۞۞ আল-কুরআনের বানী ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৪২:৫৪ বিকাল
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত , তিনি বলেন , আমি আল্লাহর নবী সা. কে জিজ্ঞাসা করলাম : আমল সমূহের ( কর্মসমূহের ) মধ্যে কোন আমলটি ( কাজটি ) আল্লাহর কাছে সবচে ’ প্রিয় ? তিনি বললেন : সময়মতো সালাত আদায় করা । ’ আমি বললাম তারপর কোন কাজটি ? তিনি বললেন : মা বাবার সাথে ভালো ব্যবহার করা । ’ আমি বললাম , তারপর কোন কাজটি ? তিনি বললেন : আল্লাহর দীন বাস্তবায়নের জন্যে প্রচেষ্টা চালানো। ” ( সূত্র : সহীহ বুখারি ও মুসলিম )
বিষয়: বিবিধ
৩৯৩৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা এগুলিকে আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিন এবং সাদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করুন। আমীন
মন্তব্য করতে লগইন করুন