۞۞ প্রবাসী ভাইয়েরা! সোনা চোরাকারবারীদের লোভনীয় প্রস্তাব থেকে সাবধান থাকুন ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১২:২২ দুপুর
গতকালও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬টি সোনার বারসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
আটককৃত মোরশেদ দুবাই প্রবাসী। বাড়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে। মোরশেদের মত শত শত মোরশেদ বর্তমানে প্রতি সপ্তাহে দুবাই-ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করছে। সোনা চোরাকারবারীরা তাদেরকে ফ্রি টিকেট দেয়। তারাও কয়েকটি স্বর্ণের বার নিয়ে থাকে। একটি স্বর্ণের বার বিক্রী করে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লাভ থাকে। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদেরকে ফাঁকি দিয়ে অথবা ম্যানেজ করে তারা এই কাজটি করছে। বর্তমানে এই অবৈধ ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চোরাকারবারীরা বিনা পয়সায় বাড়ীতে যাবার লোভ দেখিয়ে সহজ-সরল প্রবাসীদেরকে টার্গেট করছে।
বিমানবন্দরে আটক হওয়ার পর তাদের পাসপোট জব্দ হয়ে যায়। তারা আর বিদেশে আসতে পারে না। অনেক সময় জেল ও খাটতে হয়। তাই প্রবাসী ভাইয়েরা সাবধান থাকুন। টাকার লোভে, ফ্রিতে দেশে যাবার আশায় তাদের খপ্পরে পড়ে মান-সম্মান হারাবেন না। একবার ধরা পড়লে আপনার অনেক ক্ষতি হতে পারে। হালাল উপার্জন করুন।
================================
বিডিলনিউজঃ গতকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬টি সোনার বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির নাম মোরশেদুল আলম (২৮)।
বিকেল ৫টার দিকে দুবাই থেকে বিজি-০৪৬ ফ্লাইটে ঢাকায় আসার সময় গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ির যুবক মোরশেদুল দুবাইয়ে চাকরি করতেন।
সহকারী কমিশনার ওয়াজেদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর শুল্ক বিভাগের একটি দল সোনাসহ মোরশেদুলকে আটক করে। মানিব্যাগের ভেতর অভিনব কায়দায় ২৬টি বার লুকিয়ে রেখেছিলেন তিনি।
আটককৃত ২৬টি বারের ওজন সোয়া তিন কেজি। এই সোনার বাজারমূল্য দেড় কোটি টাকাহবে বলে জানান তিনি।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানা গেছে ।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব দুঃখ লাগছে এই কাজে ব্যবহার হচ্ছে সহজ সরল বাংলাদেশী ভাইদের
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই
এবং আসল সোনা ব্যবসায়ীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্শন করছি
প্রশ্ন: ইসলামের দৃষ্টিকোন থেকে এটা কতটুকু নৈতিক বা বৈধ?
মন্তব্য করতে লগইন করুন