১৪ ফেব্রয়ারী বিশ্ব প্রতারনা দিবসের কর্মসূচী
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০১:৪১ রাত
বিশ্ব ভালবাসা দিবসের নামে ১৪ ফেব্রয়ারীতে কিছু কিছু তরুন-তরুনী ভালবাসার ভূবনে পা বাড়াবে। তারা জানবে না এই ভালবাসায় জড়িয়ে যাবার পরিণামটা যে কত খারাপ হতে পারে। সম্পর্ক গড়ার পর দুজন-দুজনার মধ্যে মোবাইলে আলাপন চলতে থাকবে । পার্ক-রেস্তোরা-ক্যাফে-বন্ধুর বাসায় আড্ডা দিবে। একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল থাকবে। কোন এক সময় অনৈতিক কাজে জড়িয়ে পড়বে। দুজনের চলার পথে কোন এক দিন ঝগড়া শুরু হলে অথবা বিয়ের জন্য চাপ দিলেই প্রেমিকটি আস্তে আস্তে সরে যাবার চেষ্টা করবে। কোন উপায় না দেখে মেয়েটিও নিজেকে গুটিয়ে নিবে। প্রতাণার শিকার হয়ে কেউবা ভাল হয়ে যাবে আবার কেউবা আরো বেশী খারাপ হয়ে যাবে। প্রতিশোধ নিতে গিয়ে একের পর এক পুরুষকে প্রতারণার জালে আটকিয়ে স্বর্বশান্ত করে ফেলবে। তাই এই ভালবাসা দিবসকে তারা প্রতারণা দিবস হিসেবেই পালন করবে।
বিয়ের আগে..
ভালবাসা মহা পাপ
প্রেম-পিরিতি তার অভিশাপ
ভালবাসার প্রতিফল
মনে ব্যথা চোখে জল।
বিয়ের পরে..
ভালবাসা ভালবাসা
দুুটি মনের অনেক আশা
থাকবে না কোন দুঃখ-হতাশা
যদি থাকে মধুর ভাষা।
বিষয়: বিবিধ
১৫৩৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন