۞۞ লজ্জা মানব চরিত্রের শ্রেষ্ঠ অলংকার ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩২:১২ সন্ধ্যা



লজ্জা মানব চরিত্রের শ্রেষ্ঠ অলংকার। আল্লাহ প্রদত্ত এক অনন্য গুণ। এর উৎপত্তি ঈমান থেকে। এটি এমন গুণ যা মানুষকে সব ধরনের কদর্মতা, মলিনতা ও কলুষতা থেকে মুক্ত রাখে এবং ব্যক্তিকে পবিত্রতা, স্বচ্ছতা ও নির্মলতার চরিত্র বিকাশে বিকশিত করে তোলে।

লজ্জার অর্থঃ

মানসিক সংকোচন, নমনীয়তা, চারিত্রিক ভদ্রতা ও লাজুকতা।

ঈমানের পুর্ণতার জন্য লজ্জার প্রয়োজনঃ

কারণ ঈমান যেসব নেক কাজের দাবি করে, লজ্জা ওইগুলোর সহায়ক। রাসুল (সা.) বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। সুতরাং ঈমান থাকা না থাকার বিষয়টি লজ্জার ওপর নির্ভরশীল। এ ব্যাপারে রাসুল (সা.) বলেছেন, ‘যার লজ্জা নেই, তার ঈমান নেই।’

লজ্জা চরিত্রের ভুষণঃ

লজ্জা মানুষকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা ও নোংরামি থেকে বিরত রাখে। এ গুণ যার ভেতর আছে, সে কখনো অন্যায় ও অপমানসুচক কাজ এবং আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করতে পারে না। উম্মাহাতুল মুমেনীন হজরত আয়েশা সিদ্দীকা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন হে আয়েশা! লজ্জা যদি কারো ভুষণ হয়, তবে সে একজন সৎ লোক এবং অশ্লীলতা যদি কারো ভুষণ হয়, তবে সে একজন অসৎ লোক।

রাসুল (সা.) আরো বলেছেন, কোনো ব্যক্তির কোনো বিষয়ে যদি অশ্লীলতা থাকে, তবে তা তার সম্মান হানি করে, আর কারো কোনো বিষয়ে যদি লজ্জাশীলতা থাকে, তবে তা তাকে সুশোভিত করে।

লজ্জা জান্নাত-জাহান্নামের প্রবেশদ্বারঃ

রাসুল (সা.) বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। ঈমান মানুষকে জান্নাতে প্রবেশ করায়। আর অশ্লীল কথাবার্তা দুশ্চরিত্রের একটি শাখা। আর দুশ্চরিত্র মানুষকে জাহান্নামে প্রবেশ করায়।

লজ্জাহীন ব্যক্তির কাজের কোনো বিচার বিশ্লেষণ নেইঃ

নির্লজ্জ ব্যক্তি মান-ইজ্জত, হালাল-হারাম, ভালো-মন্দ, উৎকৃষ্ট-নিকৃষ্ট, অনাচার-দুরাচার ও চক্ষুলজ্জা বলতে কোনো বাছবিচার নেই। লজ্জাহীন ব্যক্তি গর্বের ন্যায় নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না। নির্লজ্জ ব্যক্তি উলঙ্গপনা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা, বেআদবী ও মানব চরিত্রের যত নিকৃষ্ট ও নোংরামি কাজ আছে সবই করতে পারে।

সুত্রঃ ফেইসবুক থেকে---

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174652
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
127930
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
174660
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
বিন হারুন লিখেছেন : ভীষণ ভাল লাগল. "লজ্জাহীন মানব যা ইচ্ছা তা করতে পারে" Rose Rose
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
127931
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
174661
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
জেদ্দাবাসী লিখেছেন : ঠিক বলেছেন লজ্জা মানুষকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা ও নোংরামি থেকে বিরত রাখে।

যাজ্জাকাল্লাহ খায়ের
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
127932
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
174666
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো। জাযাকাল্লাহ।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
127933
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
174678
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
127934
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
174687
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
পুস্পিতা লিখেছেন : কিন্তু সেই অলংকার ধ্বংসের আয়োজন চলছে সর্বগ্রাসীরূপে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
127935
সিটিজি৪বিডি লিখেছেন : কি আর করব? দেখেই যেতে হচ্ছে..ইসলামী শাসন থাকলে কি আর এমন হতো?
174729
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লজ্জায় প্রিজারভেটিভ দিয়ে এখন আমরা জাহনন্নামের পথে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
127938
সিটিজি৪বিডি লিখেছেন : ইয়া আল্লাহ আমাদেরকে বাঁচাও..............

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File