আজ ২১ শে জানুয়ারী ২০১৪ ۩۞۩ আমার কন্যা ۩۞۩ জারিফা আমরিন ۩۞۩ এর ৪র্থ জন্ম বার্ষিকী
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২১ জানুয়ারি, ২০১৪, ১০:৪৫:০৫ সকাল
আজ ২১ জানুয়ারী ২০১৪ সাল। ২০১০ সালের এই দিনে আমার কন্যা জারিফা আমরিন জন্মগ্রহন করে। আমি প্রবাসী বলে কন্যাকে খুব বেশী সময় দিতে পারিনি। তাই কন্যা তার প্রবাসী পিতাকে খুব বেশী আপন করে নিতে পারেনি। ফোন করলেই সালাম দিয়ে পালিয়ে যায়। গত বছর দেশে গিয়ে কন্যার মুখোমুখি হতেই বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হই। এই যেমনঃ এটা আমার দাদুর বাসা, তুমি দুবাইতে চলে যাও। আরেকদিন বলেছিল,“ বাবা, আমি দাদুর সাথে তোমাকে আনতে এয়ারপোটে গিয়েছিলাম, আমি তোমাকে চিনতে পারিনি বলে কান্না করেছিলাম।” কন্যার এই কথাটি আমি কখনও ভুলতে পারব না
কন্যার জন্মের পর থেকে আজ পর্যন্ত অনেক পোষ্ট দিয়েছি। পোষ্টের মাধ্যমে প্রবাসী পিতাদের মনের কথাগুলো ফুটিয়ে তোলা চেষ্টা করেছি। ব্লগে ও ফেইসবুকে শেয়ার করি বলে আমার মনের কথাগুলো আপনারা জানতে পারেন। যারা অন-লাইন থেকে দুরে আছেন, যারা সারাদিন তপ্ত মরুভুমিতে কাজ করে যাচ্ছেন তাদের অবস্থাও আমার মত। দুর প্রবাসে সবাই প্রিয় সন্তানের জন্য টেনশনে থাকেন। প্রিয় সন্তানকে আদর করতে না পারায় দুঃখ ও হতাশায় ভোগেন। কেউবা মোবাইলের স্ক্রিনে প্রিয় সন্তানের ছবিটি রেখে দিয়েছেন।
আজকের এই দিনে আমার কন্যার জন্য অনেক অনেক দু’আ করছি। সেই সাথে সকল প্রবাসী পিতাদের সন্তানদের জন্য ও দু’আ করছি। হে আল্লাহ আমাদের সন্তানদেরকে প্রিয় মাতৃভূমিতে ভাল রাখুন। তাদেরকে বিভিন্ন বিপদ-আপদ থেকে রক্ষা করুন। আমিন।
বিষয়: বিবিধ
৪৫৬৭ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদেরও শুভেচ্ছা রইলো।আর আগামী সুন্দর ভবিষ্যতের পাথেয় দুয়া..
আল্রাহ যেন তাকে তার পিতা মাতার সন্তুষ্টি অর্জন করার মত ইলম, আমল দান করেন।
আমিও এক প্রবাসী পিতার সন্তান
চার বছরে দিল পা
সোনামনি জারিফা
দূর প্রবাসে আছে বাবা
হাটি হাটি পা পা
কাঁদছে বাবা হাসছে বাবা
কবে হবে মিলন আবার
সেই আসাতেই বুক বাঁধা
হাটি হাটি পা পা
যারে বছর ঘুরে যা
হচ্ছে বড় জারিফা
যাবে এবার মাদ্রাসা
হাটি হাটি পা পা
বদলাতে হবে সমাজটা
স্বপ্নে বিভোর বাবা টা
ধরবে হাল জারিফা
এগিয়ে যাও
জারিফা মনি
আধ আধ কথা
আগলে রাখা বই
অনেক প্রিয়দের
ভালবাসা
তোমার জন্য পৃথিবীর প্রতিটি মুহূর্ত্ব দামী।
মন্তব্য করতে লগইন করুন