন : মহান রব আমাদের সেই তাওফিক দিন ---আমীন
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
134110
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
181827
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৭
আব্দুল গাফফার লিখেছেন : আমীন
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০০
134474
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
181968
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : আমীন।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
134492
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
১০
182117
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৩
মিশেল ওবামা বলছি লিখেছেন : আল্লাহপাক আমাদের যেন সৎ কাজ করার আর সঠিক পথে চলার তাওফিক দেন, আমীন
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৮
134660
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন
১১
182206
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৯
আলোর আভা লিখেছেন : তাই আসুন! আমরা ভাল কাজ করি, মন্দ কাজগুলো এড়িয়ে চলি। মন্দ কাজের বিনিময়ে আমরা নিন্দিত হতে চাই না। দুনিয়া ও আখিরাত হারাতে চাই না। ভাল কাজ করে একটি সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট গড়ে তুলবো ইনশাআল্লাহ।
সুন্দর আহ্বানের জন্য ধন্যবাদ ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৯
134873
সিটিজি৪বিডি লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
১২
182574
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমীন
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০২
135031
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File