۞۞ দুর্ঘটনার জন্য আমরা ও কি দায়ী নই? ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ জানুয়ারি, ২০১৪, ০৫:৩৬:৫২ বিকাল
আমাদের দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। বেশীর ভাগ দুর্ঘটনার জন্য আমরা গাড়ীর চালকদেরকে দায়ী করে থাকি। দুর্ঘটনার জন্য আমরা ও কি দায়ী নই? উপরের তিনটি ছবিই প্রমাণ করে যে দুর্ঘটনার জন্য আমরাও দায়ী। ফুটপাত, জেব্রা ক্রসিং, ওভার ব্রিজ দিয়ে না হেটে রাস্তায় হাটলে অথবা রাস্তা পারাপার হতে চাইলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান---- মনে রাখবেন----------------------
সময়ের চাইতে জীবনের দাম অনেক বেশী।
(দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের ফুটপাত ও ওভারব্রিজ এখন হকার, ছিনতাইকারী ও দুষ্ট ছেলে-মেয়েদের দখলে। প্রশাসনের কর্মকর্তরা তাদের কাছে থেকে মোট অংকের চাঁদা আদায় করে থাকে। রাজনৈতিক দলের ক্যাডাররা ও তাদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে বলে তাদেরকে সরানো যায় না। আর আমরা আম জনতাকে কষ্ট করে জীবনের ঝুকি নিয়ে রাস্তা দিয়ে হাটতে হয়)
বিষয়: বিবিধ
১৭৮৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
সতেনতামূলক পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন