۞۞ দোস্ত, নড়াচড়া করিসনা... ক্যামেরার দিকে তাকা..... ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৮:০৫ বিকাল
দোস্ত, নড়াচড়া করিসনা... ক্যামেরার দিকে তাকা.....
===========================
আমি যার ছবি তুলছি আজকে তার জীবন সংগ্রামের গল্প শুনাব। নাম তার জাহাঙ্গীর আলম। আমার ছোট বেলার বন্ধু। আমার এই বন্ধুটি ছোট বেলা থেকে বিভিন্ন বাড়ীতে টিউশনী করে ও কৃষিকাজ করে সংসার চালিয়েছে। ডিগ্রী পরীক্ষা পাশ করার পর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেছিল বলে সবাই মাষ্টার জাহাঙ্গীর বলেই ডাকে। বেতনের টাকায় সংসার চলছিল না বলে আজ থেকে ৮ বছর আগে আরব আমিরাত এসেছিল। সে ভিসা সংক্রান্ত জটিলতায় একবারও দেশে যাবার সুযোগ পায়নি। বিগত ৮ বছরের সমস্ত ইনকাম পরিবারের পেছনের খরচ করেছে। বোনদেরকে বিয়ে দিয়েছে। বাড়ীকে ছোট একটি ঘর তৈরী করেছে। তার জীবন থেকে ৩৫ টি বসন্ত হারিয়ে গেছে। সংসারের ঘানি টানতে টানতে এখনো বিয়ে করতে পারেনি। এই দুর প্রবাস ছেড়ে দেশে গিয়ে কি করবে এই চিন্তা করতে করতেই তার দিন যায়। আমার কাছ থেকে ১০০ কিঃ মিঃ দুরে থাকে বলে বছরে মাত্র একবার তার সাথে দেখা করি। আমাকে কাছে পেয়েই জড়িয়ে ধরে। সুখ-দুঃখের কথাগুলো শেয়ার করে। আমি তাকে কোন সমাধান দিতে পারি না। বলতে পারি না যে..তুই বাড়ীতে চলে যা.....যাবেই বা কিভাবে? তার যে ভিসা নেই।
এই রকম হাজারো জাহাঙ্গীর এই প্রবাসে কাজ করছে। বছরের পর বছর তারা দেশে যেতে পারে না। পরিবারের সাথে কিছুটা সময় থাকতে পারে না। প্রিয়জনদের মৃত্যুতে কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। হায়রে প্রবাসী জীবন..কেন এই নিষ্টুর জীবন? তাদেরকে কে দিবে শান্তনা?
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবুও থাকতে হয়
কারণ ? জীবন মানে যুদ্ধ করা
মনে নিয়ে এ প্রত্যয় ।
ধন্যবাদ আপনাকে
কিযে বলব ভাই ! এর পরে ও খোজনিয়ে দেখেন তার পরিবার ভাবতেছে অনেক টাকা তার কাছে জমা আছে!
ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে লগইন করুন