۞۞ ট্যুর্ এন্ড ট্রাভেল ۞۞ ডেজার্ট সাফারী দুবাই ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৮ জানুয়ারি, ২০১৪, ১২:০০:২৪ দুপুর
ডেজার্ট সাফারী দুবাই
ডেজার্ট সাফারী দুবাই। পর্যটকদের অন্যতম আকর্ষণ এই সাফারী। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পযটকেরা মরুভুমিতে দল বেঁধে ঘুরে বেড়ায়। একটি একটি গ্রুপে ২০০/৩০০ জন থাকে। দুবাই শহর থেকে ৩০/৩৫ কিঃমিঃ দুরে মরুভুমিতে এই আয়োজন চলে। মরুভুমির উচু-নিচু বালির পাহাড়ের উপর দিয়ে গাড়ীর বহর নিয়ে যাবার সময় ভয় লাগে। বিকেলে মরুভূমিতে উঠের পিঠে বসে ঘুরে বেড়াতে কার না ভাল লাগে? সন্ধ্যার পর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান। এই প্যাকেজে চা-কফি-সন্ধ্যকালীন নাস্তা-রাতের খাবার ফ্রি..............আর কথা নয়। ছবিতে ক্যাপশন দেবারও প্রয়োজন নাই। আপনাদেরকে ছবির মাধ্যমে বিনা পয়সায় আরব আমিরাতের মরুভূমি ঘুরে দেখাব। ডেজার্ট সাফারীর ফি মাত্র ১৫০.০০ দিরহাম।
এখান থেকে শুরু হবে ডেজার্ট সাফারী।
আরো ছবি থাকবে-
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা আপনাকে সর্বাবস্থায় সুখে রাখুন। আমীন।
আল্লাহ তায়ালা আপনাকে সর্বাবস্থায় সুখে রাখুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন