۞۞ নাতিন আমার ৯৯ টা রূপে গুনে গুনাম্বিত ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৭:১০ বিকাল
কারো কি ফটোকপির মেশিন লাগবে ?
কথাও ফটোকপি হয়ে যায় ।
চলা ফেরা এমন কি হাসি কান্না সব ফটোকপি হয়ে যায়।
আর সেই মেশিনটা হলো আমার আদরের প্রানপ্রিয় বান্ধবী নাতনি।
উনার বর্তমান কাজ হল কে কি করে
আর কিভাবে করে সাথে সাথে সেই ভাবে করে দেখাচ্ছেন ।
দাদী কিভাবে হাসেন ?
দাদা কিভাবে কাশি দেন ।
তার বাবা কিভাবে ফোনে কথা বলেন ।
তার আম্মু কিভাবে তার ছোট ভাইয়াকে দুধ খাওয়ান।
দাদার জুতা পরানো মুঝা খুলে দেওয়া সব পারে ।
চাচ্ছু কে সে ধমক দিলে চাচ্ছু কিভাবে কান্দে ।
কিভাবে ঔষধ খাওয়াবে সব জানে ।
নামাজে কিভাবে কখন কি করতে হবে।
নাতিন আমার ৯৯ টা রূপে গুনে গুনাম্বিত ।
শুধু এক জায়গায় একটু সমস্যা ।
তা হল নাতিন মিনিটে মিনিটে রাগ করে।
আর রাগ করে একদিকে তাকায়ে মুডঅফ হয়ে বসে থাকে ।
সহজে রাগ ভাঙ্গানো যায় না ।
ওটা তেমন কিছু না ।
ছবিতে আমার হাসি নকল করে সবাইকে দেখাচ্ছে ।
সত্যলিখন এর ব্লগ
আমার এই নাতনি হচ্ছে আমাদের সকলের প্রিয় ব্লগার সত্যলিখন (পারভীন সুলতানা) আপার ছেলের ঘরের নাতনি। নাতনি ৯৯ টা গুনের বর্ণনা শুনে আমি বুড়ো দাদু পাগল হয়ে গেছি। নাতনি নাকি রাগ ও করে? নাতনির রাগ ভাঙানোর জন্য গ্লোবেল ভিলেজ দুবাইতে গিয়ে অনেক কিছু নিয়ে এলাম। এবার নাতনির রাগ ভাঙ্গবেই------
পারভীন সুলতানা আপুর পরিবার ও আমার প্রিয় নাতনির জন অনেক অনেক দু'আ ও ভালবাসা রইল।
বিষয়: বিবিধ
২১৪২ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
কিছু মনে নিয়েন না ভাইজান একটুখানি মজা করলাম।
পারভীন আপার পরিবারের সকলের জন্য অনেক অনেক দু'য়া রইলো।
আপু এবং আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক দু'য়া রইলো। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন