۞۞ আমার প্রিয় সাইকেলটির কথা এখনো মনে পড়ে ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ জানুয়ারি, ২০১৪, ০১:২৯:৩৫ দুপুর
শুরু হলো সাইকেল চালানো---------
ছাত্র-ছাত্রীদের সাইকেলঃ
কর্মজীবী পুরুষদের সাইকেলঃ
কর্মজীবী মহিলাদের সাইকেলঃ
পুরাতন সাইকেল দিয়ে সাজিয়ে নিন আপনার বাড়ীর আঙ্গিনাঃ
বাংলার সাইকেলঃ
আমার প্রিয় সাইকেলটির কথা এখনো মনে পড়ে
=======================
আজ থেকে দুই যুগ আগেও বাংলার গ্রামীন জনপদে সাইকেলই ছিল একমাত্র ভরসা। প্রতিটি বাড়ীতে কারো না কারো ঘরে সাইকেল ছিল। ডাক্তার, শিক্ষক ও ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সাইকেল নিয়ে বিভিন্ন দুর দুরান্তে যেত। এখন আর সাইকেল নিয়ে কেউ দুর-দুরান্তে যায় না। উচ্চবিত্ত পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারেও মোটর সাইকেল আছে। সাইকেল এখন শুধু মাত্র নিম্মবিত্ত পরিবারেই দেখা যায়।
আজ নেটে সাইকেলের ছবি দেখে নিজের সাইকেলের কথা মনে পড়ে গেল। আমাদের পরিবারের সাইকেলটির ইতিহাস অনেক পুরানো। ১৯৮৫ সালের আগে ক্রয় করা সাইকেলটি অনেক মানুষ চালিয়েছিল। গ্রাম ছেড়ে শহরে আসার আগে মক্তবের হুজুরকে এই সাইকেলটি দান করেছিলাম। এই হুজুরও প্রায় দশ বছরের ও বেশী সময় সাইকেলটি পরম যত্বসহকারে চালিয়েছিল। প্রবাস থেকে দেশে গিয়ে গ্রামের বাড়ীতে গেলেই সাইকেলটিকে ভাল করে দেখতাম। সর্বশেষ কার হাতে আমার প্রিয় সাইকেলটি আছে এখন আর জানা নেই। আজ মনে পড়ে যায় সেই ছোট বেলার স্মৃতি। একবার হরতালের দিনে সাইকেল নিয়ে ২২ মাইল পর্যন্ত গিয়েছিলাম। বর্ষাকালে কাঁদামাটিতে সাইকেল চালিয়ে ঘরে এসে পানি দিয়ে ভাল করে ধৌত করে শুকনো কাপড় দিয়ে মুছে দিতাম। কত যত্নইনা করতাম। সাইকেল নিয়ে আগে কি সুন্দর ঘুরে বেড়াতাম আমরা---------
বিষয়: বিবিধ
২৫৮৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাঝে মাঝে এমন স্মৃতি সামনে আসলে, অনেক ভাল লাগে।
ক্ষনিকের জন্য হলেও নিজেকে হারিয়ে ফেলি সেই গ্রামের পথগুলিতে।
মন্তব্য করতে লগইন করুন